# পরিচ্ছেদ ১০ - উপসর্গ দিয়ে শব্দ গঠন; নবম-দশম শ্রেণি #বাংলা ব্যকরণ (২য় পত্র) #বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
১. নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ?
ক. ভিখারি
● প্রবীণ
গ. সেলাই
ঘ. বাবুয়ানা
ক. ভিখারি
● প্রবীণ
গ. সেলাই
ঘ. বাবুয়ানা
২. নিচের কোন শব্দে অপূর্ণ অর্থে 'না' উপসর্গ ব্যবহৃত হয়েছে?
ক. নাহক
খ. উপকূল
● নালায়েক
ঘ. নিম্ন
২৫. উপসর্গ কী?
ক. ভাষায় ব্যবহৃত সর্বনাম
খ. ভাষায় ব্যবহৃত ক্রিয়াবাচক শব্দাংশ
● ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ
ঘ. ভাষায় ব্যবহৃত অব্যয়
২৬. উপসর্গের কাজ কী?
ক. বর্ণ সংস্করণ
● নতুন শব্দ গঠন
গ. যতি সংস্থাপন
ঘ. ভাবের পার্থক্য নিরূপণ
২৭. শব্দের আগে বসে কোনটি?
ক. অনুসর্গ
● উপসর্গ
গ. প্রত্যয়
ঘ. বিভক্তি
২৮. কোনটির অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে?
ক. অনুসর্গ
● উপসর্গ
গ. প্রত্যয়
ঘ. বিভক্তি
২৯. বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ মোট কয়টি?
ক. এগারোটি
খ. বাইশটি
● একুশটি
ঘ. আঠারোটি
৩০. নিচের কোন উপসর্গগুলো তৎসম ও বাংলায় পাওয়া যায়?
ক. অ, অঘা, অজ, অনা
৪৪. 'অকাজ' শব্দের 'অ' উপসর্গ অর্থের কী ঘটিয়েছে?
● সংকোচন
খ. পরিবর্তন
গ. পরিবর্ধন
ঘ. স¤প্রসারণ
৪৫. অঘারাম বাস করে অজপাড়া গাঁয়ে- 'অঘা' ও 'অজ' কোন ধরনের উপসর্গ?
ক. বিদেশি
খ. তৎসম
● খাঁটি বাংলা
ঘ. আ উপসর্গ
৪৬. 'মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে'- এখানে নিম্নরেখ পদে কোন শ্রেণির উপসর্গের প্রয়োগ হয়েছে?
● বাংলা
৪৮. কয়টি উপসর্গ বাংলা ও তৎসম উভয়েই পাওয়া যায়?
ক. ২
ক. নাহক
খ. উপকূল
● নালায়েক
ঘ. নিম্ন
৩. ঈষৎ অর্থ প্রকাশ করছে কোন উপসর্গ যুক্ত শব্দটি?
ক. আখাম্বা
খ. অনভিজ্ঞ
● আরক্ত
ঘ. অনভিজ্ঞ
৪. নিচের কোনটি উপসর্গ?
ক. গুলো
● উপ
গ. টা
ঘ. ও
৫. 'পাতি' উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়?
ক. বিপরীত
খ. শূন্য
● ছোট
ঘ. নিম্ন
ক. আখাম্বা
খ. অনভিজ্ঞ
● আরক্ত
ঘ. অনভিজ্ঞ
৪. নিচের কোনটি উপসর্গ?
ক. গুলো
● উপ
গ. টা
ঘ. ও
৫. 'পাতি' উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়?
ক. বিপরীত
খ. শূন্য
● ছোট
ঘ. নিম্ন
৬. বাংলা ভাষায় কতগুলো উসপর্শ রয়েছে?
ক. কয়েকটি
খ. অর্ধশত
● অর্ধশতাধিক
ঘ. শতাধিক
ক. কয়েকটি
খ. অর্ধশত
● অর্ধশতাধিক
ঘ. শতাধিক
৭. একাধিক উপসর্গ ব্যবহৃত হয়ে তৈরি শব্দ কোনটি?
● সম্প্রদান
খ. অভিযোগ
গ. সম্পত্তি
ঘ. অত্যাচার
৮. উপসর্গের কী নেই?
ক. অস্তিত্ব
খ. বাস্তবতা
● অর্থ
ঘ. অর্থ-দ্যোতনা
৯. উপসর্গের কী আছে?
ক. অস্তিত্ব
খ. বাস্তবতা
● অর্থের দ্যোতনা তৈরির ক্ষমতা
ঘ. অর্থ-দ্যোতনা
১০. 'অনুগমন' শব্দে কী উপসর্গ ব্যবহৃত হয়েছে?
ক. বিকৃত
খ. অর্ধেক
গ. চমৎকার
● পিছনে
১১. অতিরিক্ত অর্থে উপসর্গ যুক্ত হয়েছে কোন শব্দে?
ক. অধিকার
● অত্যাচার
গ. সুকৌশল
ঘ. গরহাজির
১২. 'আজকাল ভদ্দরলোকদেরই হয়েছে হাভাত-জোভাত।'- বাক্যে কোন পদে উপসর্গ আছে?
ক. আজকাল
● হাভাত
গ. জোভাত
ঘ. ভদ্দরলোকদের
● সম্প্রদান
খ. অভিযোগ
গ. সম্পত্তি
ঘ. অত্যাচার
৮. উপসর্গের কী নেই?
ক. অস্তিত্ব
খ. বাস্তবতা
● অর্থ
ঘ. অর্থ-দ্যোতনা
৯. উপসর্গের কী আছে?
ক. অস্তিত্ব
খ. বাস্তবতা
● অর্থের দ্যোতনা তৈরির ক্ষমতা
ঘ. অর্থ-দ্যোতনা
১০. 'অনুগমন' শব্দে কী উপসর্গ ব্যবহৃত হয়েছে?
ক. বিকৃত
খ. অর্ধেক
গ. চমৎকার
● পিছনে
১১. অতিরিক্ত অর্থে উপসর্গ যুক্ত হয়েছে কোন শব্দে?
ক. অধিকার
● অত্যাচার
গ. সুকৌশল
ঘ. গরহাজির
১২. 'আজকাল ভদ্দরলোকদেরই হয়েছে হাভাত-জোভাত।'- বাক্যে কোন পদে উপসর্গ আছে?
ক. আজকাল
● হাভাত
গ. জোভাত
ঘ. ভদ্দরলোকদের
১৩. 'নালায়েক' শব্দে 'না' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
● অপূর্ণ
খ. মন্দ
গ. বিপরীত
ঘ. সদৃশ
১৪. চূড়ান্ত অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে?
● ভরজোয়ার
খ. প্রতিধ্বনি
গ. নিমখুন
ঘ. সংযোজন
১৫. 'রোহিঙ্গারা উদ্বাস্তু হয়ে গেছে।'- এ বাক্যে উপসর্গযোগে গঠিত পদ কোনটি?
ক. রোহিঙ্গারা
খ. হয়ে
গ. গেছে
● উদ্বাস্তু
১৬. মধ্যস্থ অর্থে উপসর্গ ব্যবহারের উদাহরণ কোনটি?
ক. কদবেল
● দরদালান
গ. প্রগতি
ঘ. দুর্বল
১৭. 'বিড়ই' শব্দে কী অর্থে উপসর্গ যুক্ত হয়েছে?
ক. বিপরীত
খ. সামান্য
● ভিন্ন
ঘ. তুল্য
১৮. 'কায়েস সাহেব জীবনের আশা পরিত্যাগ করেছেন।'- এ বাক্যে 'পরিত্যাগ' শব্দে কী অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে।
ক. বিরুদ্ধ
● সম্পূর্ণ
গ. অভাব
ঘ. প্রচন্ড
● অপূর্ণ
খ. মন্দ
গ. বিপরীত
ঘ. সদৃশ
১৪. চূড়ান্ত অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে?
● ভরজোয়ার
খ. প্রতিধ্বনি
গ. নিমখুন
ঘ. সংযোজন
১৫. 'রোহিঙ্গারা উদ্বাস্তু হয়ে গেছে।'- এ বাক্যে উপসর্গযোগে গঠিত পদ কোনটি?
ক. রোহিঙ্গারা
খ. হয়ে
গ. গেছে
● উদ্বাস্তু
১৬. মধ্যস্থ অর্থে উপসর্গ ব্যবহারের উদাহরণ কোনটি?
ক. কদবেল
● দরদালান
গ. প্রগতি
ঘ. দুর্বল
১৭. 'বিড়ই' শব্দে কী অর্থে উপসর্গ যুক্ত হয়েছে?
ক. বিপরীত
খ. সামান্য
● ভিন্ন
ঘ. তুল্য
১৮. 'কায়েস সাহেব জীবনের আশা পরিত্যাগ করেছেন।'- এ বাক্যে 'পরিত্যাগ' শব্দে কী অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে।
ক. বিরুদ্ধ
● সম্পূর্ণ
গ. অভাব
ঘ. প্রচন্ড
১৯. অল্প অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে?
● অবগুন্ঠন
খ. হাড়াত
গ. বেদখল
ঘ. পাতিহাঁস
২০. 'কদবেল' শব্দে 'কল' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. নেতি
● গৌণ
গ. অতিশয়
ঘ. প্রগতি
২১. উপসর্গ ব্যবহারে অর্থের সংকোচন ঘটেছে কোন শব্দে?
ক. গরহাজির
খ. সম্পূর্ণ
গ. অত্যাচার
● সুনজর
২২. উত্তম অর্থে উপসর্গ ব্যবহারের উদাহরণ কোনটি?
ক. অভিজ্ঞ
খ. নিমরাজি
● অভিজাত
ঘ. ভরপেট
২৩. 'সম্মুখ' শব্দে কী অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে?
ক. ভালো
খ. অতিশয়
● অবগুন্ঠন
খ. হাড়াত
গ. বেদখল
ঘ. পাতিহাঁস
২০. 'কদবেল' শব্দে 'কল' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. নেতি
● গৌণ
গ. অতিশয়
ঘ. প্রগতি
২১. উপসর্গ ব্যবহারে অর্থের সংকোচন ঘটেছে কোন শব্দে?
ক. গরহাজির
খ. সম্পূর্ণ
গ. অত্যাচার
● সুনজর
২২. উত্তম অর্থে উপসর্গ ব্যবহারের উদাহরণ কোনটি?
ক. অভিজ্ঞ
খ. নিমরাজি
● অভিজাত
ঘ. ভরপেট
২৩. 'সম্মুখ' শব্দে কী অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে?
ক. ভালো
খ. অতিশয়
● অভিমুখে
ঘ. সম্যক
২৪. প্র, পরা, অপ, সম, নি কোন উপসর্গের উদাহরণ?
ক. বাংলা উপসর্গ
● তৎসম উপসর্গ
গ. ফারসি উপসর্গ
ঘ. আরবি উপসর্গ
২৪. প্র, পরা, অপ, সম, নি কোন উপসর্গের উদাহরণ?
ক. বাংলা উপসর্গ
● তৎসম উপসর্গ
গ. ফারসি উপসর্গ
ঘ. আরবি উপসর্গ
২৫. উপসর্গ কী?
ক. ভাষায় ব্যবহৃত সর্বনাম
খ. ভাষায় ব্যবহৃত ক্রিয়াবাচক শব্দাংশ
● ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ
ঘ. ভাষায় ব্যবহৃত অব্যয়
২৬. উপসর্গের কাজ কী?
ক. বর্ণ সংস্করণ
● নতুন শব্দ গঠন
গ. যতি সংস্থাপন
ঘ. ভাবের পার্থক্য নিরূপণ
২৭. শব্দের আগে বসে কোনটি?
ক. অনুসর্গ
● উপসর্গ
গ. প্রত্যয়
ঘ. বিভক্তি
২৮. কোনটির অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে?
ক. অনুসর্গ
● উপসর্গ
গ. প্রত্যয়
ঘ. বিভক্তি
২৯. বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ মোট কয়টি?
ক. এগারোটি
খ. বাইশটি
● একুশটি
ঘ. আঠারোটি
৩০. নিচের কোন উপসর্গগুলো তৎসম ও বাংলায় পাওয়া যায়?
ক. অ, অঘা, অজ, অনা
● আ, সু, বি, নি
গ. আ, উপ, অপ, অপি
গ. আ, উপ, অপ, অপি
ঘ. অনা, ইতি, কু, সম
৩১. 'নিদাঘ' শব্দে 'নি' উপসর্গ কী অর্থে ব্যবহার হয়েছে?
● আতিশয্য
খ. নিষেধ
গ. নিশ্চয়
ঘ. অভাব
৩২. কোন গুচ্ছের সব কয়টি উপসর্গই খাঁটি বাংলা?
ক. আ, সু, অব, আড়
৩১. 'নিদাঘ' শব্দে 'নি' উপসর্গ কী অর্থে ব্যবহার হয়েছে?
● আতিশয্য
খ. নিষেধ
গ. নিশ্চয়
ঘ. অভাব
৩২. কোন গুচ্ছের সব কয়টি উপসর্গই খাঁটি বাংলা?
ক. আ, সু, অব, আড়
● অজ, আন, ইতি, পাতি
গ. ফি, নি, বি, সু
ঘ. কু, বি, এ, নি
৩৩. 'আমি অবেলাতে দিলাম পাড়ি অথৈ সায়রে' - এখানে 'অবেলা' শব্দের 'অ' কোন উপসর্গ?
● বাংলা
গ. ফি, নি, বি, সু
ঘ. কু, বি, এ, নি
৩৩. 'আমি অবেলাতে দিলাম পাড়ি অথৈ সায়রে' - এখানে 'অবেলা' শব্দের 'অ' কোন উপসর্গ?
● বাংলা
খ. ফারসি
গ. তৎসম
ঘ. হিন্দি
৩৪. অনেক সময় শব্দের শুরুতে একসঙ্গে একাধিক কী কে অনুসর্গ বসতে পারে?
ক. অনুসর্গ
● উপসর্গ
গ. প্রত্যয়
ঘ. বিভক্তি
৩৫. 'বিনির্মাণ' শব্দে 'মান' শব্দের পূর্বে কতটি উপসর্গ বসেছে?
● ২
৩৪. অনেক সময় শব্দের শুরুতে একসঙ্গে একাধিক কী কে অনুসর্গ বসতে পারে?
ক. অনুসর্গ
● উপসর্গ
গ. প্রত্যয়
ঘ. বিভক্তি
৩৫. 'বিনির্মাণ' শব্দে 'মান' শব্দের পূর্বে কতটি উপসর্গ বসেছে?
● ২
খ. ৫
গ. ৮
ঘ. ৯
৩৬. 'নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে' - কোনটির?
ক. অনুসর্গের
● উপসর্গের
গ. বিভক্তির
ঘ. পদাশ্রিত অব্যয়ের
৩৭. উপসর্গ কত প্রকার?
ক. ২
৩৬. 'নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে' - কোনটির?
ক. অনুসর্গের
● উপসর্গের
গ. বিভক্তির
ঘ. পদাশ্রিত অব্যয়ের
৩৭. উপসর্গ কত প্রকার?
ক. ২
● ৩
গ. ৮
ঘ. ৯
৩৮. 'সম' উপসর্গ যোগে গঠিত 'সম্পূর্ণ' শব্দটিতে অর্থের কী ঘটেছে?
● সম্প্রসারণ
খ. সংকোচন
গ. বিয়োজন
ঘ. সংযোজন
৩৯. 'গরহাজির' শব্দটি কী অর্থ প্রকাশ করে?
● বিপরীত
৩৮. 'সম' উপসর্গ যোগে গঠিত 'সম্পূর্ণ' শব্দটিতে অর্থের কী ঘটেছে?
● সম্প্রসারণ
খ. সংকোচন
গ. বিয়োজন
ঘ. সংযোজন
৩৯. 'গরহাজির' শব্দটি কী অর্থ প্রকাশ করে?
● বিপরীত
খ. অল্প
গ. অভাব
ঘ. সম্যক
৪০. 'অধি' উপসর্গ যোগে গঠিত 'অধিবাসী' শব্দটি কী দ্যোতনা প্রকাশ করে?
ক. অতিরিক্ত
ক. অতিরিক্ত
খ. অভাব
● মধ্যে
ঘ. বৃহৎ
৪১. 'অনা' উপসর্গ যোগে গঠিত 'অনাবৃষ্টি' শব্দটি কী দ্যোতনা প্রকাশ করে?
ক. অতিরিক্ত
৪১. 'অনা' উপসর্গ যোগে গঠিত 'অনাবৃষ্টি' শব্দটি কী দ্যোতনা প্রকাশ করে?
ক. অতিরিক্ত
● অভাব
গ. মধ্যে
ঘ. বৃহৎ
৪২. 'অপ' উপসর্গ যোগে গঠিত 'অপকর্ম' শব্দটি কী অর্থ প্রকাশ করে?
ক. পিছান
৪২. 'অপ' উপসর্গ যোগে গঠিত 'অপকর্ম' শব্দটি কী অর্থ প্রকাশ করে?
ক. পিছান
খ. তুল্য
গ. বাজে
● মন্দ
৪৩. কোন দুটি বাংলা উপসর্গ?
ক. কার, দর
● অঘা, কদ
গ. পরা, অধি
ঘ. পরা, প্র
৪৩. কোন দুটি বাংলা উপসর্গ?
ক. কার, দর
● অঘা, কদ
গ. পরা, অধি
ঘ. পরা, প্র
৪৪. 'অকাজ' শব্দের 'অ' উপসর্গ অর্থের কী ঘটিয়েছে?
● সংকোচন
খ. পরিবর্তন
গ. পরিবর্ধন
ঘ. স¤প্রসারণ
৪৫. অঘারাম বাস করে অজপাড়া গাঁয়ে- 'অঘা' ও 'অজ' কোন ধরনের উপসর্গ?
ক. বিদেশি
খ. তৎসম
● খাঁটি বাংলা
ঘ. আ উপসর্গ
৪৬. 'মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে'- এখানে নিম্নরেখ পদে কোন শ্রেণির উপসর্গের প্রয়োগ হয়েছে?
● বাংলা
খ. সংস্কৃত
গ. বিদেশি
ঘ. হিন্দি
৪৭. 'পাতি' ও 'ইতি' কোন উপসর্গ?
ক. তৎসম উপসর্গ
● খাঁটি বাংলা উপসর্গ
গ. বিদেশি উপসর্গ
ঘ. ফারসি উপসর্গ
৪৭. 'পাতি' ও 'ইতি' কোন উপসর্গ?
ক. তৎসম উপসর্গ
● খাঁটি বাংলা উপসর্গ
গ. বিদেশি উপসর্গ
ঘ. ফারসি উপসর্গ
৪৮. কয়টি উপসর্গ বাংলা ও তৎসম উভয়েই পাওয়া যায়?
ক. ২
● ৪
গ. ৮
ঘ. ৯
৪৯. 'নি' উপসর্গযোগে 'নিখাদ' কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. গতি অর্থে
ক. গতি অর্থে
● উত্তম অর্থে
গ. নিশ্চয় অর্থে
ঘ. 'নেই এমন' অর্থে
গ. নিশ্চয় অর্থে
ঘ. 'নেই এমন' অর্থে
৫০. কোনটি তৎসম উপসর্গ যোগে গঠিত শব্দ?
● বিফল
● বিফল
খ. নিপাত
গ. আলুনি
ঘ. সুনজর
৫১. 'সাজিরা' ও 'সালোয়ান' শব্দ দুটিতে 'সা' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. বিশিষ্ট
৫১. 'সাজিরা' ও 'সালোয়ান' শব্দ দুটিতে 'সা' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. বিশিষ্ট
খ. সঙ্গে
গ. নিকৃষ্ট
● উৎকৃষ্ট
৫২. 'অনুবাদ' শব্দে অনু উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. সঙ্গে
৫২. 'অনুবাদ' শব্দে অনু উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. সঙ্গে
● সাদৃশ্য
গ. সহজ
ঘ. নিশ্চয়
৫৩. 'অভি' কোন ভাষার উপসর্গ?
ক. বাংলা
৫৩. 'অভি' কোন ভাষার উপসর্গ?
ক. বাংলা
খ. আরবি
গ. ফারসি
● তৎসম
৫৪. 'আ' উপসর্গ যোগে গঠিত 'আরক্ত' শব্দটি কী দ্যোতনা প্রকাশ করে?
ক. উত্তম
৫৪. 'আ' উপসর্গ যোগে গঠিত 'আরক্ত' শব্দটি কী দ্যোতনা প্রকাশ করে?
ক. উত্তম
খ. সদৃশ
গ. সম্যক
● ঈষৎ
৫৫. 'উপ' উপসর্গ যোগে গঠিত 'উপকূল' শব্দটি কী দ্যোতনা প্রকাশ করে?
● নিকট
৫৫. 'উপ' উপসর্গ যোগে গঠিত 'উপকূল' শব্দটি কী দ্যোতনা প্রকাশ করে?
● নিকট
খ. সদৃশ
গ. পরিত্যক্ত
ঘ. উর্ধ্বে
৫৬. 'মন্দ' অর্থে 'দুঃ' উপসর্গ যোগে গঠিত শব্দ নিচের কোনটি?
ক. দুর্মূল্য
৫৬. 'মন্দ' অর্থে 'দুঃ' উপসর্গ যোগে গঠিত শব্দ নিচের কোনটি?
ক. দুর্মূল্য
● দুঃশাসন
গ. দুর্দিন
ঘ. ঊর্ধ্বে
৫৭. 'দুঃ' উপসর্গ যোগে গঠিত 'মুদ্রাগা' শব্দটি কী দ্যোতনা প্রকাশ করে?
ক. অধিক
৫৭. 'দুঃ' উপসর্গ যোগে গঠিত 'মুদ্রাগা' শব্দটি কী দ্যোতনা প্রকাশ করে?
ক. অধিক
● অল্প
গ. মন্দ
ঘ. নেতি
৫৮. 'নি' উপসর্গ যোগে গঠিত 'নিদারুণ' শব্দটি কী দ্যোতনা প্রকাশ করে?
ক. নেতি
৫৮. 'নি' উপসর্গ যোগে গঠিত 'নিদারুণ' শব্দটি কী দ্যোতনা প্রকাশ করে?
ক. নেতি
● অতিশয়
গ. অপূর্ণ
ঘ. অধিক
৫৯. 'নেই এমন' অর্থে 'নি' উপসর্গ যোগে গঠিত শব্দ নিচের কোনটি?
ক. নাহক
৫৯. 'নেই এমন' অর্থে 'নি' উপসর্গ যোগে গঠিত শব্দ নিচের কোনটি?
ক. নাহক
● নিখাদ
গ. নিদারুণ
ঘ. দুর্দান্ত
৬০. 'নিঃ' উপসর্গ যোগে গঠিত 'নিঃশেষ' শব্দটি কী অর্থ প্রকাশ করে?
ক. নেতি
৬০. 'নিঃ' উপসর্গ যোগে গঠিত 'নিঃশেষ' শব্দটি কী অর্থ প্রকাশ করে?
ক. নেতি
● পুরোপুরি
গ. অপূর্ণ
ঘ. অধিক
৬১. 'নিম' উপসর্গ যোগে গঠিত 'নিমখুন' শব্দটি কী দ্যোতনা প্রকাশ করে?
ক. বাইরে
৬১. 'নিম' উপসর্গ যোগে গঠিত 'নিমখুন' শব্দটি কী দ্যোতনা প্রকাশ করে?
ক. বাইরে
● প্রায়
গ. নেই
ঘ. এমন
৬২. 'পরি' উপসর্গ যোগে গঠিত 'পরিপন্থী' শব্দটি কী অর্থ প্রকাশ করে?
ক. সম্পূর্ণ
খ. অতিশয়
গ. বিপরীত
● বিরুদ্ধ
৬৩. প্রকৃষ্ট অর্থে 'প্রগতি' শব্দটি কী উপসর্গ যোগে গঠিত হয়েছে?
ক. পরি
৬২. 'পরি' উপসর্গ যোগে গঠিত 'পরিপন্থী' শব্দটি কী অর্থ প্রকাশ করে?
ক. সম্পূর্ণ
খ. অতিশয়
গ. বিপরীত
● বিরুদ্ধ
৬৩. প্রকৃষ্ট অর্থে 'প্রগতি' শব্দটি কী উপসর্গ যোগে গঠিত হয়েছে?
ক. পরি
● প্র
গ. পরা
ঘ. পাতি
৬৪. 'প্রতি' উপসর্গ যোগে গঠিত 'প্রতিহিংসা' শব্দটি কী দ্যোতনা প্রকাশ করে?
● পালটা
৬৪. 'প্রতি' উপসর্গ যোগে গঠিত 'প্রতিহিংসা' শব্দটি কী দ্যোতনা প্রকাশ করে?
● পালটা
খ. তুল্য
গ. প্রচণ্ড
ঘ. প্রকৃষ্ট
৬৫. 'নিন্দনীয়' অর্থে 'বজ্জাত' শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত?
● বদ
৬৫. 'নিন্দনীয়' অর্থে 'বজ্জাত' শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত?
● বদ
খ. ব
গ. বে
ঘ. বি
৬৬. 'বে' উপসর্গ যোগে গঠিত 'বেদখল' শব্দটি কী দ্যোতনা প্রকাশ করে?
৬৬. 'বে' উপসর্গ যোগে গঠিত 'বেদখল' শব্দটি কী দ্যোতনা প্রকাশ করে?
ক. বিশেষ
খ. ভিন্ন
● হৃত
ঘ. উগ্র
৬৭. 'বেআইন' শব্দটি 'বহির্ভূত' অর্থে কোন উপসর্গ যোগে গঠিত হয়েছে?
ক. বদ
৬৭. 'বেআইন' শব্দটি 'বহির্ভূত' অর্থে কোন উপসর্গ যোগে গঠিত হয়েছে?
ক. বদ
খ. ব
● বে
ঘ. বি
৬৮. 'ভর' উপসর্গ যোগে গঠিত 'ভরপেট' শব্দটি যে দ্যোতনা প্রকাশ-
ক. বহির্ভূত
৬৮. 'ভর' উপসর্গ যোগে গঠিত 'ভরপেট' শব্দটি যে দ্যোতনা প্রকাশ-
ক. বহির্ভূত
● পূর্ণ
গ. চূড়ান্ত
ঘ. বদ
৬৯. 'চূড়ান্ত' অর্থে 'ভরজোয়ার' শব্দটি যে উপসর্গ দ্বারা গঠিত হয়েছে-
ক. বদ
৬৯. 'চূড়ান্ত' অর্থে 'ভরজোয়ার' শব্দটি যে উপসর্গ দ্বারা গঠিত হয়েছে-
ক. বদ
খ. ব
● ভর
ঘ. বি
৭০. 'সংযোজন' শব্দটি যে উপসর্গ যোগে গঠিত হয়েছে-
ক. বদ
৭০. 'সংযোজন' শব্দটি যে উপসর্গ যোগে গঠিত হয়েছে-
ক. বদ
খ. স
● সম
ঘ. বি
৭১. 'সুকন্ঠ' শব্দের 'সু' উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. সহজ
খ. আতিশয্য
গ. আধিকা
● উত্তম
৭২. কোনটি বাংলা উপসর্গযোগে গঠিত শব্দ?
● সুদিন
৭১. 'সুকন্ঠ' শব্দের 'সু' উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. সহজ
খ. আতিশয্য
গ. আধিকা
● উত্তম
৭২. কোনটি বাংলা উপসর্গযোগে গঠিত শব্দ?
● সুদিন
খ. সুগম
গ. সুধীর
ঘ. সুভল
৭৩. 'হা' উপসর্গ যোগে গঠিত 'হাভাত' শব্দটি কী অর্থ প্রকাশ করে?
ক. ভালো
৭৩. 'হা' উপসর্গ যোগে গঠিত 'হাভাত' শব্দটি কী অর্থ প্রকাশ করে?
ক. ভালো
● অভাব
গ. চমৎকার
ঘ. অভিমুখে
৭৪. নিচের কোন শব্দটি ফারসি উপসর্গ যোগে গঠিত?
ক. বাজে খরচ
খ. আকণ্ঠ
● কারখানা / বদনাম
৭৪. নিচের কোন শব্দটি ফারসি উপসর্গ যোগে গঠিত?
ক. বাজে খরচ
খ. আকণ্ঠ
● কারখানা / বদনাম
ঘ. অবগাহন
৭৫. কোন শব্দটি ফারসি উপসর্গযোগে গঠিত?
ক. লাপাত্তা
● বকলম
গ. হরকিসিম
ঘ. আমদরবার
৭৫. কোন শব্দটি ফারসি উপসর্গযোগে গঠিত?
ক. লাপাত্তা
● বকলম
গ. হরকিসিম
ঘ. আমদরবার
No comments
Thank you, best of luck