ads

উপেক্ষিত শক্তির উদ্বোধন ১২টি সৃজনশীল প্রশ্ন উত্তর

উপেক্ষিত শক্তির উদ্বোধন ১২টি সৃজনশীল প্রশ্ন উত্তর: 



সৃজনশীল প্রশ্ন ১: 
‘তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি,
তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধূলি;
তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরি গান,
তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান!
ক. ব্যক্তির সমষ্টিকে এক কথায় কী বলা যায়?
খ. আমাদের দেশে জনশক্তি গঠন হতে পারছে না কেন?
গ. উদ্দীপকের ‘মজুর, মুটে ও কুলি’ উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের কাদের সমর্থক? ব্যাখ্যা করো।
ঘ. ‘‘উদ্দীপকের মূলভাব ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের খণ্ডাংশ মাত্র”- মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।


সৃজনশীল প্রশ্ন ২: 
মজিদ মিয়া পৌরসভার চেয়ারম্যান এবং জনদরদি নেতা। সমাজের উঁচুতলার মানুষের চেয়ে নীচুশ্রেণির মানুষের সঙ্গে তার চলাফেরা বেশি, তাদের সুখ-দুঃখের তিনি সঙ্গী। তাদের কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তা সংস্কার এবং নর্দমা পরিষ্কারের কাজ করেন। তিনি বলেন ‘এরাই আমার আসল শক্তি।’
ক. ‘দুর্দিনের যাত্রী’ কোন ধরনের গ্রন্থ?
খ. আমাদের দেশে জনশক্তি গঠন হতে পারছে না কেন?
গ. উদ্দীপকে ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের সাদৃশ্য বিচার করো।
ঘ. ‘এরাই আমার আসল শক্তি’ – উদ্দীপকের চেয়ারম্যানের এই উক্তিটি ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৩: 
আমাদের এই পতিত, চন্ডাল, ছোটলোক ভাইদের বুকে করিয়া তাহাদিগকে পণ করিয়া লইতে, তাহাদেরই মতো দীন বসন পরিয়া, তাহাদের প্রাণে তোমারও প্রাণ সংযোগ করিয়া উচ্চ শিরে তার সম্মুখে আসিয়া দাঁড়াও, দেখিবে বিশ্ব তোমাকে নমস্কার করিবে।
ক. ‘বোধন-বাঁশি’ বলতে কী বোঝায়?
খ. ‘দেখিবে ইহারাই যুগান্তর আনিবে’ কী উপায়ে বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকটিতে ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের ভাবটিই কি ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের একমাত্র উপজীব্য? যুক্তিসহ বিশ্লেষণ করো।


সৃজনশীল প্রশ্ন ৪: 
যবে উৎপীড়িতের ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না
অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না।

ক. মহাত্মা গান্ধীর দিকে কারা হাহা করে ছুটে ছিল?
খ. ‘দেখিবে বিশ্ব তোমাকে নমস্কার করিবে’ – কেমন করে? ব্যাখ্যা দাও।
গ. উদ্দীপকের কবিতাংশে ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের প্রতিফলিত দিকটি ব্যাখ্যা কর।
ঘ. ‘বক্তব্যের সাদৃশ্য থাকলেও উদ্দীপকের বিদ্রোহী মূর্তি ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে অনেকটাই অনুপস্থিত’– উক্তিটি কতটুকু সমর্থনযোগ্য? তোমার মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ৫ :
‘অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানেনা সন্তরণ,
কাণ্ডারী! আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ!
‘হিন্দু না ওরা মুসলিম’ ওই জিজ্ঞাসে কোন্ জন?
কাণ্ডারী! বল, ডুবিছে, মানুষ, সন্তান মোর মা’র।
ক.  ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধটি কোন পটভূমিতে লেখা?
খ. বিশ্ব কখন আমাদের নমস্কার জানাবে?
গ. উদ্দীপকে ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে – ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপক ও ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের আলোকে উপেক্ষিত শক্তির স্বরূপ বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৬: 
বিশ্ব-মানচিত্রে উন্নয়নশীল দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর এ উন্নয়নে সবচেয়ে বেশি অবদান রাখছে পোশাকশিল্প ও বিদেশে কর্মরত অগণিত নারী-পুরুষ শ্রমিক। দৈনিক আট ঘণ্টার পরিবর্তে ১০-১৫ ঘণ্টা হার ভাঙা পরিশ্রম করে পোশাক শ্রমিকরা যে বস্ত্র উৎপাদন করছে, তা বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছি। অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি দরিদ্র নারী-পুরুষেরা মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ উপার্জন করছে, তা রেমিট্যান্স হিসেবে দেশে পাঠিয়ে দেশের অর্থনীতিকে চাঙ্গা করছে। কিন্তু দেশের অর্থনীতির চাকা ঘুরিয়ে দিলেও তাদের ভাগ্যের চাকা ঘুরেনি। সামাজিকভাবে আজও তারা অবজ্ঞা-অবহেলার শিকার।

ক. ‘বোধন-বাঁশিতে সুর দেই’ বলে কাজী নজরুল ইসলাম কবিতার কোন দুটি চরণ উচ্চারণ করেছেন?
খ. ‘এমনি করিয়া এই উপেক্ষিত শক্তির বোধন কর’ বলতে লেখক কী বুঝিয়েছেন?
গ. উদ্দীপক ১-এর কুলি ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের কাদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো।
. শ্রমিক শ্রেণির ভাগ্যের চাকা ঘুরাতে উদ্দীপক ১ ও ২-এর লেখকের অনুভতি কতটা কার্যকর তা ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৭:
আসিয়াছে ধরা দিতে শত স্নেহবহ বহুপাশে,
বেঁধে ফেল আজ গেলে আর যদি নাহি আসে।
কবিতাংশ-২ :
তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরি গান,
তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান।
ক. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে উল্লিখিত ‘চণ্ডাল’ কী?
খ. তথাকথিত ছোটলোক সম্প্রদায় স্বাধীনভাবে কাজ করতে পারছে না কেন?
গ. দেখাও যে, কবিতাংশ-১ ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে উল্লিখিত অভিজাত বা ভদ্র সম্প্রদায়ের প্রতি একটি উপদেশ।
ঘ. “কবিতাংশ-২ ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের উপেক্ষিত ও অবহেলিত মানুষের শ্রমের প্রতি সম্মান প্রদর্শন করেছে” – উক্তিটি যথার্থতা নিরূপণ করো।

সৃজনশীল প্রশ্ন ৮ :
উদ্দীপক-১ : “পুষ্পরথে চড়ে পড় পাড়ি দাও অহংকারে
জান কি সে পথ গড়া গরিবের রক্ত হাড়ে।”
উদ্দীপক-২ : “সবারে সমুখে ডাক
আর না সরিয়া থাক
আপনারে লহ আপন করিয়া।”
ক. ছোটলোকের অন্তর কেমন?
খ. ‘ডাকার মতো ডাক’ বলতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপক ১ এ ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের কোন ভাবটি দৃশ্যমান- ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপক ২ এ প্রবন্ধের মূল সুরকে প্রতিনিধিত্ব করছে – উক্তিটি বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৯ : 
দক্ষিণ আফ্রিকার বিশ্বনন্দিত নেতা নেলসন মেন্ডেলা বর্ণবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তিনি দীর্ঘ সময় কারাবন্দী ছিলেন। মানুষের গায়ের রং সাদা ও কালো হলেও সবার রক্ত লাল – এ উপলব্ধি মানুষে-মানুষে বৈষম্য, নিপীড়ন ও অমর্যাদার অবসান ঘটাতে যুগে-যুগে মানুষকে উদ্বুদ্ধ করেছে। নেলসন মেন্ডেলা দক্ষিণ আফ্রিকার যে নতুন যুগের সৃষ্টি করেছেন তা চিরস্মরণীয়।

ক. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ কোন প্রবন্ধ গ্রন্থের রচনা?
খ. ‘বোধন বাঁশি’ বলতে কী বোঝায়? ব্যাখ্যাকরো।
গ. “উদ্দীপকে ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের আংশিক দিক প্রতিফলিত হয়েছে।” ব্যাখ্যাকরো।
ঘ. উদ্দীপকের নেলসন মেন্ডেলা ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের কার প্রতিনিধিত্ব করে?

সৃজনশীল প্রশ্ন ১০ :
গাহি সাম্যে গান
মানুষের চেয়ে বড় কিছু নাই,নহে কিছু মহীয়ান
নাই দেশ-কাল পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি
সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি।


ক. ‘রাজবন্দীর জবানবন্দী’ কী জাতীয় রচনা?
খ. ‘দেখিবে ইহারাই যুগান্তর আনিবে’ কী উপায়ে, বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে ‘উপেক্ষিত শক্তির উদ্ভোধন’ প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে প্রবন্ধের আংশিক ভাব ফুটে উঠেছে মাত্র – মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।

সৃজনশীল প্রশ্ন ১১: 
আকবর হোসেন পৌর মেয়র। তিনি একজন দরদি নেতা। সমাজের নিচু তলার মানুষের সঙ্গে তার চলাফেরা বেশি। তিনি তাদের সুখ-দুঃখের সাথি। তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তা সংস্কার ও নর্দমা পরিস্কারের কাজ করেন। তিনি বলেন, এরাই আমার আসল শক্তি।

ক. ‘দুর্দিনের যাত্রী’ কোন ধরনের গ্রন্থ?
খ. লেখক ‘ছোটলোক’ সম্প্রদায় বলতে কী বুঝিয়েছেন?
গ. উদ্দীপকে ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো।
ঘ. ‘এরাই আমার আসল শক্তি’। উদ্দীপকের আকবর হোসেনের এই উক্তিটি ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো।


সৃজনশীল প্রশ্ন ১২: 
মাওলানা ভাসানী বাংলাদেশে সমাজ বিপ্লবের অগ্রসেনানী। এদেশে প্রচলিত সামন্তবাদ ও দুর্বৃত্ত পুঁজির বিরুদ্ধে তিনি আন্দোলন করেছিলেন। তিনি সঙ্গে নিয়েছিলেন দেশের কৃষক-শ্রমিক-জনতাকে। মাওলানা ভাসানী একাকার হয়ে গিয়েছিলেন মেহনতি জনতার কাতারে।

ক. বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের উপাধি কোনটি?
খ. ‘দেখিবে ইহারাই দেশে যুগান্তর আনিবে, অসাধ্য সাধন করিবে।’ – কারা এবং কিভাবে?
গ. উদ্দীপকের মাওলানা ভাসানী চরিত্রটি ‘ উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের কোন চরিত্রকে প্রতিফলিত করে? আলোচনা করো।
ঘ. “মাওলানা ভাসানী এবং মহাত্মা গান্ধীর চেতনা একইসূত্রে গাঁথা।” – উদ্দীপক ও ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো।




No comments

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.