ads

অষ্টম শ্রেণি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ২য় অধ্যায়, বহুনির্বাচনি অভীক্ষা:



১. যে ক্লায়েন্ট সার্ভার থেকে রিসোর্স ব্যবহার করে, সে কে?
ক সার্ভার
খ ক্লায়েন্ট
গ মিডিয়া
● ইউজার

২. রিং টপোলজির আকার কেমন?
● গোলাকার বৃত্তের মতো
খ ত্রিভুজের মতো
গ চতুর্ভুজের মতো
ঘ লম্বা

৩. Router শব্দটি কোন শব্দ থেকে এসেছে?

ক Rout
● Route
গ Routee
ঘ Routeer

৪. Wi-Fi কী?
ক তার
খ ডাটা
গ নেটওয়ার্ক
● মডেম

৫. কত সালে মহাকাশে জিও স্টেশনারি স্যাটেলাইট স্থাপন করা হয়?
ক ১৯৫৪
● ১৯৬৪
গ ১৯৭১
ঘ ১৯৭৪

৬. কোনটি কম্পিউটার হতে প্রাপ্ত ডিজিটাল সিগন্যালকে এনালগ সিগন্যালে রূপান্তর করে?
ক রাউটার
খ সুইচ
গ হাব
● মডেম

১১. কমপক্ষে কয়টি কম্পিউটারের মধ্যে নেটওয়ার্কিং করা যায়?
ক একটি
● দুইটি
গ তিনটি
ঘ চারটি

১২. দুই বা ততোধিক কম্পিউটারের আন্তঃসংযোগকে কী বলে?
● কম্পিউটার নেটওয়ার্ক
খ নেটওয়ার্ক টপোলজি
গ ইন্টারনেট
ঘ ই-মেইল

১৩. সার্ভার থেকে তথ্য নেয় কোনটি?
● ক্লায়েন্ট
খ প্রোটোকল
গ ই-মেইল
ঘ রিসোর্স

১৪. মিডিয়া থেকে তথ্য কম্পিউটার এবং কম্পিউটার থেকে তথ্য মিডিয়ায় এনে দেয় কোনটি?
● Network Adapter
খ Resource
গ Router
ঘ E-mail Server

১৫. NIC কী?
ক Network Internet Card
● Network Interface Card
গ Network Internace Card
ঘ Network Internet Card

১৬. নিচের কোনটি রিসোর্স এর উদাহরণ?
● ফ্যাক্স
খ রেডিও
গ অপটিক্যাল
ঘ কো-এক্সিয়াল ক্যাবল

১৭. একটি কম্পিউটার যখন অন্য একটি কম্পিউটারের সাথে যোগাযোগ করতে চায় তখন কিসের সাহায্য নিতে চায়?
● মিডিয়ার
খ রিসোর্সের
গ ইউজারের
ঘ হাবের

১৮. তথ্য সবার কাছে পৌঁছে দেওয়া সহজ হয়েছে কোনটির প্রভাবে?
ক ডেটা
খ মোবাইল
গ সমাজের
● নেটওয়ার্ক

১৯. নেটওয়ার্কের সাথে সম্পর্ক আছে নিচের কোন যন্ত্রটির?
● মিডিয়া
খ রেডিও
গ খবরের কাগজ
ঘ টেলিভিশন

২০. নিচের কোনটি মিডিয়ার উদাহরণ?
ক ফ্যাক্স
খ প্রিন্টার
● অপটিক্যাল ফাইবার
ঘ মনিটর

৭. কোন টপোলজিতে সবগুলো কম্পিউটার একটি কেন্দ্রীয় হাবের সাথে যুক্ত থাকে?
ক মেশ
● স্টার
গ বাস
ঘ রিং

৮. নেটওয়ার্ক তৈরিতে কোনটি প্রয়োজন?
● নিক কার্ড
খ হার্ড ডিস্ক
গ পেন ড্রাইভ
ঘ  র‌্যাম 


৯. কোনটি মিডিয়া?
ক রাউটার
● অপটিক্যাল ফাইবার
গ নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
ঘ প্রটোকল

১০. নিচের কোনটি তার নিজের সাথে সংযুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রের একটি করে ঠিকানা বরাদ্দ করে?
ক হাব
খ রাউটার
● সুইচ
ঘ প্রটোকল

১১. কমপক্ষে কয়টি কম্পিউটারের মধ্যে নেটওয়ার্কিং করা যায়?
ক একটি
● দুইটি
গ তিনটি
ঘ চারটি


১২. দুই বা ততোধিক কম্পিউটারের আন্তঃসংযোগকে কী বলে?
● কম্পিউটার নেটওয়ার্ক
খ নেটওয়ার্ক টপোলজি
গ ইন্টারনেট
ঘ ই-মেইল


১৩. সার্ভার থেকে তথ্য নেয় কোনটি?
● ক্লায়েন্ট
খ প্রোটোকল
গ ই-মেইল
ঘ রিসোর্স

১৬. নিচের কোনটি রিসোর্স এর উদাহরণ?
● ফ্যাক্স
খ রেডিও
গ অপটিক্যাল
ঘ কো-এক্সিয়াল ক্যাবল

১৭. একটি কম্পিউটার যখন অন্য একটি কম্পিউটারের সাথে যোগাযোগ করতে চায় তখন কিসের সাহায্য নিতে চায়?
● মিডিয়ার
খ রিসোর্সের
গ ইউজারের
ঘ হাবের

১৮. তথ্য সবার কাছে পৌঁছে দেওয়া সহজ হয়েছে কোনটির প্রভাবে?
ক ডেটা
খ মোবাইল
গ সমাজের
● নেটওয়ার্ক

১৯. নেটওয়ার্কের সাথে সম্পর্ক আছে নিচের কোন যন্ত্রটির?
● মিডিয়া
খ রেডিও
গ খবরের কাগজ
ঘ টেলিভিশন

২০. নিচের কোনটি মিডিয়ার উদাহরণ? 
ক ফ্যাক্স
খ প্রিন্টার
● অপটিক্যাল ফাইবার
ঘ মনিটর

class 8 ict chapter 2 mcq


২১. প্রটোকলস কেন তৈরি করা হয়?
● যাতে তথ্য আদান-প্রদানে কোনো সমস্যা না হয়
খ তথ্য মুছে ফেলতে
গ তথ্য সংরক্ষণ করতে
ঘ তথ্যকে বহন করে নিতে

২২. তথ্য প্রযুক্তির সেবা পেতে নিচের কোনটি প্রয়োজন?
ক হার্ডওয়্যার
খ টেলিভিশন
গ রেডিও
● মোবাইল

২৩. সার্ভার কী কাজ করে?
ক গবেষণাগার তথ্য বিশ্লেষণ করে
● একই নেটওয়ার্কের অন্য কম্পিউটারকে সেবা প্রদান করে
গ শুধু একটি কম্পিউটারের রিসোর্স শেয়ার করে
ঘ মোবাইলের বিভিন্ন কাজ করে


২৪. কোনো নেটওয়ার্কে কম্পিউটারগুলো জুড়ে দেওয়ার জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক রিসোর্স
খ কো-এক্সিয়াল তার
গ সার্ভার
● নেটওয়ার্ক অ্যাডাপ্টার

২৫. তথ্য সবার কাছে পৌঁছে দিতে কোনটি ভূমিকা রাখে?
ক উপাত্ত
● নেটওয়ার্ক
গ ইন্টারনেট
ঘ টপোলজি

২৬. এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের যোগাযোগকে কী বলে? 
ক টপোলজি
● নেটওয়ার্ক
গ ইন্টারনেট
ঘ রিসোর্স

২৭. দুই বা ততোধিক কম্পিউটারকে কোনো যোগাযোগ মাধ্যম দিয়ে জুড়ে দেয়াকে কী বলে? 
● কম্পিউটার নেটওয়ার্ক
খ কম্পিউটার প্রোগ্রাম
গ কম্পিউটার সিস্টেম
ঘ কম্পিউটার প্রযুক্তি

২৮. কম্পিউটার নেটওয়ার্কের মূল উদ্দেশ্য কী?
ক রিসোর্স নেওয়া
খ রিসোর্স দেওয়া
● রিসোর্স ভাগাভাগি করা
ঘ রিসোর্স বিক্রি করা

২৯. নেটওয়ার্কে যে কম্পিউটারটি বিভিন্ন সেবা প্রদান করে সেটিকে কী বলে? 
● সার্ভার
খ ক্লায়েন্ট
গ প্রোটোকল
ঘ টার্মিনাল

৩০. সার্ভারের কাজ কোনটি? (অনুধাবন)
● সেবা প্রদান করা
খ সেবা গ্রহণ করা
গ সেবা নেওয়া
ঘ সেবা থেকে দূরে রাখা

৩১. সার্ভার কম্পিউটারটি সাধারণত কেমন হয়?
ক দুর্বল
খ শক্তিশালী
● মোটামুটি শক্তিশালী
ঘ বিশাল আকৃতির

৩২. নেটওয়ার্কে যে কম্পিউটারটি অন্য কারো কাছ থেকে কোনো ধরনের সেবা নেয় তাকে কী বলে?  
ক সার্ভার
● ক্লায়েন্ট
গ প্রোটোকল
ঘ মিডিয়া

৩৩. নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকা একজন কম্পিউটার ব্যবহারকারী সম্পর্কে কোন তথ্যটি সঠিক?  
ক সুবিধার তুলনায় অনেক বেশি অসুবিধা ভোগ করে
খ যেসব রিসোর্স তার নেই সেগুলো সহজে ক্রয় করতে পারে
● যেসব রিসোর্স তার নেই সেগুলোও ব্যবহার করতে পারে
ঘ তার তথ্য বা উপাত্ত গোপন রাখার কোনো সুযোগ পায় না

৩৪. একটি নেটওয়ার্কের যন্ত্রপাতি সম্পর্কে সঠিক তথ্য কোনটি?  
ক কেবল একটি মাত্র সার্ভার থাকে
● এক বা একাধিক সার্ভার থাকে
গ কেবল একটি মাত্র ক্লায়েন্ট থাকে
ঘ কেবল একটি মাত্র প্রিন্টার থাকে

৩৬. যে জিনিসটা ব্যবহার করে কম্পিউটারগুলো জুড়ে দেওয়া হয় তাকে কী বলে?
ক ক্লায়েন্ট
● মিডিয়া
গ রিসোর্স
ঘ ইউজার

৩৭. কোনো মিডিয়া ব্যবহার না করেও কীভাবে একটি কম্পিউটার নেটওয়ার্কে জুড়ে দেওয়া যায়?  
ক অপটিক্যাল ফাইবার ব্যবহার করে
● ওয়্যারলেস পদ্ধতি ব্যবহার করে
গ কো-এক্সিয়েল ক্যাবল ব্যবহার করে
ঘ বৈদ্যুতিক তার ব্যবহার করে

৩৮. নেটওয়ার্কে তার মাধ্যম কোনটি?  
● কো-এক্সিয়েল ক্যাবল
খ ব্লুটুথ
গ ইনফ্রারেড
ঘ রেডিও ওয়েভ

৪০. কোনটি মিডিয়া থেকে তথ্য নিয়ে কম্পিউটারকে দেয়?   
ক ফাইবার অপটিকস
● নেটওয়ার্ক অ্যাডাপ্টর
গ কো-এক্সিয়েল ক্যাবল
ঘ ইউজার

৪১. কম্পিউটার থেকে তথ্য নিয়ে সেটা নেটওয়ার্কে ছেড়ে দিতে পারে কোনটি? 
ক বৈদ্যুতিক তার
খ কো-এক্সিয়েল ক্যাবল
গ প্রোটোকল
● নেটওয়ার্ক অ্যাডাপ্টর

৪২. সিয়ামের ফ্যাক্স মেশিনটি নেটওয়ার্কের মাধ্যমে অন্যেরা ব্যবহার করতে পারে। তার ফ্যাক্স মেশিনটি কী? 
ক একটি মিডিয়া
● একটি রিসোর্স
গ একটি এডাপ্টার
ঘ একটি সার্ভার

৪৩. রাব্বি তার কম্পিউটারকে নেটওয়ার্কের সাথে যুক্ত করতে চায়। এজন্য সে মিডিয়া হিসেবে কোনটি ব্যবহার করবে? 
ক নেটওয়ার্ক ইন্টারফেস
খ রাউটার
● কো-এক্সিয়াল তার
ঘ ল্যান কার্ড

৪৪. কম্পিউটার দিয়ে যদি কেউ সার্ভারে রাখা একটি ছবি আঁকার সফটওয়্যার ব্যবহার করে তবে সফটওয়্যারটিকে কী বলা হবে?  
● রিসোর্স
খ সিস্টেম সফটওয়্যার
গ কম্পিউটার নেটওয়ার্ক
ঘ মিডিয়া

৪৫. নেটওয়ার্কভুক্ত কম্পিউটারসমূহে উপাত্ত আদান-প্রদানের জন্য নির্ধারিত নীতিমালাকে কী বলে? 
● প্রোটোকল
খ ওয়েবপেজ
গ ইন্টারনেট
ঘ রিসোর্স

৪৬. নেটওয়ার্ক প্রোটোকলে বর্ণিত থাকে কোনটি?  
● নিয়মনীতি
খ মিডিয়ার বর্ণনা
গ এনআইসি
ঘ ইউজারের বর্ণনা

৪৭. একাধিক কম্পিউটারকে এক সাথে যুক্ত করতে কোনটি অত্যাবশ্যক? 
ক প্রত্যেক কম্পিউটারের রাউটার থাকা
খ প্রত্যেক কম্পিউটারের রিসোর্স থাকা
● নির্দিষ্ট কিছু নিয়ম মেনে নেয়া
ঘ নির্দিষ্ট কিছু তথ্য গোপন রাখা

৪৮. নেটওয়ার্ক মিডিয়া ব্যবহৃত হয় কেন?  
● তথ্য পারাপার করার জন্য
খ তথ্য প্রসেসিং করার জন্য
গ তথ্য নিয়ন্ত্রণ করার জন্য
ঘ তথ্য সংরক্ষণ করার জন্য

নিচের অনুচ্ছেদটি পড়ে 49 ও 50 নং প্রশ্নের উত্তর দাও :
শশী তার কম্পিউটারকে কয়েকজন বন্ধুর সাথে যুক্ত করল। তার বন্ধুরা তাদের ঘরে বসেই তাদের কম্পিউটারে অনুপস্থিত অনেক তথ্যই শশীর কম্পিউটার থেকে ব্যবহার করল। তাদের কম্পিউটার যুক্ত করতে কিছু তার প্রয়োজন হয়েছিল।  

49. কম্পিউটার এভাবে যুক্ত করার পদ্ধতিকে কী বলা হয়?
● নেটওয়ার্কিং
খ প্রিন্টিং
গ স্ক্যানিং
ঘ প্রটোকল


50. শশীর কম্পিউটার কী হিসেবে ব্যবহৃত হয়েছে?
● সার্ভার
খ মিডিয়া
গ ইউজার
ঘ অ্যাডাপ্টার


নিচের অনুচ্ছেদটি পড়ে 51 ও 52 নং প্রশ্নের উত্তর দাও :
রাব্বি, জাবেদ এবং নীতুর কম্পিউটার অপটিক্যাল ফাইবার দিয়ে যুক্ত। তাই তারা প্রয়োজনের সময় সহজেই নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদান করতে পারে।

51. অনুচ্ছেদে আলোচিত বিষয় কী?  
ক কম্পিউটার প্রোগ্রামিং
● কম্পিউটার নেটওয়ার্ক
গ কম্পিউটার সংগঠন
ঘ কম্পিউটার লজিক

52. রাব্বির কম্পিউটারের সাথে যদি একটি ফ্যাক্স মেশিন লাগানো হয় তাহলে সেটি ব্যবহার করতে পারবে – 
i. রাব্বি 
ii. জাবেদ
iii. নীতু

নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
গ ii ও iii
● i, ii ও iii




No comments

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.