ads

নতুন কারিকুলাম পরিমার্জন -শিক্ষা উপদেষ্টা


রাজা কৃষ্ণচন্দ্র একবার গোপাল ভাঁড়কে জিজ্ঞেস করলেন, "আমার রাজ্যে কবিরাজ নাকি রোগী বেশি? "

গোপাল বললেন, "কবিরাজ।"
দুইদিন পরে গোপাল একটা কাঁথা গায়ে জড়িয়ে দরবারে আসলেন।
দরবারের প্রত্যেকেই গোপালকে কোনো না কোনো পথ্যের উপদেশ দিলেন।
গোপাল রাজাকে বললেন, "দরবারে আমি একা রোগী আর সবাই কবিরাজ।"
ধন্যবাদ শিক্ষা উপদেষ্টা অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ স্যারকে। কারণ, তিনি বলেন, "কারিকুলাম বাতিল এরকম হেড লাইন লিখবেন না।" তিনি আরো বলেন, "কারিকুলাম একটা জটিল বিষয়। " অর্থাৎ তিনি অর্থনীতির শিক্ষক হয়ে কারিকুলাম বুঝেন না, আর আমাদের দেশের পদার্থ বিদ্যার স্যারেরা সব কারিকুলাম বিশেষজ্ঞ হয়ে উঠেছেন।
আমাদের দেশের কোচিং বাজ শিক্ষকগণসহ কতিপয় সাংবাদিকও কারিকুলাম বিশেষজ্ঞ হয়ে উঠেছেন।
উপদেষ্টা বলেন, "নতুন কারিকুলাম বাস্তবায়ন করা কঠিন, আমাদের শিক্ষক সংকট রয়েছে। "
শিক্ষক সংকট বলতে তিনি যোগ্য শিক্ষকের অভাব বুঝিয়েছেন। তারপরে তিনি কথাটা উইথড্র করার জন্য যা বলেছেন তা দুর্বোধ্য বটে।
আপনারা যাঁরা কারিকুলাম বিশেষজ্ঞ হয়ে উঠেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কারিকুলাম বাতিল করেছেন তাদের উদ্দেশ্যে বলি, "কারিকুলাম কোনো ছেলের হাতের মোয়া নয় যে, চাইলেই পরিবর্তন করা যায়।
তবে আপনারা বাতিল চাওয়ার উদ্দেশ্য হচ্ছে কোচিং বাণিজ্য চালু রাখা। শিক্ষায় বৈষম্য থাকুক সেটা আপনাদের মাথা ব্যাথা নয়, জাতি শিক্ষায় দক্ষিণ এশিয়ার মধ্যে পিছিয়ে থাকুক তাতে কি?
আপনাদের কোচিং বাণিজ্য ঠিক থাকলেই হলো।
আপনারা কারিকুলাম বিরোধীরা শ্রেণিতে কারিকুলাম এর নির্দেশনা অনুসরণ করেন নাই বলে শিক্ষার্থী ও অভিভাবক বিভ্রান্ত হয়েছে।
মনে রাখবেন, এই নতুন কারিকুলাম পরিমার্জন করে এমন বই প্রণয়ন করা হবে যাতে শিক্ষার্থী নিজেই শিখন কার্যক্রম চালিয়ে যেতে পারবে। শিক্ষায় সমান সুযোগ ও সমতা সৃষ্টি হবে। শিক্ষা ব্যয় সবার জন্য সমান করা হবে এবং যথাসম্ভব কমিয়ে আনা হবে।
ওহে কোচিং বাজ শিক্ষক ও তাদের দোসর জাতির স্বার্থের সাথে বেইমানি করে কেবল নিজের চিন্তা করলেই হবে।
সরকার বেতন কম দেয় এজন্য আপনি অভিভাবকদের গলা কাটতে পারেন না।
এটা ডক্টর মুহাম্মদ ইউনুসের তিন শূন্যের সরকার। এটা সবসময় মনে রাখবেন।
শিক্ষার্থীরা বৈষম্যবিলোপ করতে আন্দোলন করছে। আর আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষাকে পণ্য বানিয়ে ধ্বংস করার হীন উদ্দেশ্য নিয়ে আন্দোলন করছেন।
ছিঃ ছিঃ ছিঃ!


No comments

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.