ads

লিচু চোর |। কাজী নজরুল ইসলাম |। Lichu chor | Kazi Nazrul Islam |




বাবুদের তাল-পুকুরে

হাবুদের ডাল্-কুকুরে

সে কি বাস্ করলে তাড়া,

বলি থাম, একটু দাড়া!

পুকুরের ঐ কাছে না

লিচুর এক গাছ আছে না

হোথা না আস্তে গিয়ে

য়্যাব্বড় কাস্তে নিয়ে

গাছে গ্যে যেই চ’ড়েছি

ছোট এক ডাল ধ’রেছি,

ও বাবা মড়াৎ করে

প’ড়েছি সরাৎ জোরে!

পড়বি পড়্ মালীর ঘাড়েই,

সে ছিল গাছের আড়েই

ব্যাটা ভাই বড় নচ্ছার,

ধুমাধুম গোটা দুচ্চার,

দিলে খুব কিল ও ঘুসি

একদম জোরসে ঠুসি!

আমিও বাগিয়ে থাপড়

দে হাওয়া চাগিয়ে কাপড়

লাফিয়ে ডিঙনু দেয়াল,

দেখি এক ভিটরে শেয়াল!

আরে ধ্যাৎ শেয়াল কোথা?

ভেলোটা দাড়িয়ে হোতা!

দেখে যেই আঁতকে ওঠা। 

কুকুরও জুড়লো ছোটা!

আমি কই কম্ম কাবার

কুকুরেই করবে সাবাড়!

“বাবা গো মাগো” বলে’

পাঁচিলের ফোঁকল গলে’

ঢুকি গ্যে’ বোসদের ঘরে,

যেন প্রাণ আসলো ধড়ে!

যাব ফের? কান মলি ভাই,

চুরিতে আর যদি যাই!

তবে মোর নামই মিছা!

কুকুরের চামড়া খিঁচা

সেকি ভাই যায়রে ভুলা-

মালীর ঐ পিটুনিগুলা!

কি বলিস? ফের হপ্তা?

তওবা-নাক খপতা!

No comments

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.