ads

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন টুলস ও নির্দেশনায় সংশোধনী প্রকাশ

নতুন কারিকুলাম অনুযায়ী ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন টুলস ও নির্দেশনায় সংশোধন এনেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এরই মধ্যে সংশোধনটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সংশোধনী স্কুল ও কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে পাঠিয়েছে মাউশি। চিঠিতে বলা হয়েছে, ১৩ বিষয়ের মূল্যায়নের সংশোধিত মূল্যায়ন টুলস ও নির্দেশনা এনসিটিবি থেকে অধিদপ্তরে পাঠানো হয়েছে। সেগুলো শিক্ষাপ্রতিষ্ঠানেও পাঠানো হয়েছে বলে জানানো হয়।


বৃহস্পতিবার (৯ নভেম্বর) সংশোধনী স্কুল ও কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে পাঠিয়েছে মাউশি। চিঠিতে বলা হয়েছে , ১৩ বিষয়ের মূল্যায়নের সংশোধিত মূল্যায়ন টুলস ও নির্দেশনা এনসিটিবি থেকে অধিদপ্তরে পাঠানো হয়েছে। সেগুলো শিক্ষাপ্রতিষ্ঠানেও পাঠানো হয়েছে বলে জানানো হয়।

ষষ্ঠ শ্রেণির নির্দেশনায় বাংলা, ইংরেজি, গণিত, জীবন ও জীবিকা, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, হিন্দুধর্ম, স্বাস্থ্য সুরক্ষা এবং সপ্তম শ্রেণির গণিত, বিজ্ঞান, জীবন ও জীবিকা, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশনা, উপাত্ত সংগ্রহের ছক ও মূল্যায়ন ট্রান্সক্রিপ্টে কিছু সংশোধন করেছে এনসিটিবি।
গত ৭ নভেম্বর ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মূল্যায়ন টুলস ও নির্দেশনা প্রকাশ করে মাউশি।গত ৯ নভেম্বর থেকে সরকারি-বেসরকারি স্কুলের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন শুরু হয়েছে।





No comments

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.