ads

এসএসসি পরীক্ষা প্রস্তুতি ২০২৩: বাংলা দ্বিতীয়পত্র

এসএসসি পরীক্ষা প্রস্তুতি ২০২৩:বাংলা দ্বিতীয়পত্র
পতিতপাবন মণ্ডল, বিভাগীয় প্রধান, বাংলা
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ
লক্ষ্মীবাজার, ঢাকা


প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নিও। ‘বাংলা দ্বিতীয়পত্র’ চর্চা করতে নিয়মিত দেওয়া হবে মডেল। অনুশীলন করলে নিশ্চিত ভালো ফল পাবে পরীক্ষায়।

০১. ‘অর্ঘ্য’ পূজার উপকরণ হলে- ‘অর্ঘ’ শব্দের অর্থ কী?
ক. দাম  
খ. পাথর 
গ. অশ্ম 
ঘ. আবরণ

০২. ‘প্রাচী’ শব্দের বিপরীত শব্দে কী?
ক. প্রাচ্য 
 খ. প্রতীচী
 গ. প্রতীচ্য 
 ঘ. প্রাচ

০৩. ‘হাতি’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি? 
 ক. পন্নগ 
 খ. দ্বিপ 
 গ. কুঞ্জর 
 ঘ. করী

০৪. ‘নাছোড়বান্দা’ অর্থে কোন বাগধারাটি ব্যবহূত হয়?
ক. খোঁফ খেঁজুরে 
খ. ঠোঁট কাটা
গ. চিনে জোঁক 
 ঘ. চুনোপুঁটি

০৫. উক্তি পরিবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য-
i. পরোক্ষ উক্তিতে যোজক ‘যে’ বসে উদ্ধারচিহ্ন উঠে যায়।
ii. পরোক্ষ উক্তিতে অর্থের সংগতি রাখার জন্য সর্বনামের পরিবর্তন করতে হয়।
iii. পরোক্ষ উক্তিতে কর্ম অনুযায়ী ক্রিয়ারূপের পরিবর্তন করতে হয়।
নিচের কোনটি সঠিক?
ক. i, ii ও iii 
খ. ii ও iii
গ. i ও iii 
ঘ. i ও ii

০৬. ‘কখন আসা হলো?’- কোন বাচ্যের উদাহরণ?
ক. কর্তাবাচ্য 
খ. কর্মবাচ্য
গ. ভাববাচ্য 
ঘ. কর্মকর্তাবাচ্য

০৭. অধিকরণ কারকে সাধারণত কোন বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয় না?
ক. -য় 
খ.-য়ে 
গ.-তে 
ঘ.-কে

০৮. যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে কোন কারক বলে?
ক. কর্ম 
খ. করণ 
গ. অপাদান 
ঘ. অধিকরণ

০৯. কোনটি যৌগিক বাক্যের উদাহরণ?

ক. পরিশ্রমীরা জীবনে সাফল্য লাভ করে
খ. সে এখানে এসে বসে পড়ল
গ. কিছু লোক ভিক্ষা করে, ওদের অর্থ দাও
ঘ. যদিও লোকটি নিরক্ষর, তবুও অভদ্র নয়।

১০. যৌগিক বাক্যকে জটিল বাক্যে রূপান্তর করতে যৌগিক বাক্যের কী বাদ দিতে তার বদলে সাপেক্ষ সর্বনাম ও সাপেক্ষ যোজক যুক্ত করতে হয়?
ক. সমাপিকা ক্রিয়া 
খ. যোজক
গ. অসমাপিকা ক্রিয়া 
ঘ. একটি প্রধান খণ্ডবাক্য

১১. বিধেয়ের স্থান ও কাল সংক্রান্ত প্রসারক বসতে পারে-
ক. উদ্দেশ্যের বা বিধেয়ের পরে 
খ. বিধেয়ের পূর্বে
গ. উদ্দেশ্যের পূর্বে 
 ঘ. উদ্দেশ্যের বা বিধেয়ের পূর্বে

১২. ‘তোমার জন্য নিরন্তর শুভকামনা।’- বক্তব্যের লক্ষ্য অনুসারে এটি কী বাক্য?
ক. বিবৃতিবাচক 
খ. প্রশ্নবাচক
গ. আবেগবাচক 
 ঘ. অনুজ্ঞাবাচক

১৩. পুরাঘটিত বর্তমান কালের ‘আপনি’ পক্ষের সাধারণ ক্রিয়ার ক্রিয়াবিভক্তি কোনটি?
ক. -এন 
খ.-ছেন
গ.-এছেন 
ঘ.-লেন

১৪. যেসব শব্দের শেষে কারচিহ্ন নেই, সেসব শব্দের শেষে কোন বিভক্তি হয়?
ক.-ই 
খ.-এর 
গ.-র 
ঘ.-য়

১৫. ‘-জন’ নির্দেশকটি যথাযথ ব্যবহূত হয়েছে কোনটিতে?
ক. বিজ্ঞ জন 
খ. দুই জন
গ. পণ্ডিত জন 
ঘ. পঁচিশ জন

১৬. ‘বাপরে বাপ! কী ভয়ঙ্কর ছিল ডাকাতটা’ এটি কোন আবেগের উদাহরণ?
ক. সিদ্ধান্ত আবেগ 
খ. আতঙ্ক আবেগ
গ. বিরক্তি আবেগ 
ঘ. করুণা আবেগ

১৭. যেহেতু আমি মন দিয়ে পড়েছি সেহেতু ভালো ফল করেছি।- এখানে কোন ধরনের যোজক রয়েছে?
ক. সাধারণ আবেগ 
খ. সাপেক্ষ আবেগ
গ. কারণ আবেগ
ঘ. বিকল্প আবেগ

১৮. যেসব শব্দের পরে অনুসর্গ বসে, সেসব শব্দের সঙ্গে যুক্ত হয়-
ক. -য়, -য়ে বিভক্তি 
খ.-তে, অ বিভক্তি
গ.-কে, -রে বিভক্তি 
ঘ.-অ, -লে

১৯.‘তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।’- এখানে ‘কোথাও কী ধরনের ক্রিয়াবিশেষণ?
ক. পদাণু ক্রিয়াবিশেষণ
খ. নেতিবাচক ক্রিয়াবিশেষণ
গ. ধরনবাচক ক্রিয়াবিশেষণ
ঘ. স্থানবাচক ক্রিয়াবিশেষণ

২০. মা শিশুকে চাঁদ দেখায়।- এখানে কোন ক্রিয়া রয়েছে?
ক. প্রযোজক ক্রিয়া 
খ. সংযোগ ক্রিয়া
গ. নাম ক্রিয়া 
ঘ. যৌগিক ক্রিয়া

উত্তর: 
১ক, ২খ, ৩ক, ৪গ, ৫ঘ, ৬গ, ৭ঘ, ৮খ, ৯গ, ১০খ, ১১ঘ, ১২ঘ, ১৩গ, ১৪খ, ১৫ঘ, ১৬খ, ১৭খ, ১৮গ, ১৯খ, ২০ক

No comments

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.