ads

উপন্যাস: কাকতাড়ুয়া [কাকতাড়ুয়া উপন্যাসের ৩৩টি জ্ঞানমূলক প্রশ্ন-উত্তর, তৃতীয় পর্ব, এসএসসি বাংলা ১ম পত্র]

 ৬২. চাচির বলা কোন শব্দটা বুধার শক্ত হয়ে থাকা বুকের মাটিতে বলের মতো লাফায়?

উত্তর: চাচির বলা ‘বোমা’ শব্দটা বুধার শক্ত হয়ে থাকা বুকে বলের মতো লাফায়।

৬৩. বুধা চাচির বাড়িতে গেলে কার চোখ ছলছল করত?
উত্তর: বুধা চাচির বাড়িতে গেলে কুন্তির চোখ ছলছল করত।

৬৪. হরিকাকু কখন বুধাকে হেসে ‘মানিকরতন’ বলে ডাকত?
উত্তর: হরিকাকুর জালে প্রচুর মাছ উঠলে বুধাকে হেসে ‘মানিকরতন’ বলে ডাকত।

৬৫. গাঁয়ের গোবর কুড়ানি বুড়িটা বুধার কী নাম দিয়েছে?
উত্তর: গাঁয়ের গোবর কুড়ানি বুড়িটা বুধার নাম দিয়েছে ‘গোবররাজা’।

৬৬. বুধা কার ভাবনার মতো সাহসী মানুষ হয়ে উঠতে চায়?
উত্তর: বুধা নোলক বুয়ার ভাবনার মতো সাহসী মানুষ হয়ে উঠতে চায়।

৬৭. ‘আমি তো এখন স্বাধীন মানুষ।’ বুধা কাকে এ কথা বলেছিল?
উত্তর: ‘আমি তো এখন স্বাধীন মানুষ।’ বুধা হাবু দোকানদারকে এ কথা বলেছিল।

৬৮. গাঁয়ে যখন মিলিটারি এল, বুধা তখন কী খেলছিল?
উত্তর: গাঁয়ে যখন মিলিটারি এলো বুধা তখন কাকতাড়ুয়া খেলছিল।

৬৯. বুধাদের গাঁয়ে মিলিটারিরা কীসে চড়ে আসে?
উত্তর: বুধাদের গাঁয়ে মিলিটারিরা জিপে চড়ে আসে।

৭০. বুধা আতঙ্কে কীসে মিশে যায়?
উত্তর: বুধা আতঙ্কে ধানখেতের কাদায় মিশে যায়।

৭১. বুধা কী নিয়ে ডোবা থেকে পানি আনে?
উত্তর: বুধা মাটির হাঁড়ি নিয়ে ডোবা থেকে পানি আনে।

৭২. কীসের দিকে তাকিয়ে বুধার চোখ লাল হতে থাকে?
উত্তর: আধপোড়া ভাজারুটির দিকে তাকিয়ে বুধার চোখ লাল হতে থাকে।

৭৩. বুকের ভেতর ভীষণ কিছু গজিয়ে উঠলে বুধা কোথায় গিয়ে দাঁড়ায়?
উত্তর: বুকের ভেতর ভীষণ কিছু গজিয়ে উঠলে বুধা নদীর ধারে গিয়ে দাঁড়ায়।

৭৪. কার বাড়িতে গিয়ে বুধার চক্ষু চড়কগাছ হয়?
উত্তর: নোলক বুয়ার বাড়িতে গিয়ে বুধার চক্ষু চড়কগাছ হয়।

৭৫. ‘বানরের আবার চাঁদে যাওয়ার সাধ’ উক্তিটি কার?
উত্তর: ‘বানরের আবার চাঁদে যাওয়ার সাধ’ উক্তিটি মধুর।
৭৬. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত মধুর বড় ভাইয়ের নাম কী?
উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত মধুর বড় ভাইয়ের নাম মিঠু।

৭৭. মৃত্যুর সময় বুধার মা বুধাকে কার ভরসায় রেখে যাওয়ার কথা বলে?
উত্তর: মৃত্যুর সময় বুধার মা বুধাকে আল্লাহর ভরসায় রেখে যাওয়ার কথা বলে।

৭৮. আহাদ মুন্সী বুধাকে কী কাজ দেওয়ার কথা বলে?
উত্তর: আহাদ মুন্সী বুধাকে গরু চরানোর কাজ দেওয়ার কথা বলে।

আরো পড়ুন : কাকতাড়ুয়া উপন্যাসের ২৯টি জ্ঞানমূলক প্রশ্নোত্তর, ২য় পর্ব
৭৯. বুধা গায়ে খেটে কীসের দাম শোধ দেবে?
উত্তর: বুধা গায়ে খেটে তেলের দাম শোধ দেবে।

৮০. বুধা পোড়া ঘরে গিয়ে কয়টা মশাল বানায়?
উত্তর: বুধা পোড়া ঘরে গিয়ে চারটা মশাল বানায়।

৮১. আলি ও মিঠু কীসে যোগ দিতে গ্রাম ছেড়ে পালায়?
উত্তর: আলি ও মিঠু মুক্তিবাহিনীতে যোগ দিতে গ্রাম ছেড়ে পালায়।

৮২. বুধা ফুলকলিকে কার বাড়িতে নিয়ে যায়?
উত্তর: বুধা ফুলকলিকে আতাফুপুর বাড়িতে নিয়ে যায়।

৮৩. আতাফুপুর বাড়িতে বুধা পেটভরে কী খায়?
উত্তর: আতাফুপুর বাড়িতে বুধা পেটভরে পান্তা ভাত খায়।

৮৪. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে কে আর্ট কলেজে পড়ে?
উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে শাহাবুদ্দিন আর্ট কলেজে পড়ে।

৮৫. গাঁয়ের স্কুলঘরটি দখল করে মিলিটারিরা কী বানিয়েছে?
উত্তর: গাঁয়ের স্কুলঘরটি দখল করে মিলিটারিরা ক্যাম্প বানিয়েছে।

৮৬. ‘লোহার টুপি কি মানুষের মগজ খায়?’ বুধা কাকে জিজ্ঞেস করেছিল?
উত্তর: ‘লোহার টুপি কি মানুষের মগজ খায়?’ বুধা আহাদ মুন্সীকে জিজ্ঞেস করেছিল।

৮৭. বুধা তার জ্বরকে কীসের জ্বর বলেছে?
উত্তর: বুধা তার জ্বরকে ভাল্লুকের জ্বর বলেছে।

৮৮. উপন্যাস কী?
উত্তর: গদ্যে লেখা এক ধরনের গল্প।

৮৯. উপন্যাসের শব্দ সংখ্যা কমপক্ষে কত হওয়া বাঞ্ছনীয়?
উত্তর: উপন্যাসের শব্দ সংখ্যা কমপক্ষে ২৫ হাজার হওয়া বাঞ্ছনীয়।

৯০. উপন্যাসের প্রধান উপাদান কী?
উত্তর: উপন্যাসের প্রধান উপাদান কাহিনি।

৯১. উপন্যাসের দ্বিতীয় উপাদান কোনটি?
উত্তর: উপন্যাসের দ্বিতীয় উপাদান চরিত্র।

৯২. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম কী?
উত্তর: বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী।

৯৩. সেলিনা হোসেন কত তারিখে জন্মগ্রহণ করেন?
উত্তর: সেলিনা হোসেন ১৪ জুন, ১৯৪৭ সালে জন্মগ্রহণ করেন।

No comments

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.