ads

উপন্যাস: কাকতাড়ুয়া [কাকতাড়ুয়া উপন্যাসের ৩০টি জ্ঞানমূলক প্রশ্ন-উত্তর, প্রথম পর্ব, এসএসসি বাংলা ১ম পত্র]

 
[কাকতাড়ুয়া উপন্যাসের 
৯৫টি জ্ঞানমূলক প্রশ্ন-উত্তর, 
এসএসসি বাংলা ১ম পত্র]

১. বুধার কয়জন ভাই-বোন ছিল?
উত্তর: বুধার চারজন ভাই-বোন ছিল।

২. বুধার চাচাতো ভাই-বোন কয়জন?
উত্তর: বুধার চাচাতো ভাই-বোন আট জন।

৩. মৃত্যুর সময় তিনুর বয়স কত ছিল?
উত্তর: মৃত্যুর সময় তিনুর বয়স ছিল দেড় বছর।

৪. বুধাদের গ্রামে কলেরার প্রকোপ কত দিন ছিল?
উত্তর: বুধাদের গ্রামে কলেরার প্রকোপ সাত দিন ছিল।

৫. কার হাসিতে মনে হতো বিলের জলে ঢেউ বয়ে যাচ্ছে?
উত্তর: বিনুর হাসিতে মনে হতো বিলের জলে ঢেউ বয়ে যাচ্ছে।

৬. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে পাথরের চোখ মেলে বুধা কী দেখে?
উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে পাথরের চোখ মেলে বুধা মৃত্যু দেখে।

৭. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত গ্রামের অর্ধেক লোক উজাড় হয়ে যায় কীসে?
উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত গ্রামের অর্ধেক লোক উজাড় হয়ে যায় কলেরার মহামারিতে।

৮. কাকতাড়ুয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে কে?
উত্তর: কাকতাড়ুয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে বুধা।

৯. বুধাকে কামাই করতে বলে কে?
উত্তর: বুধাকে কামাই করতে বলে তার চাচি।

১০. বুধার চাচাতো বোনের নাম কী?
উত্তর: বুধার চাচাতো বোনের নাম কুন্তি।

১১. বুধা কুন্তিকে কোন সময় ভালোভাবে আসার কথা বলেছিল?
উত্তর: বুধা কুন্তিকে তার বিয়ের সময় ভালোভাবে আসার কথা বলেছিল।

১২. নোলক বুয়া বুধাকে কী নামে ডাকত?
উত্তর: নোলক বুয়া বুধাকে ‘ছন্নছাড়া’ নামে ডাকত।

১৩. গাঁয়ের লোক বুধার কী নাম দিয়েছে?
উত্তর: গাঁয়ের লোক বুধার নাম দিয়েছে ‘কাকতাড়ুয়া’।

১৪. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে কুন্তি কে?
উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে কুন্তি হলো বুধার চাচাতো বোন।

১৫. বুধা কার কাছে গণকবর সম্পর্কে জানতে চেয়েছিল?
উত্তর: বুধা হাবিবের কাছে গণকবর সম্পর্কে জানতে চেয়েছিল।

১৬. হরিকাকু বুধাকে কী নামে ডাকত?
উত্তর: হরিকাকু বুধাকে ‘মানিকরতন’ নামে ডাকত।

১৭. বুধাকে কে কাকতাড়ুয়া খেলতে নিষেধ করেছিল?
উত্তর: বুধাকে রানি কাকতাড়ুয়া খেলতে নিষেধ করেছিল।

১৮. কাদের ভাষা বুধা বুঝতে পারে না?
উত্তর: মিলিটারিদের ভাষা বুধা বুঝতে পারে না।

১৯. বুধা কোথায় বসে রেডিওতে বঙ্গবন্ধুর ভাষণ শুনেছিল?
উত্তর: বুধা কানু দয়ালের বাড়িতে বসে বঙ্গবন্ধুর ভাষণ রেডিওতে শুনেছিল।


২০. মিলিটারি ক্যাম্পে গরু-ছাগল, হাঁস-মুরগি, মাছ, ডিম, দুধ কারা পাঠায়?
উত্তর: মিলিটারি ক্যাম্পে গরু-ছাগল, হাঁস-মুরগি, মাছ, ডিম, দুধ পাঠায় গাঁয়ের কয়েকজন টাকাওয়ালা মানুষ।

২১. ক্ষুধা পেলে বুধাকে আলি কী দেয়?
উত্তর: ক্ষুধা পেলে বুধাকে আলি চা-বিস্কুট দেয়।

২২. আলি বুধার নতুন নাম কী দেয়?
উত্তর: আলি বুধার নতুন নাম দেয় ‘জয় বাংলা’।

২৩. ভোরবেলা বুধাকে কে কান ধরে টেনে তোলে?
উত্তর: ভোরবেলা বুধাকে আহাদ মুন্সীর বড় ছেলে মতিউর কান ধরে টেনে তোলে।

২৪. আহাদ মুন্সীর বাড়ির পর কার বাড়িতে আগুন লাগে?
উত্তর: আহাদ মুন্সীর বাড়ির পর রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন লাগে।

২৫. বুধা কাকে স্যালুট করে?
উত্তর: বুধা বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিনকে স্যালুট করে।

২৬. একগাদা পেয়ারা নিয়ে বুধা কোথায় যায়?
উত্তর: একগাদা পেয়ারা নিয়ে বুধা মিলিটারি ক্যাম্পে যায়।

২৭. মিলিটারিরা কী দখল করে ক্যাম্প বানিয়েছে?
উত্তর: গাঁয়ের স্কুলঘরটি দখল করে মিলিটারিরা ক্যাম্প বানিয়েছে।

২৮. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে প্রাণহীন দৃষ্টি কাদের?
উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে প্রাণহীন দৃষ্টি পাকিস্তানি মিলিটারিদের।

২৯. মিলিটারি ক্যাম্পে আহাদ মুন্সীর সঙ্গে কয়জন রাজাকার ছিল?
উত্তর: মিলিটারি ক্যাম্পে আহাদ মুন্সীর সঙ্গে তিনজন রাজাকার ছিল।

৩০. বুধাকে কে সানকি ভরা ভাত দেয়?
উত্তর: বুধাকে মিঠুর মা সানকি ভরা ভাত দেয়।








No comments

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.