ads

# পরিচ্ছেদ ১০ - উপসর্গ দিয়ে শব্দ গঠন; নবম-দশম শ্রেণি #বাংলা ব্যকরণ (২য় পত্র) #বহুনির্বাচনি প্রশ্নের উত্তর

পরিচ্ছেদ ১০ - উপসর্গ দিয়ে শব্দ গঠন

১. নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ?
ক. ভিখারি
● প্রবীণ
গ. সেলাই
ঘ. বাবুয়ানা

২. নিচের কোন শব্দে অপূর্ণ অর্থে 'না' উপসর্গ ব্যবহৃত হয়েছে?
ক. নাহক
খ. উপকূল
● নালায়েক
ঘ. নিম্ন

৩. ঈষৎ অর্থ প্রকাশ করছে কোন উপসর্গ যুক্ত শব্দটি?
ক. আখাম্বা
খ. অনভিজ্ঞ
● আরক্ত
ঘ. অনভিজ্ঞ
৪. নিচের কোনটি উপসর্গ?
ক. গুলো
● উপ
গ. টা
ঘ. ও

৫. 'পাতি' উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়?
ক. বিপরীত
খ. শূন্য
● ছোট
ঘ. নিম্ন

৬. বাংলা ভাষায় কতগুলো উসপর্শ রয়েছে?
ক. কয়েকটি
খ. অর্ধশত
● অর্ধশতাধিক
ঘ. শতাধিক

৭. একাধিক উপসর্গ ব্যবহৃত হয়ে তৈরি শব্দ কোনটি?
● সম্প্রদান
খ. অভিযোগ
গ. সম্পত্তি
ঘ. অত্যাচার

৮. উপসর্গের কী নেই? 
ক. অস্তিত্ব
খ. বাস্তবতা
● অর্থ
ঘ. অর্থ-দ্যোতনা

৯. উপসর্গের কী আছে?
ক. অস্তিত্ব
খ. বাস্তবতা
● অর্থের দ্যোতনা তৈরির ক্ষমতা
ঘ. অর্থ-দ্যোতনা

১০. 'অনুগমন' শব্দে কী উপসর্গ ব্যবহৃত হয়েছে?
ক. বিকৃত 
খ. অর্ধেক
গ. চমৎকার
● পিছনে

১১. অতিরিক্ত অর্থে উপসর্গ যুক্ত হয়েছে কোন শব্দে?
ক. অধিকার
● অত্যাচার
গ. সুকৌশল
ঘ. গরহাজির

১২. 'আজকাল ভদ্দরলোকদেরই হয়েছে হাভাত-জোভাত।'- বাক্যে কোন পদে উপসর্গ আছে?
ক. আজকাল
● হাভাত
গ. জোভাত
ঘ. ভদ্দরলোকদের

১৩. 'নালায়েক' শব্দে 'না' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
● অপূর্ণ
খ. মন্দ
গ. বিপরীত
ঘ. সদৃশ

১৪. চূড়ান্ত অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে?

● ভরজোয়ার
খ. প্রতিধ্বনি
গ. নিমখুন
ঘ. সংযোজন

১৫. 'রোহিঙ্গারা উদ্বাস্তু হয়ে গেছে।'- এ বাক্যে উপসর্গযোগে গঠিত পদ কোনটি?
ক. রোহিঙ্গারা
খ. হয়ে
গ. গেছে
● উদ্বাস্তু

১৬. মধ্যস্থ অর্থে উপসর্গ ব্যবহারের উদাহরণ কোনটি?
ক. কদবেল
● দরদালান
গ. প্রগতি
ঘ. দুর্বল

১৭. 'বিড়ই' শব্দে কী অর্থে উপসর্গ যুক্ত হয়েছে?

ক. বিপরীত
খ. সামান্য
● ভিন্ন
ঘ. তুল্য
১৮. 'কায়েস সাহেব জীবনের আশা পরিত্যাগ করেছেন।'- এ বাক্যে 'পরিত্যাগ' শব্দে কী অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে।
ক. বিরুদ্ধ
● সম্পূর্ণ
গ. অভাব
ঘ. প্রচন্ড

১৯. অল্প অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে?
● অবগুন্ঠন
খ. হাড়াত
গ. বেদখল
ঘ. পাতিহাঁস

২০. 'কদবেল' শব্দে 'কল' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. নেতি
● গৌণ
গ. অতিশয়
ঘ. প্রগতি

২১.  উপসর্গ ব্যবহারে অর্থের সংকোচন ঘটেছে কোন শব্দে?
ক. গরহাজির
খ. সম্পূর্ণ
গ. অত্যাচার
● সুনজর

২২. উত্তম অর্থে উপসর্গ ব্যবহারের উদাহরণ কোনটি?
ক. অভিজ্ঞ 
খ. নিমরাজি
● অভিজাত
ঘ. ভরপেট

২৩. 'সম্মুখ' শব্দে কী অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে?
ক. ভালো
খ. অতিশয় 
● অভিমুখে 
ঘ. সম্যক

২৪.  প্র, পরা, অপ, সম, নি কোন উপসর্গের উদাহরণ?
ক. বাংলা উপসর্গ
● তৎসম উপসর্গ
গ. ফারসি উপসর্গ
ঘ. আরবি উপসর্গ

২৫.  উপসর্গ কী?
ক. ভাষায় ব্যবহৃত সর্বনাম
খ. ভাষায় ব্যবহৃত ক্রিয়াবাচক শব্দাংশ
● ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ
ঘ. ভাষায় ব্যবহৃত অব্যয়

২৬. উপসর্গের কাজ কী?
ক. বর্ণ সংস্করণ
● নতুন শব্দ গঠন
গ. যতি সংস্থাপন
ঘ. ভাবের পার্থক্য নিরূপণ

২৭. শব্দের আগে বসে কোনটি?
ক. অনুসর্গ
● উপসর্গ
গ. প্রত্যয়
ঘ. বিভক্তি

২৮. কোনটির অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে?
ক. অনুসর্গ
● উপসর্গ
গ. প্রত্যয়
ঘ. বিভক্তি

২৯. বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ মোট কয়টি?
ক. এগারোটি
খ. বাইশটি
● একুশটি
ঘ. আঠারোটি

৩০. নিচের কোন উপসর্গগুলো তৎসম ও বাংলায় পাওয়া যায়?
ক. অ, অঘা, অজ, অনা 
● আ, সু, বি, নি
গ. আ, উপ, অপ, অপি 
ঘ. অনা, ইতি, কু, সম

৩১. 'নিদাঘ' শব্দে 'নি' উপসর্গ কী অর্থে ব্যবহার হয়েছে?
● আতিশয্য
খ. নিষেধ
গ. নিশ্চয়
ঘ. অভাব

৩২. কোন গুচ্ছের সব কয়টি উপসর্গই খাঁটি বাংলা?
ক. আ, সু, অব, আড় 
● অজ, আন, ইতি, পাতি
গ. ফি, নি, বি, সু
ঘ. কু, বি, এ, নি

৩৩. 'আমি অবেলাতে দিলাম পাড়ি অথৈ সায়রে' - এখানে 'অবেলা' শব্দের 'অ' কোন উপসর্গ?
● বাংলা 
খ. ফারসি 
গ. তৎসম 
ঘ. হিন্দি

৩৪. অনেক সময় শব্দের শুরুতে একসঙ্গে একাধিক কী কে অনুসর্গ বসতে পারে?
ক. অনুসর্গ
● উপসর্গ
গ. প্রত্যয়
ঘ. বিভক্তি

৩৫. 'বিনির্মাণ' শব্দে 'মান' শব্দের পূর্বে কতটি উপসর্গ বসেছে?
● ২ 
খ. ৫ 
গ. ৮ 
ঘ. ৯

৩৬. 'নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে' - কোনটির?
ক. অনুসর্গের
● উপসর্গের
গ. বিভক্তির
ঘ. পদাশ্রিত অব্যয়ের

৩৭. উপসর্গ কত প্রকার?
ক. ২ 
● ৩ 
গ. ৮ 
ঘ. ৯

৩৮. 'সম' উপসর্গ যোগে গঠিত 'সম্পূর্ণ' শব্দটিতে অর্থের কী ঘটেছে?
● সম্প্রসারণ
খ. সংকোচন
গ. বিয়োজন
ঘ. সংযোজন

৩৯. 'গরহাজির' শব্দটি কী অর্থ প্রকাশ করে?
● বিপরীত 
খ. অল্প 
গ. অভাব 
ঘ. সম্যক

৪০. 'অধি' উপসর্গ যোগে গঠিত 'অধিবাসী' শব্দটি কী দ্যোতনা প্রকাশ করে?
ক. অতিরিক্ত 
খ. অভাব 
● মধ্যে 
ঘ. বৃহৎ

৪১. 'অনা' উপসর্গ যোগে গঠিত 'অনাবৃষ্টি' শব্দটি কী দ্যোতনা প্রকাশ করে?
ক. অতিরিক্ত 
● অভাব 
গ. মধ্যে 
ঘ. বৃহৎ

৪২. 'অপ' উপসর্গ যোগে গঠিত 'অপকর্ম' শব্দটি কী অর্থ প্রকাশ করে?
ক. পিছান 
খ. তুল্য 
গ. বাজে 
● মন্দ

৪৩. কোন দুটি বাংলা উপসর্গ?
ক. কার, দর
● অঘা, কদ
গ. পরা, অধি
ঘ. পরা, প্র

৪৪. 'অকাজ' শব্দের 'অ' উপসর্গ অর্থের কী ঘটিয়েছে?
● সংকোচন
খ. পরিবর্তন
গ. পরিবর্ধন
ঘ. স¤প্রসারণ

৪৫. অঘারাম বাস করে অজপাড়া গাঁয়ে- 'অঘা' ও 'অজ' কোন ধরনের উপসর্গ?
ক. বিদেশি
খ. তৎসম
● খাঁটি বাংলা
ঘ. আ উপসর্গ

৪৬. 'মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে'- এখানে নিম্নরেখ পদে কোন শ্রেণির উপসর্গের প্রয়োগ হয়েছে?  
● বাংলা 
খ. সংস্কৃত 
গ. বিদেশি 
ঘ. হিন্দি

৪৭. 'পাতি' ও 'ইতি' কোন উপসর্গ?
ক. তৎসম উপসর্গ
● খাঁটি বাংলা উপসর্গ
গ. বিদেশি উপসর্গ
ঘ. ফারসি উপসর্গ

৪৮. কয়টি উপসর্গ বাংলা ও তৎসম উভয়েই পাওয়া যায়?

ক. ২ 
● ৪ 
গ. ৮ 
ঘ. ৯


৪৯. 'নি' উপসর্গযোগে 'নিখাদ' কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. গতি অর্থে
● উত্তম অর্থে
গ. নিশ্চয় অর্থে
ঘ. 'নেই এমন' অর্থে 

৫০. কোনটি তৎসম উপসর্গ যোগে গঠিত শব্দ?
● বিফল 
খ. নিপাত 
গ. আলুনি 
ঘ. সুনজর

৫১. 'সাজিরা' ও 'সালোয়ান' শব্দ দুটিতে 'সা' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. বিশিষ্ট 
খ. সঙ্গে 
গ. নিকৃষ্ট 
● উৎকৃষ্ট

৫২. 'অনুবাদ' শব্দে অনু উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. সঙ্গে 
● সাদৃশ্য 
গ. সহজ 
ঘ. নিশ্চয়

৫৩. 'অভি' কোন ভাষার উপসর্গ?
ক. বাংলা 
খ. আরবি 
গ. ফারসি 
● তৎসম

৫৪. 'আ' উপসর্গ যোগে গঠিত 'আরক্ত' শব্দটি কী দ্যোতনা প্রকাশ করে?
ক. উত্তম 
খ. সদৃশ 
গ. সম্যক 
● ঈষৎ

৫৫. 'উপ' উপসর্গ যোগে গঠিত 'উপকূল' শব্দটি কী দ্যোতনা প্রকাশ করে?
● নিকট 
খ. সদৃশ 
গ. পরিত্যক্ত 
ঘ. উর্ধ্বে

৫৬. 'মন্দ' অর্থে 'দুঃ' উপসর্গ যোগে গঠিত শব্দ নিচের কোনটি?
ক. দুর্মূল্য 
● দুঃশাসন 
গ. দুর্দিন 
ঘ. ঊর্ধ্বে

৫৭. 'দুঃ' উপসর্গ যোগে গঠিত 'মুদ্রাগা' শব্দটি কী দ্যোতনা প্রকাশ করে?
ক. অধিক 
● অল্প 
গ. মন্দ 
ঘ. নেতি

৫৮. 'নি' উপসর্গ যোগে গঠিত 'নিদারুণ' শব্দটি কী দ্যোতনা  প্রকাশ করে?
ক. নেতি 
● অতিশয় 
গ. অপূর্ণ 
ঘ. অধিক

৫৯. 'নেই এমন' অর্থে 'নি' উপসর্গ যোগে গঠিত শব্দ নিচের কোনটি?
ক. নাহক 
● নিখাদ 
গ. নিদারুণ 
ঘ. দুর্দান্ত

৬০. 'নিঃ' উপসর্গ যোগে গঠিত 'নিঃশেষ' শব্দটি কী অর্থ প্রকাশ করে?
ক. নেতি 
● পুরোপুরি 
গ. অপূর্ণ 
ঘ. অধিক

৬১. 'নিম' উপসর্গ যোগে গঠিত 'নিমখুন' শব্দটি কী দ্যোতনা প্রকাশ করে? 
ক. বাইরে 
● প্রায় 
গ. নেই 
ঘ. এমন

৬২. 'পরি' উপসর্গ যোগে গঠিত 'পরিপন্থী' শব্দটি কী অর্থ প্রকাশ করে?
ক. সম্পূর্ণ
খ. অতিশয়
গ. বিপরীত
● বিরুদ্ধ

৬৩. প্রকৃষ্ট অর্থে 'প্রগতি' শব্দটি কী উপসর্গ যোগে গঠিত  হয়েছে?
ক. পরি 
● প্র 
গ. পরা 
ঘ. পাতি

৬৪. 'প্রতি' উপসর্গ যোগে গঠিত 'প্রতিহিংসা' শব্দটি কী দ্যোতনা প্রকাশ করে?
● পালটা 
খ. তুল্য 
গ. প্রচণ্ড
ঘ. প্রকৃষ্ট

৬৫. 'নিন্দনীয়' অর্থে 'বজ্জাত' শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত?
● বদ 
খ. ব 
গ. বে 
ঘ. বি

৬৬. 'বে' উপসর্গ যোগে গঠিত 'বেদখল' শব্দটি কী দ্যোতনা প্রকাশ করে?
ক. বিশেষ 
খ. ভিন্ন 
● হৃত 
ঘ. উগ্র

৬৭. 'বেআইন' শব্দটি 'বহির্ভূত' অর্থে কোন উপসর্গ যোগে গঠিত হয়েছে?
ক. বদ 
খ. ব 
● বে 
ঘ. বি

৬৮. 'ভর' উপসর্গ যোগে গঠিত 'ভরপেট' শব্দটি যে দ্যোতনা  প্রকাশ- 
ক. বহির্ভূত 
● পূর্ণ 
গ. চূড়ান্ত 
ঘ. বদ

৬৯. 'চূড়ান্ত' অর্থে 'ভরজোয়ার' শব্দটি যে উপসর্গ দ্বারা গঠিত হয়েছে-
ক. বদ 
খ. ব 
● ভর 
ঘ. বি

৭০. 'সংযোজন' শব্দটি যে উপসর্গ যোগে গঠিত হয়েছে-
ক. বদ 
খ. স 
● সম 
ঘ. বি

৭১. 'সুকন্ঠ' শব্দের 'সু' উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. সহজ
খ. আতিশয্য
গ. আধিকা
● উত্তম

৭২. কোনটি বাংলা উপসর্গযোগে গঠিত শব্দ?
● সুদিন 
খ. সুগম 
গ. সুধীর 
ঘ. সুভল

৭৩. 'হা' উপসর্গ যোগে গঠিত 'হাভাত' শব্দটি কী অর্থ প্রকাশ করে?
ক. ভালো 
● অভাব 
গ. চমৎকার 
ঘ. অভিমুখে

৭৪. নিচের কোন শব্দটি ফারসি উপসর্গ যোগে গঠিত?
ক. বাজে খরচ
খ. আকণ্ঠ
● কারখানা / বদনাম 
ঘ. অবগাহন

৭৫. কোন শব্দটি ফারসি উপসর্গযোগে গঠিত?
ক. লাপাত্তা
● বকলম
গ. হরকিসিম
ঘ. আমদরবার






No comments

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.