বিসিএস প্রস্তুতি; কাজী নজরুল ইসলাম
বাংলা ভাষা ও সাহিত্য (৩৫ নম্বর)
প্রিলিমিনারিতে বাংলায় ভালো করতে নিয়মিত পড়ার কোনো বিকল্প নেই। ব্যাকরণের অনেক বিষয় থাকে, যেখান থেকে প্রশ্ন বেশি আসে, আবার অনেক বিষয় থেকে প্রশ্ন কম আসে। আগের বছরের প্রশ্নগুলো থেকে গুরুত্বপূর্ণ বিষয় বাছাই করে সেগুলো জোর দিয়ে পড়তে হবে। যেমন সন্ধি, সমাস, বানান, সমার্থক শব্দ, পরিভাষা, ধ্বনি, বর্ণ, বাক্য শুদ্ধি, পদ ও প্রকৃতি-প্রত্যয় ইত্যাদি। সাহিত্য অংশে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, প্রমথ চৌধুরী, বঙ্কিম, পঞ্চ পাণ্ডব, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধবিষয়ক সাহিত্য বেশি পড়তে হবে।
আজ থাকছে কাজী নজরুল ইসলাম পড়ার বিষয় ও কৌশল:
⦿পুরস্কার:
👉জগত্তারিণী স্বর্ণপদক (১৯৪৫),
👉 স্বাধীনতা পুরস্কার (১৯৭৭),
👉 একুশে পদক (১৯৭৬),
👉 পদ্মভূষণ
⦿ সম্পাদিত পত্রিকা:
১. নবযুগ (1920); বিদ্রোহ
২. ধুমকেতু (1922); বিপ্লব
৩. লাঙ্গল (1925); সাম্যবাদ
⦿ নাটক:
⦿ মনে রাখার টেকনিক:
বনেবেদে আলেয়া ও মধুমালা ঝিলিমিলি শাড়ি পড়ে পুতুলের বিয়েতে গেল। সেখানে বিদ্যাপতি ভূতের ভয়- এ সেতুবন্ধ করে দিলে ঝড় ওঠে।
· বনেবেদে
· আলেয়া (গীতিনাট্য)
· মধুমালা
· ঝিলিমিলি প্রথম নাটক)
· পুতুলের বিয়ে (শিশুতোষ)
· বিদ্যাপতি
· ভূতের ভয়
· সেতুবন্ধ
· ঝড় (কিশোর কাব্য-নাটক)
⦿ অনুবাদ গ্রন্থ:
১. রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম
২. রুবাইয়াৎ-ই-হাফিজ
৩. কাব্য-আমপারা
⦿ উপন্যাস:
মনে রাখার কৌশল: বাকুম
⦿ বাঁধনহারা: এটি নজরুলের প্রথম উপন্যাস। এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস। করাচিতে থাকাকালীন তিনি 'বাঁধন হারা' উপন্যাস রচনা শুরু করেন। এতে ১৮টি পত্র আছে। এটি মুসলিম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। গ্রন্থটি উৎসর্গ করেন কবির প্রিয় বন্ধু নলিনী কান্ত সরকারকে। নায়ক: নুরুল হুদা; অন্যান্য চরিত্র: রবিউল, রাবেয়া, মাহবুবা প্রমুখ।
⦿ কুহেলিকা: এ উপন্যাসের মধ্য দিয়ে নজরুলের রাজনৈতিক আদর্শ ও মতবাদ প্রতিফলিত হয়েছে।
⦿ মৃত্যুক্ষুধা: লেখক এতে তুলে ধরেছেন তৎকালিন দারিদ্র্য, ক্ষুধা, দুর্ভিক্ষের পরিপ্রেক্ষিতে সপরিবার মেজ-বৌয়ের মুসলিম থেকে খ্রিষ্টান ধর্ম গ্রহণ। নারী জীবনের দুবির্ষহ অন্ধকার এবং সমাজের বাস্তবচিত্র এই উপন্যাসে তুলে ধরা হয়।
⦿ নজরুলের প্রথম যত:
প্রথম প্রকাশিত রচনা: বাউন্ডেলের আত্মকাহিনী (১৯১৯): গল্প
প্রথম প্রকাশিত গ্রন্থ: ব্যথার দান (১৯২২); গল্পগ্রন্থ
প্রথম প্রকাশিত কবিতা: মুক্তি (১৯১৯)
প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ: অগ্নিবীনা (উৎসর্গ করেছেন বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে)
প্রথম উপন্যাস: বাঁধনহারা
প্রথম নাটক: ঝিলিমিলি
প্রথম প্রবন্ধ: তুর্ক মহিলার ঘোমটা খোলা
প্রথম প্রবন্ধগ্রন্থ: যুগবাণী
⦿ গল্পগ্রন্থ:
মনে রাখার টেকনিক: জিনের বাদশা শিউলি পদ্মাগোখরার ছোবল দিয়ে রক্ত বের করে ব্যথা দান করল।
· জিনের বাদশা
· শিউলিমালা
· পদ্মাগোখরা
· রিক্তের বেদন
· ব্যথার দান
· মৃত্যুক্ষুধা নজরুলের শ্রেষ্ঠ উপন্যাস
· নায়ক আনসার ; নায়িকা: মেজবউ
কুহেলিকা:
মূল চরিত্র: জাহাঙ্গীর
⦿ রণ সঙ্গীত:
চল্ চল্ কবিতার প্রথম ২১ লাইন। কবিতাটি সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতাটির পূর্বনাম নতুনের গান। প্রকাশিত হয় ১৯২৮ সালে শিখা পত্রিকায়।
⦿ নাটক:
· বাসন্তীকা
· বিষ্ণুপ্রিয়া
⦿ রেকর্ড নাটক:
· ঈদ
· জন্মাষ্টমী
· বাঙালি ঘরে হিন্দি গান
· বিলাতি ঘোড়ার বাচ্চা
⦿ কাব্য গ্রন্থ (২২টি):
⦿ মনে রাখার কৌশল: ছায়ানটের দোলনচাঁপা এক প্রলয়শিখা সন্ধ্যায়, ঝড়ের বেগে সিন্ধুর চক্রবাকে পূবের হাওয়ায় নতুন চাঁদ দেখতে গেলে, সর্বহারা ফনী ও নির্ঝর, অগ্নিবীণা ও বিষের বাঁশিতে সাম্যবাদী ও জিঞ্জিরে, ভাঙার গান শোনাল।
· ছায়ানট
· দোলনচাঁপা (প্রেম প্রধান)
· প্রলয়শিখা
· সন্ধ্যা
· ঝড়
· সিন্দু হিন্দোল (প্রেম প্রধান
· চক্রবাক
· পুবের হাওয়া
· নতুন চাঁদ
· সর্বহারা
· ফনিমনসা
· নির্ঝর
· অগ্নিবীনা
· বিষের বাঁশি
· সাম্যবাদী
· জিঞ্জির
· ভাঙার গান
· শেষ সওগাত
· মরু ভাস্কর (জীবনী কাব্য)
· চিত্তনামা (জীবনী কাব্য)
· সাতভাই চমপা
· ঝিঙেফুল (শিশুতোষ কাব্য)
দোলন-চাঁপা (১৯২৩) বিষের বাঁশি (১৯২৪) ভাঙ্গার গান (১৯২৪) ছায়ানট (১৯২৫) চিত্তনামা (১৯২৫) সাম্যবাদী (১৯২৬) পুবের হাওয়া (১৯২৬) সর্বহারা (১৯২৬) সিন্ধু হিন্দোল (১৯২৭) জিঞ্জীর (১৯২৮) প্রলয় শিখা (১৯৩০) শেষ সওগাত (১৯৫৮)
⦿ নিষিদ্ধ গ্রন্থসমূহ:
মনে রাখার কৌশল: বিপ্রভা
· বিষের বাঁশি
· প্রলয় শিখা
· ভাঙার গান
অগ্নিবীনা নিয়ে মতভেদ আছে।
(ড. সুশীল কুমার নজরুলচরিত মানস গ্রন্থে অগ্নিবীনা নিষিদ্ধ হবার কথা জানিয়েছেন ‘রক্তাম্বরধারিনী মা’ কবিতার জন্য অগ্নিবীণা নিষিদ্ধ হয়েছিল।
গুরুত্বপূর্ণ রচনাসমূহ মনে রাখার টেকনিক:
স্বামীহারা রাক্ষসী হেনা ও দুরন্ত পথিক মেহেরনেগার পদ্মাগোখরা নিয়ে রাজবন্দি (রাজবন্দীর চিঠি) জীনের বাদশা কাছে গেল।
⦿ প্রবন্ধগ্রন্থ (গুরুত্বপূর্ণ)
মনে রাখার টেকনিক: দুর্দিনের যাত্রীরা মঙ্গলবারে যুগবাণী পত্রিকায় রাজবন্দীর জবানবন্দী প্রকাশ করল।
· দুর্দিনের যাত্রী
· রুদ্রমঙ্গল
· যুগবানী
· রাজবন্দীর জবানবন্দী
· ধুমকেতু
⦿ গানের গ্রন্থ
মনে রাখার কৌশল: চোখের চাতক সুরসাকির জুলফিকার গুল বাগিচার বনে বসে গানের মালা বুলবুলকে, গীতিশদলের রাঙ্গাজবা শোনান।
· বুলবুল
· চোখের চাতক
· সুর সাকী
· জুলফিকার
· গুল বাগিচা
· গানের মালা
· গীতি শতদল
· রাঙ্গাজবা
· বনগীতি
· চন্দ্রবিন্দু
· সুর মুকুল
· সুর লিপি
⦿ চলচিত্রে নজরুল:
· ধুপছায়া
· ধ্রুব (নায়ক নারায়ণ চরিত্রে অভিনয় করেন)
· বিদ্যাপতি
· গোরা
· সাপুড়ে
· নন্দিনী ইত্যাদি
⦿ নজরুল ও বাংলাদেশ:
· ৪৩ বছর বয়সে ১৯৪২ সালে বাকশক্তি হারান।
· ১৯৭৬ সালের ১৮ ফেব্রুয়ারি নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়।
· ১৯৭২ সালের ২৪মে বাংলাদেশের জাতীয় কবি মযার্দা দেওয়া হয়।
· ৯ ডিসেম্বর ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ডি.লিট উপাধি প্রদান করে।
· ১৯৭৬ সালের ২১শে ফেব্রুয়ারি ‘একুশে পদক’ প্রদান করা হয় ৷
· রবীন্দ্রনাথ নজরুলকে ‘বসন্ত’ গীতিনাট্য উৎসর্গ করলে জেলে বসে ‘আজ সৃষ্টি সুখের উল্লাসে’ কবিতা রচনা করেন৷
· ধুমকেতু পত্রিকাকে আর্শীবাদ করে রবীন্দ্রনাথ লিখেন আয় চলে আয়রে ধুমকেতু, আঁধারে বাঁধ অগ্নিসেতু দুর্দিনের এই দুর্গশিরে, উড়িয়ে দে তোর বিজয় কেতন
· সঞ্চিতা কবিতা সংকলন নজরুল, রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন।
· জন্ম: ১৮৯৯ সালের ২৪ মে (১৩০৬ বঙ্গাব্দের ১১ জৈষ্ঠ)
· মৃত্যু: ২৯শে আগস্ট ১৯৭৬ (১৩৮৩ বঙ্গাব্দ, ১২ ভাদ্র)
⦿ নিষিদ্ধ প্রবন্ধ গ্রন্থ:
· যুগবানী
· নিষিদ্ধ গানের
· গ্রন্থ: চন্দ্রবিন্দু
⦿ কারাবরণ:
১৯২২ খ্রিষ্টাব্দে ‘আনন্দময়ীর আগমনে’ কবিতার জন্য এক বছর এবং ১৯৩০ খ্রিষ্টাব্দে ‘প্রলয়শিখা’ কাব্য গ্রন্থের জন্য ৬ মাস কারাদন্ণ্ড হয়েছিল।
⦿ এছাড়াও জানতে হবে
👉অগ্নিবীনা কাব্যগ্রন্থের প্রথম কবিতা ‘প্রলয়োল্লাস’ এবং দ্বিতীয় কবিতা ‘বিদ্রোহী’, তৃতীয় কবিতা ‘রক্তাম্বরধারিনী মা’। 👉 গ্রন্থটি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করা হয়।
👉‘তোরা সব জয়ধ্বনি কর’- ‘প্রলয়োল্লাস’
👉 দারিদ্র্য কবিতাটি–সিন্দু হিন্দোল কাব্য গ্রন্থের অন্তর্গত
👉 আমার, কৈফিয়ৎ- সর্বহারা কাব্যের কবিতা
👉 বিদ্রোহী - ১৯২২ সালের ৬ জানুয়ারি ‘বিজলী’ পত্রিকায় প্রকাশিত হয়।
👉 রবিহারা - রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুতে শোকার্ত হয়ে লেখা।
👉 খেয়া পারের তরণী
👉 মানুষ- চেঙ্গিস, গজনী মাসুদ, কোথায় কালা পাহাড় কবিতায়
👉 পূর্ণ অভিনন্দন- এ কবিতা থেকে বঙ্গবন্ধু জয়বাংলা শ্লোগানটি গ্রহণ করেন।
⦿ সন্তান:
· কৃষ্ণ মুহাম্মদ
· অরিন্দম খালেদ (বুলবুল)
· কাজী সব্যসাচী
· কাজী অনিরুদ্ধ
পতিতপাবন মণ্ডল (পাবন)
বাংলা বিভাগীয় প্রধান
সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ।
বাংলা বিভাগীয় প্রধান
সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ।
No comments
Thank you, best of luck