ads

উপন্যাস: কাকতাড়ুয়া [কাকতাড়ুয়া উপন্যাসের ৩৩টি জ্ঞানমূলক প্রশ্ন-উত্তর, দ্বিতীয় পর্ব, এসএসসি বাংলা ১ম পত্র]

 ৩১. বুধা কাকে নিয়ে বাবা-মার কবর দেখতে যায়?

উত্তর: বুধা কুন্তিকে নিয়ে বাবা-মার কবর দেখতে যায়।

৩২. বুধার মা-বাবার কবর কে পরিষ্কার করে রাখে?
উত্তর: বুধার মা-বাবার কবর কুন্তি পরিষ্কার করে রাখে।

৩৩. বুধা মাটি কাটার দলে কাজে নিতে কার কাছে অনুরোধ করে?
উত্তর: বুধা মাটি কাটার দলে কাজে নিতে ফজু চাচার কাছে অনুরোধ করে।

৩৪. বাঙ্কার কাটার কাজ কে তদারকি করে?
উত্তর: বাঙ্কার কাটার কাজ আহাদ মুন্সির ছেলে মতিউর তদারকি করে।

৩৫. রাতের বেলা বাঙ্কারে করে মিলিটারিরা কী দেখবে বলে বুধা জানায়?
উত্তর: রাতের বেলা বাঙ্কারে করে মিলিটারিরা হাউইবাজি দেখবে বলে বুধা জানায়।

৩৬. বুধা কার পা ধরে সালাম করে ভোঁ দৌড় দেয়?
উত্তর: বুধা ফজু মিয়ার পা ধরে সালাম করে ভোঁ দৌড় দেয়।

৩৭. বুধা বাঙ্কারে কী পুঁতে রাখে?
উত্তর: বুধা বাঙ্কারে মাইন পুঁতে রাখে।

৩৮. পাকিস্তানি সেনা দেখে বুধা কোথায় লম্বা হয়ে শুয়ে থাকে?
উত্তর: পাকিস্তানি সেনা দেখে বুধা ধানগাছের আড়ালে লম্বা হয়ে শুয়ে থাকে।

৩৯. কে বুধাকে দেখে হাউমাউ করে কেঁদে ফেলে?
উত্তর: হরিকাকুর বউ বুধাকে দেখে হাউমাউ করে কেঁদে ফেলে।

৪০. বুধার চাচা কাজ খুঁজতে কোথায় গেছে?
উত্তর: বুধার চাচা কাজ খুঁজতে শহরে গেছে।

৪১. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত সালাম চাচা কীসের আঘাতে মারা গেছে?
উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত সালাম চাচা বুলেটের আঘাতে মারা গেছে।

৪২. শত্রুদের না তাড়িয়ে কে চায়ের দোকান বানাবে না?
উত্তর: শত্রুদের না তাড়িয়ে আলি চায়ের দোকান বানাবে না।

৪৩. বুধার মতে কী না করলে গ্রামটা একদিন ভূতের বাড়ি হবে?
উত্তর: বুধার মতে লড়াই না করলে গ্রামটা একদিন ভূতের বাড়ি হবে।

৪৪. বুধা কার কাছ থেকে কেরোসিন তেল নেয়?
উত্তর: বুধা আলির কাছ থেকে কেরোসিন তেল নেয়।

৪৫. বুধা বড় মশালটা কয় চালা ঘরের চালে ছুড়ে মারে?
উত্তর: বুধা বড় মশালটা আটচালা ঘরের চালে ছুড়ে মারে।

আরো পড়ুন : কাকতাড়ুয়া উপন্যাসের ৩৩টি জ্ঞানমূলক প্রশ্নোত্তর, ১ম পর্ব

৪৬. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বুধাকে দেখে কাদের সাহস বেড়ে যায়?
উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বুধাকে দেখে আলি আর মিঠুর সাহস বেড়ে যায়।

৪৭. কে বুধাকে পেলে চিবিয়ে খাবে?
উত্তর: মতিউর বুধাকে পেলে চিবিয়ে খাবে।

৪৮. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে কার হম্বিতম্বি দেখে লোক জড়ো হয়?
উত্তর: ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে মতিউরের হম্বিতম্বি দেখে লোক জড়ো হয়।

৪৯. বুধা ফুলকলিকে কী খেতে দিল?
উত্তর: বুধা ফুলকলিকে জিলাপি খেতে দিল।

৫০. কমান্ডারের বাড়িতে কিছু ঘটলে বুধাকে কে জানাবে?
উত্তর: কমান্ডারের বাড়িতে কিছু ঘটলে বুধাকে ফুলকলি জানাবে।

৫১. ফুলকলি বুধাকে কী বলে ডাকবে বলে জানায়?
উত্তর: ফুলকলি বুধাকে ‘যুদ্ধ’ বলে ডাকবে বলে জানায়।

৫২. বুধা মনের আনন্দে দুই পায়ে কী মাখে?
উত্তর: বুধা মনের আনন্দে দুই পায়ে পথের ধুলা মাখে।

৫৩. বুধার ঘুমানোর জন্য দরজাবিহীন কী আছে?
উত্তর: বুধার ঘুমানোর জন্য দরজাবিহীন ঢেঁকিঘর আছে।

৫৪. গেরস্ত বাড়িতে কাজ করে দিলে বুধার কোন ডালের সঙ্গে ভাত জোটে?
উত্তর: গেরস্ত বাড়িতে কাজ করে দিলে বুধার অড়হর ডালের সঙ্গে ভাত জোটে।

৫৫. ‘কোথায় যাচ্ছিস বুধা’ জিজ্ঞেস করলে বুধা কী জবাব দেয়?
উত্তর: ‘কোথায় যাচ্ছিস বুধা’ জিজ্ঞেস করলে বুধা জবাব দেয় ‘সোনার ঘরে’ যাচ্ছে।

৫৬. মানুষের কীসের সীমা নেই বলে বুধা হাসতে হাসতে নিজেকে বলে?
উত্তর: মানুষের বোকামির সীমা নেই বলে বুধা হাসতে হাসতে নিজেকে বলে।


৫৭. কীসের গান শুনে বুধা গান শেখে?
উত্তর: আখড়ার গান শুনে বুধা গান শেখে।

৫৮. বুধা আঙুলের মাথায় কী তুলে নিয়ে নাচতে থাকে?
উত্তর: বুধা আঙুলের মাথায় মরা শামুকের খোল তুলে নিয়ে নাচতে থাকে।

৫৯. পায়ের আঙুলে লাগানো শামুকের খোলটিকে বুধার কাছে কী বলে মনে হয়?
উত্তর: পায়ের আঙুলে লাগানো শামুকের খোলটিকে বুধার কাছে লোহার টুপি বলে মনে হয়।

৬০. ‘ও পাগল হয়নি। শক্ত হয়ে গেছে।’ গাঁয়ের লোক কার সম্পর্কে কথাটি বলে?
উত্তর: ‘ও পাগল হয়নি। শক্ত হয়ে গেছে।’ গাঁয়ের লোক বুধা সম্পর্কে কথাটি বলে।

৬১. চাচির বলা কোন শব্দটা বুধার শক্ত হয়ে থাকা মগজের গায়ে ধাক্কা খায়?
উত্তর: চাচির বলা ‘কামাই’ শব্দটা বুধার শক্ত হয়ে থাকা মগজের গায়ে ধাক্কা খায়।



No comments

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.