ads

উদ্ভূত পরিস্থিতিতে সেন্ট গ্ৰেগরী হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মহোদয়ের বিবৃতি





প্রিয়,

বর্তমান ও প্রাক্তন গ্রেগরিয়ান, সম্মানিত পিতা-মাতা, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষী। 

গত ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ রবিবার বিকেল পাঁচটায় সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ বহিরাগত কিছু দুর্বৃত্তের হামলার শিকার হয়। এ হামলায় অধ্যক্ষ মহোদয়ের কক্ষ, ডিসিপ্লিন কমিটি কক্ষ, শিক্ষক-মিলনায়তন, কয়েকটি অফিস কক্ষসহ বেশ কিছু শ্রেণিকক্ষে ব্যাপক লুটপাট, ভাঙচুর ও ধ্বংসযোগ্য চালানো হয়েছে। সেই সাথে দুজন অফিস সহায়ক সুমন গমেজ ও নাজমুল হক গুরুতর আহত হয়েছে। এ হামলায় প্রতিষ্ঠানের আনুমানিক দেড় কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। এই ন্যক্কারজনক ঘটনায় সেন্ট গ্রেগরী পরিবার অত্যন্ত মর্মাহত। আমরা এই নিষ্ঠুর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে ঢাকা শহরের বিভিন্ন স্থানে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এরকম বর্বর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে তার জন্যও সেন্ট গ্রেগরী পরিবার গভীরভাবে মর্মাহত। আমরা এসব বর্বর হামলারও তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি। আমরা মনে করি দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠান, প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী আমাদের সন্তান। সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ প্রায় দেড় শতাব্দী ধরে শিক্ষা ও মানব সেবায় নিরলস পরিশ্রম করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি পবিত্র হলিক্রস সংঘের সন্ন্যাসী ব্রাদারদের দ্বারা পরিচালিত। শিক্ষার মাধ্যমে মানব সেবাই যার মুল লক্ষ্য। এই প্রতিষ্ঠানটি একটি অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান। এখানে অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি খুব জোর দিয়ে নৈতিক শিক্ষা চর্চা করানো হয়। যাতে করে এখানকার শিক্ষার্থীরা দেহ-মন-আত্মায় পরিপূর্ণ মানুষ রূপে গড়ে ওঠে। আমরা আশা ও বিশ্বাস করি সেন্ট গ্রেগরীর কোনো শিক্ষার্থী সহিংস কোনো ঘটনার সাথে কখনো জড়িয়ে পড়তে পারে না। তবে কোনো শিক্ষার্থী নিজ দায়িত্বে এ ধরনের কোনো ঘটনায় কখনো জড়িয়ে পড়লে প্রতিষ্ঠান তার নিয়ম অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। 

এমতাবস্থায় বর্তমান ও প্রাক্তন গ্রেগরিয়ান, সম্মানিত পিতা-মাতা, অভিভাবক ও শুভাকাক্সক্ষীদের প্রতি উদাত্ত আহ্বান উদ্ভূত পরিস্থিতিতে আপনারা সকলে ধৈর্য ধারণ করুন, শান্ত থাকুন, আমাদের সন্তানদের জন্য আশীর্বাদ করুন ও একে অপরের পাশে থাকুন। এ স্কুল অ্যান্ড কলেজের সম্মান ও ঐতিহ্য ধরে রাখতে আপনাদের সকলের ঐকান্তিক আশীর্বাদ ও সহযোগিতা প্রার্থনা করে শেষ করছি । সৃষ্টিকর্তা সকলকে আশীর্বাদ করুন। 

সবাইকে ধন্যবাদ। 



No comments

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.