বাংলা দ্বিতীয় পত্র ; মডেল টেস্ট -১; উত্তরসহ, এসএসসি-২৫
০১. মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে ‘আ’ প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয়, তাকে কী বলে?
ক. সাধিত ধাতু
ক. সাধিত ধাতু
খ. সংযোগমূলক ধাতু
গ. নাম ধাতু
গ. নাম ধাতু
√ঘ. প্রযোজক ধাতু
০২. ‘উমেদারী’ কোন অর্থে তদ্ধিত প্রত্যয়?
ক. মালিক অর্থে
০২. ‘উমেদারী’ কোন অর্থে তদ্ধিত প্রত্যয়?
ক. মালিক অর্থে
খ. জাত অর্থে
গ. ব্যবসায় অর্থে
গ. ব্যবসায় অর্থে
√ঘ. ভাব অর্থে
০৩. কোন গুচ্ছের সব কয়টি উপসর্গই খাঁটি বাংলা?
ক. আ, সু, অব, আড়
০৩. কোন গুচ্ছের সব কয়টি উপসর্গই খাঁটি বাংলা?
ক. আ, সু, অব, আড়
খ. ফি, নি, বি, সু
√গ. অজ, অনা, আন, ইতি, পাতি
ঘ. কু, বি, প্র, নি
০৪. ‘কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল’-এ বাক্যে অসমাপিকা ক্রিয়াটি কী রূপে ব্যবহৃত হয়েছে?
ক. উপসর্গ
√গ. অজ, অনা, আন, ইতি, পাতি
ঘ. কু, বি, প্র, নি
০৪. ‘কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল’-এ বাক্যে অসমাপিকা ক্রিয়াটি কী রূপে ব্যবহৃত হয়েছে?
ক. উপসর্গ
√খ. অনুসর্গ
গ. ক্রিয়াবাচক বিশেষ্য
গ. ক্রিয়াবাচক বিশেষ্য
ঘ. প্রকৃতি ও প্রত্যয়
০৫. যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে, তাকে কোন কারক বলে?
√ক. কর্মকারক
০৫. যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে, তাকে কোন কারক বলে?
√ক. কর্মকারক
খ. করণ কারক
গ. সম্প্রদান কারক
গ. সম্প্রদান কারক
ঘ. কর্তৃকারক
০৬. “হনন করার ইচ্ছা”-কে এক কথায় কী বলে?
√ক. জিঘাংসা
০৬. “হনন করার ইচ্ছা”-কে এক কথায় কী বলে?
√ক. জিঘাংসা
খ. জিগীষা
গ. দিদৃক্ষা
ঘ. জগুপ্সা
০৮. “জিজ্ঞাসিব জনে জনে”-এখানে ‘জনে জনে’ কোন কারক ও কোন বিভক্তি?
ক. করণে ৭মী
০৮. “জিজ্ঞাসিব জনে জনে”-এখানে ‘জনে জনে’ কোন কারক ও কোন বিভক্তি?
ক. করণে ৭মী
√খ. কর্মে ৭মী
গ. অধিকরণে ৭মী
গ. অধিকরণে ৭মী
ঘ. অপাদানে ৭মী
০৯. বাক্যের একক কোনটি?
ক. উক্তি
০৯. বাক্যের একক কোনটি?
ক. উক্তি
খ. বিভক্তি
√গ. শব্দ
√গ. শব্দ
ঘ. উপসর্গ
১০. বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে কী বলে?
ক. উক্তি
১০. বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে কী বলে?
ক. উক্তি
√খ. বাচ্য
গ. ভাষান্তর
ঘ. বিভক্তিগ. ভাষান্তর
১১. কোনগুলো ধ্বন্যাত্মক দ্বিরুক্ত শব্দ?
ক. হাটে হাটে
ক. হাটে হাটে
√খ. টপাটপ
গ. উড়ু উড়ু
গ. উড়ু উড়ু
ঘ. বার বার
১২. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
ক. বাক্ +দান=বাকদান
ক. বাক্ +দান=বাকদান
খ. উৎ+ছেদ=উচ্ছেদ
√গ. পর+পর=পরস্পর
√গ. পর+পর=পরস্পর
ঘ. সম+সার=সংসার
১৩. কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্য?
ক. সমিতি
১৩. কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্য?
ক. সমিতি
খ. গরু
গ. বীরত্ব
গ. বীরত্ব
√ঘ. গীতাঞ্জলি
১৪. কোনটি প্রাদি সমাসের উদাহরণ?
ক. গৃহস্থ
১৪. কোনটি প্রাদি সমাসের উদাহরণ?
ক. গৃহস্থ
খ. ছা-পোষা
গ. উপকূল
গ. উপকূল
√ঘ. প্রগতি
১৫. কোনটির লিঙ্গান্তর হয় না?
ক. বেয়াই
১৫. কোনটির লিঙ্গান্তর হয় না?
ক. বেয়াই
খ. সাহেব
√গ. কবিরাজ
√গ. কবিরাজ
ঘ. সঙ্গী
১৬. “কাটিতে কাটিতে ধান এল বরষা”।-এই বাক্যের অসমাপিকা ক্রিয়া কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. সমকাল
১৬. “কাটিতে কাটিতে ধান এল বরষা”।-এই বাক্যের অসমাপিকা ক্রিয়া কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. সমকাল
√খ. নিরন্তরতা
গ. সমাপ্তি
গ. সমাপ্তি
ঘ. সূচনা
১৭. বিশেষ অর্থে নির্দিষ্টতাজ্ঞাপক শব্দ কোনগুলো/ কোনটি?
√ক. কেতা, পাটি
১৭. বিশেষ অর্থে নির্দিষ্টতাজ্ঞাপক শব্দ কোনগুলো/ কোনটি?
√ক. কেতা, পাটি
খ. গোটা, টা
গ. খানা, টুকু
গ. খানা, টুকু
ঘ. গুলো, গুলি
১৮. ‘রাজার √কুম’- এটি কোন ধরনের সম্বন্ধ?
√ক. কর্তৃ সম্বন্ধ
১৮. ‘রাজার √কুম’- এটি কোন ধরনের সম্বন্ধ?
√ক. কর্তৃ সম্বন্ধ
খ. কর্ম সম্বন্ধ
গ. করণ সম্বন্ধ
গ. করণ সম্বন্ধ
ঘ. অপাদান সম্বন্ধ
১৯. দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? এখানে ‘বিনা’-
ক. উপসর্গ
১৯. দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? এখানে ‘বিনা’-
ক. উপসর্গ
√খ. অনুসর্গ
গ. বিভক্তি
গ. বিভক্তি
ঘ. কারক
২০. পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে হলে কোন ক্রিয়া অবশ্যই ব্যবহার করতে হয়?
ক. যৌগিক ক্রিয়া
২০. পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে হলে কোন ক্রিয়া অবশ্যই ব্যবহার করতে হয়?
ক. যৌগিক ক্রিয়া
খ. অসমাপিকা ক্রিয়া
√গ. সমাপিকা ক্রিয়া
√গ. সমাপিকা ক্রিয়া
ঘ. কোনোটিই নয়
২১. কোন বাগধারাটির অর্থ মরা?
√ক. অক্কা পাওয়া
√ক. অক্কা পাওয়া
খ. কেউকেটা
গ. কান পাতলা
গ. কান পাতলা
ঘ. কেতাদুরা
২২. ‘অহরহ’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. অহঃ+রহ
২২. ‘অহরহ’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. অহঃ+রহ
√খ. অহঃ+অহ
গ. অহঃ+অহঃ
গ. অহঃ+অহঃ
ঘ. অহ+রহ
২৩. কোন শব্দে তিনটি ব্যঞ্জনবর্ণের যুক্ত রূপ আছে?
ক. স্পর্শ
২৩. কোন শব্দে তিনটি ব্যঞ্জনবর্ণের যুক্ত রূপ আছে?
ক. স্পর্শ
খ. পত্তন
√গ. রাষ্ট্র
ঘ. ইত্যাদি
২৪. বাংলা স্বরবর্ণে মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক. দুটি
২৪. বাংলা স্বরবর্ণে মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক. দুটি
খ. চারটি
গ. ছয়টি
গ. ছয়টি
√ঘ. সাতটি
২৫. ‘জলধি’ কোন শব্দ?
ক. রূঢ়ি শব্দ
২৫. ‘জলধি’ কোন শব্দ?
ক. রূঢ়ি শব্দ
খ. যৌগিক শব্দ
গ. মৌলিক শব্দ
গ. মৌলিক শব্দ
√ঘ. যোগরূঢ়
২৬. কোনটি সন্ধির উদ্দেশ্য?
ক. শব্দের মিলন
২৬. কোনটি সন্ধির উদ্দেশ্য?
ক. শব্দের মিলন
খ. বর্ণের মিলন
√গ. ধ্বনিগত মাধুর্য সম্পাদন
ঘ. শব্দগত মাধুর্য সম্পাদন
আরো দেখতে ক্লিক করো: বাংলা দ্বিতীয় পত্র ; মডেল টেস্ট-৩, উত্তরসহ, এসএসসি-২৫
২৭. কোন ভাষা হতে বাংলাভাষার জন্ম হয়?
ক. পালি
√গ. ধ্বনিগত মাধুর্য সম্পাদন
ঘ. শব্দগত মাধুর্য সম্পাদন
আরো দেখতে ক্লিক করো: বাংলা দ্বিতীয় পত্র ; মডেল টেস্ট-৩, উত্তরসহ, এসএসসি-২৫
২৭. কোন ভাষা হতে বাংলাভাষার জন্ম হয়?
ক. পালি
খ. হিন্দি
গ. উড়িয়া
গ. উড়িয়া
√ঘ. বঙ্গকামরূপী
২৮. দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
ক. সমীভবন
২৮. দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
ক. সমীভবন
√খ. বিষমীভবন
গ. ব্যঞ্জনদ্বিত্বতা
গ. ব্যঞ্জনদ্বিত্বতা
ঘ. ব্যঞ্জনবিকৃতি
২৯. বাংলা বর্ণমালায় ফলা কয়টি?
√ক. পাঁচটি
২৯. বাংলা বর্ণমালায় ফলা কয়টি?
√ক. পাঁচটি
খ. আটটি
গ. দশটি
গ. দশটি
ঘ. এগারোটি
৩০. সকর্মক ক্রিয়ার অকর্মক রূপ কোনটি?
√ক. লোকটি চোখে দেখে না
খ. ছেলেটি কথা বোঝে না
গ. পাখি ওড়ে
ঘ. সে পথে পথে ভিক্ষা করে
৩০. সকর্মক ক্রিয়ার অকর্মক রূপ কোনটি?
√ক. লোকটি চোখে দেখে না
খ. ছেলেটি কথা বোঝে না
গ. পাখি ওড়ে
ঘ. সে পথে পথে ভিক্ষা করে
No comments
Thank you, best of luck