ads

বাংলা দ্বিতীয় পত্র ; মডেল টেস্ট-২, উত্তরসহ, এসএসসি-২৫


১. কোনটি ধর্মসংক্রান্ত ফারসি শব্দ?

ক. কুরআন 
√খ. রোজা
গ. নালিশ 
ঘ. ঈদ

২. ণত্ব ও ষত্ব বিধান বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. রূপতত্ত্ব 
√খ. ধ্বনিতত্ত্ব 
গ. ভাষাতত্ত্ব 
ঘ. অর্থতত্ত্ব 

৩. ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায়?
ক. শেষে 
খ. মধ্যে
√গ. আদিতে 
ঘ. আদি-অন্তে

৪. একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কী বলে?
ক. স্বরলোপ 
খ. সমীকরণ
গ. অন্তঃস্বরলোপ 
√ঘ. স্বরসংগতি

৫. নিচের কোন শব্দে স্বভাবতই ‘ণ’ হয়?
ক. কারণ 
খ. ব্রাহ্মণ
গ. ভাষণ 
√ঘ. লবণ

৬. কোন শব্দে স্বভাবতই মূর্ধণ্য ‘ষ’ হয়?
ক. প্রতিষেধক 
খ. ঋষি
√গ. আষাঢ় 
ঘ. কষ্ট

৭. কোনটির নিয়মানুসারে সন্ধি হয় না?
ক. গায়ক 
√খ. কুলটা
গ. পশ্বাধম 
ঘ. ণিজন্ত

৮. সংস্কৃত স্ত্রী প্রত্যয় যোগে গঠিত শব্দ কেনাটি?

ক. ভাগনী 
খ. জেলেনী
√গ. কিশোরী 
ঘ. বাঘিনী

৯. ‘মালা’ শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?
√ক. মালিকা 
খ. মালবিকা
গ. মালানী 
ঘ. মালিনী

১০. সংখ্যা গণনায় মূল একক কী?
ক. দশ 
√খ. এক
গ. এক এবং শূন্য 
ঘ. এক থেকে নয় পর্যন্ত

১১. উন্নত প্রাণিবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ কোনগুলো?
√ক. বৃন্দ, মণ্ডলী 
খ. কুল, সকল
গ. মালা, রাজি 
ঘ. গুলা, রা

১২. যোগরূঢ় শব্দ কোনটি?
ক. বাঁশি 
খ. পাঞ্জাবি
√গ. পঙ্কজ 
ঘ. বাবুয়ানা

১৩. কোনটি রূপবাচক নাম বিশেষণ? 
ক. ঠান্ডা হাওয়া 
√খ. সবুজ পাতা
গ. মাটির থালা 
ঘ. ভরা নদী

১৪. কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে?
ক. তুমি ঘুমিয়েই দিন কাটালে
√খ. আজ বেশ এক ঘুম ঘুমালে
গ. এমন মেয়ে আর দেখিনি
ঘ. আমার দিন কেটে গেল

১৫. “কথাটা ছড়িয়ে পড়েছে”- যৌগিক ক্রিয়া গঠনে ‘পড়্’ ধাতুটির কোন অর্থে ব্যবহার হয়েছে?
ক. সমাপ্তি 
খ. আকস্মিকতা
গ. ক্রমশ 
√ঘ. ব্যাপ্তি

১৬. প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে?
ক. নিত্য সমাস 
√খ. দ্বন্দ্ব সমাস
গ. বহুব্রীহি 
ঘ. তৎপুরুষ সমাস

১৭. কোনটি প্রাদি ও অব্যয়ীভাব এ উভয় সমাসই হয়?
√ক. পরিভ্রমণ 
খ. প্রভাব
গ. অতিমানব 
ঘ. উদ্বেল

১৮. নিচের কোন শব্দটি ফারসি উপসর্গ যোগে গঠিত?
ক. বাজে খরচ 
√খ. কারখানাস
গ. আকণ্ঠ 
ঘ. অবগাহন

১৯. ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কী?
ক. ভাষা সংক্ষেপণ 
খ. শব্দের মিলন
√গ. নতুন শব্দ গঠন 
ঘ. বাক্যে অলঙ্করণ

২০. মনু+ষ্ণ = মানব-ষ্ণ প্রত্যয়টি কী অর্থে যুক্ত হয়েছে?
ক. উপাসক 
√খ. অপত্য
গ. ভাব 
ঘ. সম্পর্ক বুঝাতে

২১. “সাতাশ হতো যদি একশ সাতাশ”- এখানে কী বুঝাতে নিত্যবৃত্ত অতীত ব্যবহৃত হয়েছে?
ক. কামনা 
খ. সম্ভাবনা
গ. ইচ্ছা 
√ঘ. অসম্ভব কল্পনায়

২২. অনুরোধ অর্থে অনুজ্ঞার ব্যবহার কোনটি?
ক. চুপ কর 
খ. মিথ্যা বলিবে না
√গ. একটি গান শোনাও 
ঘ. মন দিয়ে পড়

২৩. বাক্যের প্রতিটি শব্দের সঙ্গে অন্বয় সাধনের জন্য যেসব বর্ণ যুক্ত হয় তাদেরকে কী বলে?
√ক. সমাস 
খ. কারক
গ. বিভক্তি 
ঘ. সম্বন্ধ পদ

২৪. “দুধ থেকে দই হয়”- এখানে ‘দুধ থেকে’ কোন অর্থে অপাদান?
√ক. গৃহীত 
খ. জাত
গ. বিচ্যুত 
ঘ. আরম্ভ

২৫. সম্বন্ধ ও সম্বোধন পদ কারক নহে। কারক-
ক. কর্তার সঙ্গে সম্পর্ক থাকে না
√খ. ক্রিয়ার সঙ্গে সম্পর্ক থাকে না
গ. বিভক্তিযুক্ত হয় না
ঘ. কর্তা নিজে ক্রিয়া সমাধান করেন

২৬. প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার বাক্য কোন গুণটি হারায়?
ক. বাহুল্য 
√খ. যোগ্যতা
গ. আকাঙ্ক্ষা 
ঘ. আসত্তি

২৭. “যে নারীর হাসি পবিত্র”- তাকে এক কথায় কী বলে?
ক. সূচিস্মিতা 
√খ. সুচিস্মিতা
গ. সুচিষ্মিতা 
ঘ. শূচিষ্মিতা

২৮. কোনটি ‘রোগ’ অর্থে ব্যবহৃত হয়েছে?
√ক. মাথাধরা 
খ. মাথাব্যথা
গ. মাথা খাওয়া 
ঘ. মাথা ঘামান

২৯. ভাববাচ্যের ক্রিয়া সর্বদা হয়ে থাকে-
ক. প্রযোজক 
খ. উত্তম পুরুষের
গ. দ্বিকর্মক 
√ঘ. প্রথম পুরুষের

৩০. ব্যাকরণিক চিহ্ন কয়টি?
ক. ১১টি 
খ. ৭টি
√গ. ৪টি 
ঘ. ৩টি

No comments

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.