ads

পরিচ্ছেদ ১১ – প্রত্যয় দিয়ে শব্দ গঠন (MCQ) বাংলা ২য় পত্র – নবম-দশম শ্রেণি


১. ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদের কী বলে?
● কৃৎ প্রত্যয়
খ. তদ্ধিত প্রত্যয়
গ. কৃদন্ত শব্দ
ঘ. তদ্ধিতান্ত পদ

২. তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কী বলে?
ক. কৃৎ প্রত্যয়
খ. মৌলিক শব্দ
গ. কৃদন্ত শব্দ
● তদ্ধিতান্ত শব্দ

৩. নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ?
ক. খেলনা
● নাগর
গ. গমন
ঘ. পড়া

৪. নিচের কোনটির নিজস্ব অর্থ আছে?
ক. প্রত্যয়
খ. উপসর্গ
● শব্দ
ঘ. বচন

৫. নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ?
● ভাজি
খ. বিবাহিত
গ. দৈনিক
ঘ. পাগলামি

৬. নিচের কোন শব্দটি ‘উয়া’ প্রত্যয় যোগে গঠিত?
ক. লাগোয়া
খ. ঘরোয়া
● পড়ুয়া
ঘ. বাড়িওয়ালা

৭. অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে?
ক. গেঁয়ো
খ. কানাই
গ. বেতো
● চোরা

৮. শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় সেগুলোকে কী বলে?
● প্রত্যয়
খ. উপসর্গ
গ. শব্দ
ঘ. বচন

৯. প্রত্যয় কত প্রকার?
● দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ

১০. নিচের কোনটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ?
● কৃ + তব্য = কর্তব্য
খ. প্রাণ + ঈ = প্রাণী
গ. জাল + ইয়া আলিয়া > জেলে
ঘ. মিশন + ঈয়= মিশরীয়

১১. নিচের কোনটি কৃদন্ত শব্দ?
ক. চারিত্রিক
খ. চাষি
গ. রাষ্ট্রীয়
● স্থায়ী

১২. নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ?
ক. সহ্ + ইষ্ণু = সহিষ্ণু
● পঙ্ক + ইল = পঙ্কিল
গ. প + ইত = পঠিত
ঘ. ভাজ + ই = ভাজি

১৩. নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দ?
ক. সলিল
খ. শুনানি
● জেলে
ঘ. শয়ান

১৪. ‘দর্শনীয়’ শব্দের সঠিক শব্দ গঠন কোনটি?
ক. দর্ + শনীয়
খ. দৃশ্য + নীয়
গ. দৃষ্টি + য়
● দৃশ্য + অনীয়

১৫. ‘শয়ান’ শব্দের সঠিক শব্দ গঠন কোনটি?
ক. শ + অয়ন
খ. শু + অন
গ. শো + অন
● শী + আন

১৬. ‘চত্বর’ শব্দের সঠিক শব্দ গঠন কোনটি?
● চত্ + বর
খ. চত্ + অর
গ. চতু + অর
ঘ. চত্ব + র

১৭. ‘বর্ধমান’ শব্দের সঠিক শব্দ গঠন কোনটি?
ক. বর্ + ধমান
● বৃধ + মান
গ. বর্ধ+ মান
ঘ. বৃদ্ধি + মান

১৮. নিচের কোন শব্দে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়েছে?
● অশ্বতর
খ. হামলা
গ. বহতা
ঘ. স্থাবর

১৯. তদ্ধিত প্রত্যয় যুক্ত শব্দ নয় কোনটি?
ক. সৌন্দর্য
খ. ধান্দাবাজ
● কার্য
ঘ. চতুর্থ

২০. মালিক অর্থে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি?
● জমিদারি
খ. ঢাকাই
গ. বাহাদুরি
ঘ. ডাক্তারি

২১. ‘টেকো’ শব্দটিতে কী অর্থে প্রত্যয় ব্যবহৃত হয়েছে?
ক. সংশ্লিষ্ট
খ. উপকরণ
গ. রোগগ্রস্ত
● যুক্ত

২২. নিন্দা অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে?
ক. গেঁয়ো
খ. ইতরামি
● জেঠামি
ঘ. টেকো

২৩. রোগগ্রস্ত অর্থে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি?
ক. চোরা
খ. টেকো
● বেতো
ঘ. ইতরামি

২৪. ‘ফলক’ শব্দটির সঠিক শব্দ গঠন কোনটি?
ক. ফল + অক
● ফলা + ক
গ. ফলা + ক
ঘ. ফলা + অক

২৫. ‘গেঁয়ো’ শব্দটিতে কী অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে?
ক. যুক্ত
● সংশ্লিষ্ট
গ. উপকরণ
ঘ. অবজ্ঞা

২৬. ‘নৈপুণ্য’ অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে?
● নেয়ে
খ. বাহাদুরি
গ. বাঘা
ঘ. ডাক্তার

২৭. ‘ফ্যাকাসে’ শব্দের সঠিক শব্দ গঠন কোনটি?
● ফিকা + সে
খ. ফ্যাক + আসে
গ. ফেকা + আসে
ঘ. ফ্যাকা + সে

২৮. ভাববাচক বিশেষ্য পদ গঠনে ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত হয়?
বা, ভাববাচক বিশেষ্য গঠনে কোন প্রত্যয় যুক্ত হয়?
ক. আই
● আও
গ. আল
ঘ. আস

২৯. বাংলা ভাষায় প্রত্যয় কয় প্রকার?
● দুই প্রকার
খ. তিন প্রকার
গ. চার প্রকার
ঘ. পাঁচ প্রকার

৩০. ক্রিয়া প্রকৃতির সঙ্গে কোন প্রত্যয় যুক্ত হয়?
অথবা, ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়, তাকে বলে—
ক. স্ত্রী প্রত্যয়
● কৃৎ প্রত্যয়
গ. তদ্ধিত প্রত্যয়
ঘ. বচন প্রত্যয়

৩১. ‘মোড়ক’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় হলো—
ক. মোড় + অক
● মুড় + অক
গ. মোড়া + অক
ঘ. মুড়ি + অক

৩২. ‘শ্রমী’ শব্দটির প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. শ্রম + বিন
খ. শ্রম + ইষ্ণু
● শ্রম + ইন্‌
ঘ. শ্রম + উ

৩৩. ‘মুক্ত’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. √মু + ক্ত
খ. √মুক্‌ + ত
● √মুচ্ + ক্ত
ঘ. √মুহ + চ্চ

৩৪. ‘দাতা’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
● √দা + তৃচ
খ. √দা + তা
গ. দাতৃ + আ
ঘ. দাত + আ

৩৫. ‘ক্রেতা’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক. কে + তৃচ্
● √ক্রী + তৃচ্
গ. কিত + চচ
ঘ. √কৃ + তা

৩৬. ‘শ্রবণ’-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. শ্রবণ+অ
খ. শ্রব+অন
● √শ্রু+অন>অনট
ঘ. শ্রু+অন

৩৭. √শ্রু + অনট্ = ‘শ্রবণ’ কোন সূত্রে প্রাপ্ত?
ক. গুণ ও সন্ধি
● গুণ ও বৃদ্ধি
গ. বৃদ্ধি ও সন্ধি
ঘ. সন্ধি সুরে

৩৮. ‘দর্শন’ শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. দর্শ + অন
● দৃশ + অনট
গ. দৰ্শ + ন
ঘ. দর + শন

৩৯. ‘হত’ এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক. হম্ + ক্ত
খ. √হত্ + ক্ত
গ. হম্ + ক্ত
● √হন্ + ক্ত

৪০. ‘দোলনা’-এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?
● দুল্ + অনা
খ. দিল + না
গ. দোল্ + না
ঘ. দীল + অন

৪১. ‘উক্তি’-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. বচ্ + চ
খ. বচ্ + উক্তি
গ. বহু + তি
● বচ্ + ক্তি

৪২. ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কী?
ক. ভাষা সংক্ষেপণ
খ. শব্দের মিলন
● নতুন শব্দ গঠন
ঘ. বাক্যে অলংকরণ

৪৩. বাংলা কৃৎ প্রত্যয়ের উদাহরণ কোনটি?
ক. পাওনাদার
খ. একঘরে
● যাচাই
ঘ. ফুলদানি

৪৪. কৃৎ-প্রত্যয় সাধিত পদটিকে কী বলা হয়?
ক. সমাসবদ্ধ পদ
খ. বিভক্তিযুক্ত পদ
● কৃদন্ত পদ
ঘ. সমস্তপদ

৪৫. ‘শান্তি’-এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. শাম + তি
খ. শান্ত + ঈ
● √শম্ + ক্তি
ঘ. শম + ক্তি

৪৬. ‘ছিন্ন’ শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কী?
● √ছিদ্ + ক্ত
খ. ছিন + ন
গ. ছি + ন্ন
ঘ. ছিদ + তচ

৪৭. কোনটিতে বিশেষ্য গঠনে ‘ই’ প্রত্যয় যুক্ত হয়েছে?
● ভাজি
খ. শুনানি
গ. সিলাই
ঘ. আঁটুনি

৪৮. ‘ভোজন’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. ভোজ + অন
● ভুজ + অনট
গ. ভো + জন
ঘ. ভোজ +অনট

৪৯. কোনটিতে নিপাতনে সিদ্ধ কৃদন্ত শব্দ?
● শক্তি
খ. উক্তি
গ. মুক্তি
ঘ. যুক্তি

৫০. ‘চলিষ্ণু’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় হলো-
● √চল্ + ঈষ্ণু
খ. চল + ইশি
গ. চল্ + ঈষ্ণু
ঘ. √চল্ + উষ্ণু


No comments

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.