ads

বিনম্র শ্রদ্ধা সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়ার প্রতি


সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার জীবন ও কর্ম: 

জন্ম ও শিক্ষাজীবন: 
ইকবাল ২ জুন ১৯৫৭ সালে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে ৩য় বিএমএ স্বল্পমেয়াদী কোর্সে কমিশন লাভের মাধ্যমে সেনাবাহিনীতে বাহিনীতে অফিসার হিসেবে যোগদান করেন।

কর্মজীবন: 
১৯৭৬ সালের নভেম্বরে বিএমএ’র তৃতীয় কোর্সের ক্যাডেট হিসাবে সেনাবাহিনীতে যোগ দেন পদাতিক বাহিনীর কর্মকর্তা ইকবাল করিম ভূঁইয়া। তিনি নবম এবং ২৪ পদাতিক ডিভিশনের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালের মে মাসে তিনি পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। জাতিসংঘ মিশনে কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। তিনি সেনা প্রধান হওয়ার পূর্বে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবিরোধী অভিযান এবং 'অপারেশন ডেজার্ট স্টর্ম'-এ সক্রিয়ভাবে অংশ নেন। 'অপারেশন ডেজার্ট স্টর্ম'-এ গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তিনি লিবারেশন অব কুয়েত মেডেল লাভ করেন।

উৎস: উইকিপিডিয়া 



No comments

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.