৯ অক্টোবর ১৬৫ কোটি ডলারে ইউটিউব কিনে নেয় গুগল
ইন্টারনেটে ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব ১৬৫ কোটি ডলারে কিনে নেয় গুগল। ইউটিউবের মাধ্যমে নিজেদের অনলাইন বিজ্ঞাপন ব্যবসা গুগল অ্যাডসেন্সের রাজস্ব বাড়ানো ছিল ইউটিউব কেনার অন্যতম উদ্দেশ্য।
৯অক্টোবর ২০০৬ ১৬৫ কোটি ডলারে ইউটিউব কিনে নেয় গুগল ইন্টারনেটে ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব ১৬৫ কোটি ডলারে কিনে নেয় গুগল। ইউটিউবের মাধ্যমে নিজেদের অনলাইন বিজ্ঞাপন ব্যবসা গুগল অ্যাডসেন্সের রাজস্ব বাড়ানো ছিল ইউটিউব কেনার অন্যতম উদ্দেশ্য।
২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারি অনলাইনে ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউব প্রতিষ্ঠা করেন স্টিভ চ্যান, চ্যাড হারলি ও জাভেদ করিম। এখন এটি গুগল এলএলসির মালিকানাধীন কোম্পানি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান ব্রুনোতে ইউটিউবের সদর দপ্তর।
ইউটিউবের অন্য পণ্যগুলো হলো ইউটিউব কিডস, ইউটিউব মিউজিক, ইউটিউব প্রিমিয়াম, ইউটিউব শর্টস ও ইউটিউব টিভি। চলতি বছরের জানুয়ারি মাসের হিসাব অনুযায়ী, প্রতি মাসে ইউটিউবের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২৫১ কোটি ৪০ লাখ।
No comments
Thank you, best of luck