ads

একুশের গাথা; পতিতপাবন মণ্ডল


ফেব্রুয়ারির প্রথম প্রভাতে রক্তে লেখা ইতিহাস,
মায়ের ভাষার ডাকে জাগে বাংলার নিরন্তর আশ্বাস।
আজও ছাত্রদের কণ্ঠে বাজে সেই অমর গান,
"রাষ্ট্রভাষা বাংলা চাই", "রাষ্ট্রভাষা বাংলা চাই"—জ্বলে অগ্নিবাণ।

রক্তাক্ত অক্ষর শানে লিখে গেল যারা নাম,
চিরকাল মাঠে-ময়দানে সারা বাংলায়  তাদেরই মান। 
শহিদ মিনারে ফোটে লাল রক্তজবার গন্ধ,
মিছিলের পদধ্বনিতে কাঁপে ধরণীর চন্দ্র।

ভাষার বুকে আগুন জ্বেলে কোথায় গেল তারা? 
মাটির গহ্বরে শুনি তাঁদেরই শাশ্বত-অমলীন গাথা।
বেদনার গভীর অশ্রু-আগুনে একুশের সূর্য আজও জ্বলে, 
মায়ের তরে নব-রক্ত আজ উদ্বেলিত পুরোনো সেই বানে। 

বর্ণে বর্ণে আজও লিখি সেই গভীর বেদনার পালা,
হৃদয়ের তাজা ধারায়  লিখো মাতৃভাষার মর্যাদা। 
শুধু তারিখ নয়, নয় শুধু ক্ষণ একুশে ফেব্রুয়ারি, 
বাংলার প্রতিটি প্রাণ-স্পন্দনে, নিরন্তর শ্রদ্ধাঞ্জলি।
একুশে ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।। 



No comments

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.