ads

বাংলা দ্বিতীয় পত্র ; মডেল টেস্ট-৩, উত্তরসহ, এসএসসি-২৫


১. ‘চশমা’ কোন ভাষার শব্দ?
ক. আরবি 
খ. ফারসি
গ. পর্তুগিজ 
ঘ. ওলন্দাজ

২. ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. অর্থতত্ত্বের 
খ. রূপতত্ত্বের
গ. বাক্যতত্ত্বের 
ঘ. ধ্বনিতত্ত্বের

৩. বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ কী কী?
ক. ই এবং উ 
খ. অ এবং এ
গ. ঐ এবং ঔ 
ঘ. আ এবং ও

৪. কোনটি প্রগত স্বরসংগতির উদাহরণ?
ক. বিলাতি>বিলিতি 
খ. দেশি>দিশি
গ. বাক্য>বাইক্য 

৫. ণ-ত্ব বিধানের নিয়ম অনুযায়ী কোন শব্দটি অশুদ্ধ?
ক. রামায়ন 
খ. দুর্নিবার
গ. নির্মাণ 
ঘ. দুর্নীতি

৬. কতকগুলো শব্দে স্বভাবতই ‘ষ’ হয়। এর উদাহরণ কোনটি?
ক. ভাষা, কর্ষণ 
খ. ভাষ্য, কর্ষণ
গ. কর্ষণ, পোষণ 
ঘ. ভাষা, ভাষ্য

৭. ‘গবেষণা’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. গব+এষণা 
খ. গো+এষণা
গ. গো+ষণা 
ঘ. গ+বেষণা

৮. কোন শব্দটি ‘ঈ’ প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?
ক. জেলেনী 
খ. কৃষাণী
গ. চাকরানী 

৯. শব্দের ব্যবহৃত ‘ইকা’ প্রত্যয়গুলোর মধ্যে কোনটি স্ত্রী প্রত্যয় নয়?
ক. সেবিকা 
খ. গীতিকা
গ. বালিকা 
ঘ. গায়িকা

১০. কোন দুটি পদের বচনভেদ হয়?
ক. বিশেষ্য ও বিশেষণ 
খ. সর্বনাম ও ক্রিয়া
গ. বিশেষ্য ও সর্বনাম 
ঘ. ক্রিয়া ও অব্যয়

১১. পদাশ্রিত নিদের্শক সাধারণত পদের কোথায় বসে?
ক. প্রথমে 
খ. মাঝে
গ. শেষে ঘ. কোথাও না

১২. ‘সন্দেশ’ কোন শ্রেণির শব্দ?
ক. যৌগিক 
খ. রূঢ়ি
গ. দেশি 
ঘ. যোগরূঢ়

১৩. গুণবাচক বিশেষণ ব্যবহৃত হয়েছে কোন স্থলে?
ক. শস্য সবুজ 
খ. নিপুণ কারিগর
গ. প্রথমা কন্যা 
ঘ. কবেকার কথা

১৪. ‘সমধাতুজ’ কর্মের অপর নাম কী?
ক. পরোক্ষ কম 
খ. পযোজক কর্ম
গ. ধাত্বর্থক কর্ম 
ঘ. প্রযোজ্য কর্ম

১৫. ‘এখন যেতে পার’- উদাহরণটি যৌগিক ক্রিয়ার কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. তাগিদ দেওয়া অর্থে 
খ. অভ্যাতা অর্থে
গ. অনুমোদন অর্থে 
ঘ. কার্য সমাপ্তি অর্থে

১৬. সমাসের রীতি কোন ভাষা হতে আগত?
ক. আরবি 
খ. ফারসি
গ. সংস্কৃত 
ঘ. ইংরেজি

১৭. কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে?
ক. শব্দ বিভক্তি 
খ. ক্রিয়া বিভক্তি
গ. উপসর্গ 
ঘ. অনুসর্গ

১৮. খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
ক. ২০টি 
খ. ২১টি
গ. ২২টি 
ঘ. ২৫টি

১৯. ‘চলিষ্ণু’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. চল্ + ষ্ণু 
খ. চল্ + ঈষ্ণু
গ. চল্ + ইষ্ণু 
ঘ. চল্ + উষ্ণু

২০. কোন শব্দে প্রত্যয় অবজ্ঞার্থে ব্যবহৃত হয়েছে?
ক. নিমাই 
খ. কেষ্টা
গ. মুটে 
ঘ. কানাই

২১. “সাতাশ হতো যদি একশ সাতাশ”- এখানে ‘হত’ কোন কালের ক্রিয়া?
ক. পুরাঘটিত অতীত 
খ. পুরাঘটিত বর্তমান
গ. সাধারণ অতীত 
ঘ. নিত্যবৃত্ত অতীত

২২. অপ্রত্যক্ষ বলে কোন পুরুষের অনুজ্ঞা হয় না?
ক. উত্তম পুরুষ 
খ. মধ্যম পুরুষ
গ. নাম পুরুষ 
ঘ. উত্তম পুরুষ ও নাম পুরুষ

২৩. গুণহীন চিরদিন থাকে পরাধীন- নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তৃকারকে শূন্য 
খ. কর্মকারকে শূন্য
গ. করণ কারকে শূন্য 
ঘ. অপাদান কারকে শূন্য

২৪. এ কলমে ভালো লেখা হয়- এখানে ‘কলমে’ কোন কারকে কোন্ বিভক্তি?
ক. কর্মে ৭মী 
খ. অধিকরণে ৭মী
গ. করণে ৭মী 
ঘ. অপাদানে ৭মী

২৫. ‘কী হেতু এসেছ তুমি কহ বিস্তারিয়া।’- হেতু অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. ব্যাপার 
খ. প্রার্থনা
গ. নিমিত্ত অর্থে 
ঘ. প্রসঙ্গ

২৬. বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে বলে-
ক. আকাঙ্ক্ষা 
খ. যোগ্যতা
গ. আসত্তি 
ঘ. অর্থসংগতি

২৭. ‘শুভক্ষণে জন্ম যার’- এক কথায় কী হয়?
ক. শুভজন্মা 
খ. ক্ষণজন্মা
গ. দেদীপ্যমান
 ঘ. প্রত্যুৎপন্নমতি

২৮. কীসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না?
ক. বচনভেদে 
খ. পুরুষভেদে
গ. অর্থভেদে 
ঘ. প্রয়োগভেদে

২৯. কর্মবাচ্যে বাক্যে কর্মে কোন বিভক্তির প্রয়োগ হয়?
ক. প্রথমা 
খ. দ্বিতীয়া
গ. তৃতীয়া 
ঘ. চতুর্থী

৩০. তোমাকে আজই যেতে হবে- এটা কী ধরনের বাক্য?
ক. বিস্ময়বোধক 
খ. বিবৃতিমূলক
গ. প্রার্থনাসূচক 
ঘ. আদেশসূচক

আরো দেখতে ক্লিক করো: বাংলা দ্বিতীয় পত্র ; মডেল টেস্ট-২, উত্তরসহ, এসএসসি-২৫


উত্তর : ১খ ২খ ৩গ ৪ঘ ৫ক ৬ঘ ৭খ ৮খ ৯খ ১০গ ১১গ ১২খ ১৩খ ১৪গ ১৫গ ১৬গ ১৭গ ১৮খ ১৯গ ২০খ ২১ঘ ২২গ ২৩ক ২৪ক ২৫গ ২৬ক ২৭খ ২৮ক ২৯ক ৩০ঘ।

No comments

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.