ads

সন্ধি: স্বরসন্ধি; ব্যঞ্জনসন্ধি; বিসর্গসন্ধি, স্বরসন্ধির সূত্র; স্বরসন্ধি অনুশীলনী; স্বরসন্ধির চারটি নিয়ম; স্বরসন্ধি বিচ্ছেদ; স্বরসন্ধির উদাহরণ; স্বরসন্ধি কয় প্রকার; স্বরসন্ধি mcq, স্বরসন্ধি বহুনির্বাচনি



সন্ধি
মানুষ কথা বলার সময় কথার গতি বৃদ্ধি পায়। দ্রুত কথা বলার সময় কখনো কখনো কাছাকাছি থাকা দুটো ধ্বনির উচ্চারণ একত্রিত হয়ে যায়। ব্যাকরণে একে সন্ধি বলা হয়।


যেমন : ‘আমি বিদ্যা আলয়ে যাব।’
বাক্যটি বলার সময় ‘আমি বিদ্যালয়ে যাব’ হয়ে যায়। এখানে ‘বিদ্যা’-এর ‘আ’-ধ্বনি এবং ‘আলয়’-এর ‘আ’-ধ্বনি মিলে গেছে।


ড. মুহম্মদ শহীদুল্লাহ্ লিখেছেন: দুটি বর্ণ অত্যন্ত নিকটবর্তী হলে উচ্চারণের সুবিধার জন্য উভয়ের মিলন হয়ে এক বর্ণ বা একের রূপান্তর বা একের লোপ বা উভয়ের রূপান্তর হলে- এরূপ মিলনকে সন্ধি বলে।


এই সংজ্ঞার আলোকে বলা চলে:
পাশাপাশি অবস্থিত দুটো ধ্বনির মিলনের ফলে যদি এক ধ্বনি সৃষ্টি হয়, তবে তাকে সন্ধি বলে।


সন্ধি শব্দের অর্থ মিলন। দুটো ধ্বনির সন্ধিতে প্রথম শব্দের শেষ ধ্বনি এবং পরের শব্দের প্রথম ধ্বনির মিলন ঘটে। সন্ধির ফলে-
নতুন নতুন শব্দের সৃষ্টি হয়;
কথা বলার সময় শব্দের উচ্চারণ সহজ হয়;
ভাষা সংক্ষিপ্ত হয় এবং
শুনতে ভালো লাগে।


সন্ধিতে ধ্বনির চার ধরনের মিলন হয় :
১. উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি হয়।
২. একটি ধ্বনি বদলে যায়।
৩. একটি ধ্বনি লোপ পায়।
৪. উভয় ধ্বনির বদলে নতুন ধ্বনির সৃষ্টি হয়।

বাংলা সন্ধি দু প্রকার: 
১. স্বরসন্ধি,
২. ব্যঞ্জনসন্ধি

স্বরসন্ধি: স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয়, তাকে স্বরসন্ধি বলে। যেমন :
সোনা + আলি = সোনালি
রুপা + আলি = রুপালি
মিথ্যা + উক = মিথ্যুক
কুড়ি + এক = কুড়িক
নদী + এর = নদীর
মা + এর = মায়ের

২. ব্যঞ্জনসন্ধি : স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি কিংবা ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি মিলিত হয়ে যে
সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে। 
যেমন:
কাঁচা + কলা = কাঁচকলা
নাতি + বৌ = নাতবৌ
ছোট + দা = ছোড়দা
উৎ + চারণ = উচ্চারণ
আর + না = আন্না
চার + টি = চাট্টি

বাংলা ভাষায় অনেক সংস্কৃত শব্দ কোনো রকম পরিবর্তন ছাড়া ব্যবহৃত হয়। এগুলোকে তৎসম শব্দ বলে। 
এসব তৎসম শব্দের সন্ধি সংস্কৃতের নিয়মেই হয়। তাই সংস্কৃতের নিয়ম মেনে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম
শব্দের সন্ধি ৩ প্রকার। যথা : 
ক. স্বরসন্ধি
খ. ব্যঞ্জনসন্ধি
৩. বিসর্গসন্ধি

স্বরসন্ধি: স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয়, তাকে স্বরসন্ধি বলে।

নিচে স্বরসন্ধির ৮৫টি বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর দেওয়া হলো যা বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিশেষ প্রয়োজন। 

১. সন্ধি বলতে কী বোঝায়?
ক. দুটো ধ্বনির মিলন
খ. একাধিক ধ্বনির মিলন
গ. ধ্বনির পারস্পরিক মিলন
ঘ. সন্নিহিত দুটো ধ্বনির মিলন

২. বাংলা স্বরসন্ধির নিয়মানুযায়ী ই+এ-কোন্ ধ্বনি?
ক. অ
খ. উ
গ. ই
ঘ. এ

৩. ‘নদীর’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. নদী+র
খ. নদী+এর
গ. নদ+ঈর
ঘ. নদী+ইর

৪. ‘দুচ্ছাই’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. দুঃ+ছাই
খ. দুহ+ছাই
গ. দুর্ +ছাই
ঘ. দুর+ছাই

৫. ‘ধন্না’ শব্দের সন্ধি বিচ্ছেদ কর?
ক. ধরা+না
খ. ধরি+না
গ. ধুরে+না
ঘ. ধর্+না

৬. ‘নাতবৌ’ এর সন্ধি বিচ্ছেদ কী হবে?
ক. নাত্+বৌ
খ. নাতী+বৌ
গ. নাতি+বৌ
ঘ. নাতিন+বৌ

৭. চাট্টি এর সন্ধি বিচ্ছেদ কী?
ক. চা+টি
খ. চার্+টি
গ. চারি+টি
ঘ. চো +টি

৮. আন্না এর সন্ধি বিচ্ছেদ কী?
ক. আঃ+না
খ. আর+না
গ. আর্+না
ঘ. আর্+অনা

৯. কাঁচা+কলা এর সন্ধি নিষ্পন্ন পদ কোনটি?
ক. কাঁচাকলা
খ. কঁচাকলা
গ. কঁচিকলা
ঘ. কাঁচকলা

১০. সোনালি কোন সন্ধি?
ক. খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধি
খ. খাঁটি বাংলা স্বরসন্ধি
গ. তৎসম স্বরসন্ধি
ঘ. তৎসম ব্যঞ্জন সন্ধি

১১. তৎসম সন্ধি বাংলা ব্যাকরণে আলোচিত হয় কেন?
ক. বাংলা শব্দ তৎসম থেকে এসেছে তাই
খ. বাংলা ভাষায় তৎসম শব্দ প্রচলিত আছে তাই
গ. বাংলা সন্ধি তৎসম সন্ধির নিয়মে সাধিত হয় বলে
ঘ. বাংলা সন্ধি ও তৎসম সন্ধির মধ্যে কোনো পার্থক্য নেই বলে

১২. ‘অ’ বা ‘আ’ কারের পর ‘অ’ বা ‘আ’ থাকলে উভয় মিলে ‘আ’-কার হয় ‘আ’-কার কোন বর্ণে যুক্ত হয়।
ক. পূর্ববর্তী স্বর বর্ণের সাথে
খ. পূর্ববর্তী ব্যঞ্জন বর্ণের সাথে
গ. পরবর্তী স্বরের সাথে
ঘ. পরবর্তী ব্যঞ্জনের সাথে

১৩. কোনটি বাংলা স্বরসন্ধির উদাহরণ
ক. রূপালি
খ. হিমাচল
গ. মহেশ
ঘ. অতীত

১৪. কোনটি সন্ধির উদ্দেশ্য?
ক. শব্দের মিলন
খ. বর্ণের মিলন
গ. ধ্বনিগত মাধুর্য সম্পাদন
ঘ. শব্দগত মাধুর্য সম্পাদন

১৫. অ+অ=আ এ নিয়মে সন্ধি হয়েছে কোনটি?
ক. দেবালয়
খ. রত্নাকর
গ. মহাশয়
ঘ . প্রাণাধিক

১৬. নরাধম, হিমাচল, হস্তান্তর, হিতাহিত এগুলো কোন নিয়মে সাধিত সন্ধি?
ক. অ+আ=আ
খ. আ+অ=আ
গ. আ+আ=আ
ঘ. অ+অ=আ

১৭. তৎসম সন্ধি কয় প্রকার?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ


১৮. ‘আ + ঈ = এ’-কার -এ নিয়মের বাইরে কোনটি?
ক. মহেশ
খ. রমেশ
গ. ঢাকেশ্বরী
ঘ. গণেশ


১৯. আশাতীত-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. আশ+ইত
খ. আশা+অতীত
গ. আশা+ইত
ঘ. আশা+ঈত


২০. ‘কথামৃত’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. কথা+অমৃত
খ. কথা+ঋত
গ. কথা+মৃত
ঘ. কর্থ+অমৃত


২১. ‘বিদ্যালয়’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. বিদ্যা+অলয়
খ. বিদ্য+আলয়
গ. বিদ্যা+আলয়
ঘ. বিদ্য+অলয়


২২. মহাশয়-কোন্ নিয়মে সাধিত সন্ধি?
ক. অ+অ=আ
খ. আ+অ=আ
গ. অ+আ=আ
ঘ. আ+আ=আ

২৩. অ বা আ-কারের পর ই কিংবা ঈ থাকলে উভয় মিলে কী হয়?
ক. উ-কার
খ. ঊ-কার
গ. এ-কার
ঘ. ঐ-কার

২৪. স্বেচ্ছা- কোন্ নিয়মে সাধিত সন্ধি?
ক. অ+ই=এ
খ. আ+ই=এ
গ. অ+ঈ=এ
ঘ. আ+ঈ=এ

২৫. ‘যথেষ্ট’ কোন্ নিয়মে সন্ধি হয়েছে?
ক. অ+ই
খ. অ+ই
গ. আ+ই
ঘ. আ+ঈ

২৬. ‘মহেশ্বর’ কোন্ নিয়মে সাধিত হয়েছে?
ক. বাংলা স্বরসন্ধি
খ. সংস্কৃত স্বরসন্ধি
গ. বাংলা ব্যঞ্জনসন্ধি
ঘ. সংস্কৃত ব্যঞ্জনসন্ধি

২৭. আ+ঈ=কী হবে?
ক. ঈ-কার
খ. ই-কার
গ. ঐ-কার
ঘ. এ-কার

২৮. স্বরসন্ধির নিয়মে অ-ধ্বনির সাথে ঈ-ধ্বনি মিলে কোন্ ধ্বনি হয়?
ক. ই-কার
খ. আ-কার
গ. উ-কার
ঘ. এ-কার

২৯. স্বেচ্ছা-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. সু=ইচ্ছা
খ. স্ব+ইচ্ছা
গ. সু+ঈচ্ছা
ঘ. স্ব+এচ্ছা

৩০. অ বা আ-কারের পর ই বা ঈ থাকলে উভয় মিলে এ-কার হয়, এ-কার কোন্ বর্ণের সাথে যুক্ত হয়?
ক. পূর্ববর্তী স্বরের সাথে
খ. পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে
গ. পরবর্তী স্বরের সাথে
ঘ. পরবর্তী ব্যঞ্জনের সাথে

৩১. স্বরসন্ধির নিয়মানুযায়ী আ-ধ্বনির এবং ঊ-ধ্বনি মিলে কী হয়?
ক. ই-কার
খ. এ-কার
গ. ঔ-কার
ঘ. ও-কার

৩২. সূর্যোদয়-এর সন্ধি বিচ্ছেদ কোন্টি?
ক. সূর্য+উদয়
খ. সূর্য+ঊদয়
গ. সূর্যো+উদয়
ঘ. সূর্যো+ঊদয়

৩৩. চলোর্মি-কোন নিয়মে সাধিত স্বরসন্ধির উদাহরণ?
ক. অ+উ=ও-কার
খ. আ+উ=ও-কার
গ. অ+ঊ=ও-কার
ঘ. আ+ঊ=ও-কার

৩৪. সূর্যোদয় কোন্ নিয়মে সাধিত স্বরসন্ধি?
ক. অ+উ=ও-কার
খ. আ+উ=ও-কার
গ. অ+ঊ=ও-কার
ঘ. আ+ঊ=ও-কার

৩৫. ‘গঙ্গোর্মি কোন্ নিয়মে সাধিত স্বরসন্ধির উদাহরণ?
ক. অ+উ=ও-কার
খ. আ+উ=ও-কার
গ. অ+ঊ=ও-কার
ঘ. আ+ঊ=ও-কার

৩৬. ‘মহোর্মি’ কোন্ নিয়মে সাধিত স্বরসন্ধি?
ক. অ+উ=ও-কার
খ. আ+উ=ও-কার
গ. অ+ঊ=ও-কার
ঘ. আ+ঊ=ও-কার


৩৭. সংস্কৃত সন্ধির নিয়মে অ ও উ মিলে কী হয়?
ক. ঐ-কার 
খ. ঔ-কার
গ. এ-কার 
ঘ. ও-কার

৩৮. অ বা আ-কারের পর ঋ থাকলে উভয় মিলে ‘অর্' হয়।‘অর্' এর র্ কোন্ রূপে লেখা হয়?
ক. রেফ (র্ ) 
খ. অয়্
গ. অব্
ঘ. য্ 

৩৯. আ-কারের পর ‘ঋ’ থাকলে উভয় মিলে কী হয়?
ক. অয়্ 
খ. অব্
গ. অর্
ঘ. আয়্

৪০. সপ্তর্ষি কোন্ সন্ধি?
ক. বাংলা স্বরসন্ধি 
খ. বাংলা ব্যঞ্জনসন্ধি
গ. সংস্কৃত স্বরসন্ধি 
ঘ. সংস্কৃত ব্যঞ্জনসন্ধি

৪১. দেবর্ষি কোন্ কোন কোন ধ্বনির মিলনে সন্ধি হয়েছে?
ক. আ+ঋ 
খ. অ+ঋ
গ. অ+র্অ 
ঘ. আ+অর্

৪২. রাজর্ষি-এর সন্ধি বিচ্ছেদ কোন্টি?
ক. রাজ+ঋষি 
খ. রাজ্+ঋষি
গ. রাজা+ঋষি 
ঘ. রাজন+ঋষি

৪৩. ‘অ‘ বা ‘আ’-কারের পর ‘ঋত’ থাকলে উভয় মিলে কী হয়?
ক. য বা য-ফলা 
খ. অয়্
খ. রেফ 
ঘ. আর্

৪৪. অ বা অ-কারের পর ‘ঋত’ শব্দ থাকলে অ/আ+ঋ উভয় মিলে কী হয়?
ক. অর্
খ. আর্
গ. আব্ 
ঘ. আয়্

৪৫. শীতার্ত-এর সন্ধি বিচেছদ কী হবে?
ক. শীত+ঋত 
খ. শীত+আর্ত
গ. শীত+ঋতি 
ঘ. শীতা+ঋত...

৪৬. ক্ষুধার্ত-এর সন্ধি বিচ্ছেদ কী হবে?
ক. ক্ষুধা+ঋত 
খ. ক্ষুধ+ঋত
গ. খ. ও-কার
গ. ঔ-কার 
ঘ. ঐ-কার

৪৮. মহৈশ্বর্য কোন্ নিযমে সাধিত সন্ধি?
ক. অ+এ 
খ. আ+এ
গ. অ+ঐ 
ঘ. আ+ঐ

৪৯. জনৈক এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. জনা+এক 
খ. জন+এক
গ. জন+ঐক 
ঘ. জনৈ+এক

৫০. মত+ঐক্য এর সন্ধি নিষ্পন্ন কোন্টি?
ক. মতঐক্য 
খ. মতৈক্য
গ. মতোক্য 
ঘ. মতেক্য

৫১. মহা+ঐশ্বর্য-এর সন্ধি নিষ্পন্ন শব্দ কোনটি?
ক. মহৈশ্বর্য 
খ. মহোশ্বর্য
গ. মহশ্বর্য 
ঘ. মহোশ্বৈর্য

৫২. অ বা আ-কারের পর এ বা ঐ থাকলে উভয় মিলে কী হয়?
ক. এ-কার 
খ. ও-কার
গ. ঔ-কার 
ঘ. ঐ-কার

৫৩. কোন্ কোন্ ধ্বনির মিলনে ‘মহৌষধি’ শব্দটি সাধিত হয়েছে?
ক. অ+ও=ঔ 
খ. আ+ও=ঔ
গ. অ+ঔ=ঔ 
ঘ. আ+ঔ=ঔ

৫৪. অ বা আ-কারের পর ও বা ঔ থাকলে উভয় মিলে কী হয়?
ক. এ-কার 
খ. ও-কার
গ. ঐ-কার 
ঘ. ঔ-কার

৫৫. মহা+ঔষধ-এর সন্ধি নিষ্পন্ন শব্দ কোনটি?
ক. মহাঔষদ 
খ. মহোষদ
গ. মহৌষধ 
ঘ. মহোষধ

৫৬. ‘ই-কার বা ঈ-কারের পর ই বা ঈ থাকলে উভয় মিলে ঈ-কার হয়’ এ নিয়মে কোনটি সন্ধি সাধিত হয়েছে?
ক. নদীর 
খ. তন্বী
গ. মহীন্দ্র 
ঘ. উড্ডীন

৫৭. শ্রীশ এর সন্ধি বিচ্ছেদ কোন্টি?
ক. শ্রী+ঈশ 
খ. শ্রী+ইশ
গ. শ্রু+ঈশ 
ঘ. শ্রী+শ

৫৮. অতি+ইত-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. অতীত 
খ. অতেত
গ. অতোত 
ঘ. অতূত

৫৯. পরীক্ষা শব্দটিতে কোন্ কোন্ ধ্বনির মিলন ঘটেছে?
ক. ই+ই 
খ. ই+ঈ
গ. ঈ+ই 
ঘ. ঈ+ঈ

৬০. মহীন্দ্র-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. মহী+ঈন্দ্র 
খ. মহা+ইন্দ্র
গ. মহি+ঈন্দ্র 
ঘ. মহী+ইন্দ্র

৬১. অতি+ইব এর সন্ধি নিষ্পন্ন শব্দ কোনটি?
ক. অতএব 
খ. অতিব
গ. অতীত 
ঘ. অতীব

৬২. ‘রবীন্দ্র’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. রবি+ঈন্দ্র 
খ. রবি+ইন্দ্র
গ. রবী+ঈন্দ্র 
ঘ. রবী+ইন্দ্র

৬৩. ই-কার কিংবা ঈ-কারের পর ই ও ঈ ভিন্ন অন্যস্বর থাকলে উভয় মিলে কী হয়
ক. আর্
খ. অর্
গ. অয়্ 
ঘ. য / ্য

৬৪. ঈ + অ = য-ফলা + অ এর উদাহরণ কোনটি?
ক. পর্যটন 
খ. পর্যালোচনা
গ. নদ্যম্বু 
ঘ. মস্যাধার

৬৫. ‘মস্যাধার’ শব্দটিতে কোন কোন্ ধ্বনির মিলন ঘটেছে?
ক. অ+আ 
খ. ই+আ
গ. ঈ+আ 
ঘ. ঈ+অ

৬৬. ই+আ-এ বর্ণ দুটির মিলনে কী হবে?
ক. অয়্ + আ 
খ. য / ্য + আ
গ. আয়্+আ 
ঘ. ব/ব-ফলা + আ

৬৭. অত্যন্ত-এর সন্ধি বিচ্ছেদ কী হবে?
ক. অতি+যন্ত 
খ. অতী+যন্ত
গ. অতি+অন্ত 
ঘ. অতী+অন্ত

৬৮. ইত্যাদি-এর সন্ধি বিচ্ছেদ কী হবে?
ক. ইত+যদি 
খ. ইতী+আদি
গ. ইতি+আদি 
ঘ. ইতি+অদি

৬৯. অতি+উক্তি-এর সন্ধি নিষ্পন্ন শব্দ কোনটি?
ক. অত্যুক্তি 
খ. অতোক্তি
গ. অত্যেক্তি 
ঘ. অতীউক্তি

৭০. প্রত্যূষ-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. প্রতি+উষ 
খ. প্রতী+ঊষ
গ. প্রতী+উস 
ঘ. প্রতি+ঊষ

৭১. কোনটি স্বরসন্ধির উদাহরণ?
ক. সুবন্ত 
খ. পরিচ্ছদ
গ. মনীষা 
ঘ. প্রত্যেক

৭২. নদ্যম্বু-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. নদি+অম্বু 
খ. নদী+অম্বু
গ. নদ্য+অম্বু 
ঘ. নদ+অম্বু

৭৩. প্রত্যহ-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. প্রতি+অহ 
খ. প্রতী+অহ
গ. প্রত্য+অহ 
ঘ. প্রত্য+আহ

৭৪. ‘অত্যধিক’ শব্দটিতে কোন্ কোন্ ধ্বনির মিলন ঘটেছে?
ক. য+ই 
খ. অ+য
গ. ই+অ 
ঘ. ই+আ

৭৫. গত্যন্তর-এর সন্ধি বিচ্ছেদ কোনটি হবে?
ক. গতি+অন্তর 
খ. গত+অন্তর
গ. গত্য+অন্তর 
ঘ. গত্য+তর

৭৬. প্রত্যাশা-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. প্রত্যা+আশা 
খ. প্রত্য+আশা
গ. প্রতি+আশা 
ঘ. প্রতী+আশা

৭৭. ও+ই =অব্ +ই এর উদাহরণ কোনটি?
ক. গবেষণা 
খ. পাবক
গ. পবিত্র 
ঘ. প্রত্যেক

৭৮. ‘আদ্যন্ত’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. আদি+অন্ত 
খ. আদ্য+অন্ত
গ. আদী+অন্ত 
ঘ. আদি+যন্ত

৭৯. এ + অ = অয়্ + অ এর উদাহরণ কোনটি?
ক. লবণ 
খ. পবন
গ. নয়ন 
ঘ. নায়ক

৮০. ভাবুক শব্দে কোন ধ্বনির মিলনে সন্ধি হয়েছে?
ক. ঔ +আ 
খ. ও +আ
গ. ঔ + উ 
ঘ. ঔ + ঊ

৮১. এ+অ-এ ধ্বনি দুটির মিলনে কী হবে?
ক. অয়্ + অ 
খ. য / ্য + অ
গ. আয়্+অ 
ঘ. অব্ + অ

৮২. এ-কার এর পর এ ভিন্ন অন্য স্বর ধ্বনি থাকলে ‘এ’ এর স্থলে-
ক. অয়্ হয় 
খ. র-ফলা
গ. য-ফলা হয় 
ঘ. ব-ফলা হয়

৮৩. ঔ-কার এর পর ঔ ভিন্ন অন্য স্বর ধ্বনি থাকলে ‘ঔ’ এর স্থলে-
ক. অয়্ হয় 
খ. অব্
গ. আব্ 
ঘ. ব-ফলা হয়

৮৪. ঐ-কার এর পর ঐ ভিন্ন অন্য স্বর ধ্বনি থাকলে ‘ঐ’ এর স্থলে-
ক. অয়্ হয় 
খ. অব্
গ. আয়্ 
ঘ. ব-ফলা হয়

৮৫. লবণ-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. লে + অন 
খ. লৈ +অন
গ. লো + অন 
ঘ. লৌ +অন

পতিতপাবন মণ্ডল (পাবন),  শিক্ষক, বাংলা বিভাগ, 


পতিতপাবন মণ্ডল (পাবন), 
শিক্ষক, বাংলা বিভাগ, 
সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ। ঢাকা।।




No comments

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.