ads

গুগলকে ৫ লাখ ১৫ হাজার ডলার জরিমানা

 

ইউটিউবে এক পদস্থ রাজনীতিবিদের বিরুদ্ধে ‘অপপ্রচার’ চালিয়ে তার রাজনৈতিক জীবন নষ্ট করার দায়ে গুগলকে জরিমানা করা হয়েছে। অস্ট্রেলিয়ার এক আদালতের নির্দেশ, ঐ রাজনীতিবিদকে ৫ লাখ ১৫ হাজার ডলার ক্ষতিপূরণ দিতে হবে। কারণ গুগলের অদূরদর্শিতার জন্যই ঐ নেতাকে সময়ের আগে তার কেরিয়ারে ইতি টানতে হয়েছে। 

অস্ট্রেলিয়ার ঐ রাজনীতিবিদের নাম জন বারিলারো। তিনি অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল প্রদেশ নিউ সাউ ওয়েলসের উপ-প্রধান।




অস্ট্রেলীয় আদালত জানিয়েছে, জনকে আক্রমণ করে ইউটিউবে দুটি ভিডিও শেয়ার করেছিলেন এক রাজনৈতিক ধারাভাষ্যকার। সেই ভিডিও দুটি ইউটিউবে ৮ লাখবার দেখা হয়েছে। ভিডিও দুটি থেকে লাখ লাখ ডলার আয় করেছে ইউটিউব, যার মালিকানা গুগলের।

স্মার্টফোন বাজারে ধসের শঙ্কাস্মার্টফোন বাজারে ধসের শঙ্কা

অস্ট্রেলিয়ার ঐ আদালতের বিচারক ভিডিও দুটি প্রসঙ্গে বলেছেন, যেভাবে ঐ ভিডিওগুলোতে অস্ট্রেলীয় রাজনীতিককে আক্রমণ করা হয়েছে তা হিংসামূলক প্রচার বললেও কম বলা হয়।

আদালতের বক্তব্য, কোনো প্রমাণ ছাড়াই এমন সম্মানহানি করার এবং অপপ্রচার চালানোর খেসারত গুগলকে দিতেই হবে।

No comments

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.