ads

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর


বঙ্গবন্ধু সামরিক জাদুঘর

বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাস, ঐতিহ্য এবং বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে অজানা তথ্য ভাণ্ডারের নাম বঙ্গবন্ধু সামরিক জাদুঘর (Bangabandhu Military Museum)। পুর্বে এই জাদুঘরের নাম ছিলো বাংলাদেশ সামরিক জাদুঘর (Bangladesh Military Museum)।

বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটি বঙ্গবন্ধু নভোথিয়েটারের পশ্চিম পাশে ১০ একর জমিতে নির্মিত হয়েছে। যেখানে স্বাধীনতার আগে ও পরে সামরিক বাহিনীর বিভিন্ন সরঞ্জামাদি উপস্থাপন করা হয়েছে। জাদুঘরটিতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর জন্য নির্ধারিত গ্যালারিসহ ছয়টি পৃথক অংশ রয়েছে এবং প্রতিটি বাহিনীর গ্যালারিতে রয়েছে বঙ্গবন্ধু কর্নার।


সেই প্রাচীন অটোমানদের ব্যবহৃত ঢাল-তলোয়ার, যুদ্ধ জাহাজ থেকে শুরু করে নবাব সিরাজুদ্দৌলার সাথে ইংরেজদের পলাশীর যুদ্ধের ইতিহাস, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধের সকল নেতৃত্ব এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সকল সংগ্রাম ও অর্জনের ইতিহাস; এইসব কিছু ফুটিয়ে তুলা হয়েছে অতি যত্নে।

বাংলাদেশের অধিকাংশ জাদুঘর দেখলে যেমনটা মনে হয়, কাচঘেরা বাক্সে গতানুগতিক উপস্থাপন, প্রচলিত এই ধারণাকে ভেঙে দিয়েছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। এখানে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার হয়েছে!

শুধু নিদর্শন নয়, জাদুঘর কমপ্লেক্সের স্থাপত্য, প্রবেশ পথে ঝরনার খেলা, বাইরের সবুজ উদ্যান সবকিছু মিলে একটি চমৎকার ভ্রমণ স্থান।

বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে কী আছে, কীভাবে ঘুরে দেখবেন, কীভাবে যাবেন, সময়সূচি ও খরচসহ ভ্রমণের সকল খুঁটিনাটি তথ্য জানতে পারবেন নিচের লেখায়।   



প্রবেশ টিকেট ও সময়সূচি: 
বঙ্গবন্ধু সামরিক জাদুঘর প্রবেশ করতে জনপ্রতি টিকেট মূল্য ১০০ টাকা। ৫ বছর বা তার ছোট বাচ্চাদের প্রবেশে কোন টিকেট এর প্রয়োজন হয়না। এছাড়া সার্কভুক্ত দেশ গুলোর দর্শনার্থীদের প্রবেশ টিকেট ৩০০ টাকা এবং অন্যান্য বিদেশী দর্শনার্থীদের জন্যে প্রবেশ ফি ৫০০ টাকা। টিকেট পাওয়া যাবে অনলাইনেও।

শনি, রবি, সোম, মঙ্গলবার: সকাল ১০.৩০ থেকে সন্ধ্যা ৬.৩০ পর্যন্ত
বৃহস্পতিবার: সকাল ১০.৩০ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত
শুক্রবার: বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭.৩০ পর্যন্ত।
বন্ধ থাকে: বুধবার ও সরকারি ছুটির দিন

অনলাইনে টিকেট কিনতে ভিজিট করুনঃ bangabandhumilitarymuseum.com/buy-ticket

কীভাবে যাবেন? 

ঢাকার বিভিন্ন স্থান থেকে বাস, সিএনজি কিংবা ট্যাক্সি ভাড়া করে বিজয় সরণিতে নভো থিয়েটারের পাশে অবস্থিত বঙ্গবন্ধু সামরিক জাদুঘর যেতে পারবেন। এছাড়া আপনার সুবিধামতো পরিবহণে ফার্মগেট, বিজয় সরণি, সংসদ ভবন অথবা চন্দ্রিমা উদ্যানের সামনে এসে রিক্সায় বা হেঁটে যেতে পারবেন সামরিক জাদুঘরে। মেট্রো রেলে বিজয় সরণি স্টপেজে নেমে হেটেই যেতে পারবেন। 

কোথায় খাবেন? 

খাবার খেতে জাদুঘর কমপ্লেক্সের ভিতরেই নীহারিকা রেস্টুরেন্ট খেতে পারবেন। দাম একটু বেশি হলেও খাবারের মান বেশ ভালো। এছাড়া একটি সুন্দর কফি শপ আছে, সেখানেও কফির পাশাপাশি স্ন্যাকস এর ব্যবস্থা আছে। বাইরে খেতে চাইলে কাজী নজরুল রোডের পাশে কিংবা সংসদ ভবন এভিনিউ রোডের পাশে অনেক গুলো ভালো রেস্টুরেন্ট পাবেন। 



আশেপাশের দর্শনীয় স্থান: 

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর এর সবগুলো গ্যালারি ভালো করে ঘুরে দেখতেই আপনার প্রায় ৩ ঘন্টা সময় লেগে যাবে। তারপরেও হাতে সময় থাকলে খুব কাছেই নভোথিয়েটার, চন্দ্রিমা উদ্যান, বিমানবাহিনী জাদুঘর, সংসদ ভবন এলাকা কিংবা মুক্তিযুদ্ধ জাদুঘর ঘুরে দেখতে পারেন।


No comments

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.