ads

বিষয় : অনাকাঙ্ক্ষিত উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষের উদাত্ত আহবান।


প্রিয়,
বর্তমান ও প্রাক্তন গ্রেগরিয়ান; সম্মানিত পিতা-মাতা, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষী

ঐতিহ্যবাহী সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ আজ বিকেল পাঁচটায় ৪০-৫০ জন বহিরাগত দুর্বৃত্তদের দ্বারা হামলার শিকার হয়েছে। এতে অধ্যক্ষ মহোদয়ের কক্ষ, ডিসিপ্লিন কমিটি কক্ষ, শিক্ষক-মিলনায়তন, কয়েকটি অফিস কক্ষসহ বেশ কিছু শ্রেণিকক্ষে ব্যাপক ভাঙচুর ও ধ্বংসযোগ্য চালানো হয়েছে। এ হামলায় বিদ্যালয়ের গেটে দায়িত্বরত দুইজন অফিস সহায়ক গুরুতর আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কিছুক্ষণের মধ্যে শিক্ষকগণ, প্রাক্তন ও বর্তমান গ্রেগরিয়ান, অভিভাবকগণ শিক্ষালয়ে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়তা করেন। এর পর পরই আইন-শৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। আর্মি ও পুলিশের সমন্বয়ে একটি টিম সার্বিক নিরাপত্তা প্রদান বিষয়ে আশ্বস্ত করেন। পরবর্তীতে তারা সার্বক্ষণিক এ স্কুল অ্যান্ড কলেজের নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এমতাবস্থায় বর্তমান ও প্রাক্তন গ্রেগরিয়ান; সম্মানিত পিতা-মাতা, অভিভাবক ও শুভাকাক্সক্ষীদের ধৈর্য ধারণ ও পূর্বের ন্যায় আমাদের সার্বিক সহযোগিতা প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।


নিজ দায়িত্বে কোনো প্রকার সহিংসতায় বা বিবাদে কাউকে জড়িয়ে না পড়ার আহ্বাহন করছি।

সৃষ্টিকর্তা সকলের মঙ্গল করুন।

অধ্যক্ষ 

Bro. Placid Peter Rebeiro CSC 
Principal 
St. Gregory's High School & College 
Laxmibazar, Dhaka-1100

সৃষ্টিকর্তা সকলের মঙ্গল করুন।








No comments

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.