ads

আবেদন_পত্র_লেখার_নিয়ম #আবেদনপত্র_লেখার_নিয়মকানুন: #Prodioto_52_TV #How_to_write_an_application_letter #

 #Prodioto_52_TV
#How_to_write_an_application_letter
#আবেদন_পত্র_লেখার_নিয়ম
#আবেদনপত্র_লেখার_নিয়মকানুন:

নিচের ভিডিয়ো লেকচারে এ তিনটি আবেদন পত্রের নমুনা পাবে।
১. বড়ো বোনের বিয়ে উপলক্ষ্যে অগ্রিম ছুটি চেয়ে আবেদন
২. শিক্ষা সফরে প্রেরণের জন্য আবেদন
৩. ছাত্রকল্যাণ তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন


আবেদনপত্র : ছুটি, প্রশংসাপত্র, বদলি বা কোনো সহযোগিতা চেয়ে বা কোনো পদে নিয়োগপ্রাপ্তির জন্য বা কোনো অসুবিধার কথা জানিয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে যে আনুষ্ঠানিক পত্র লেখা হয়, তাকে দরখাস্ত বা আবেদনপত্র বলে। আবদেনপত্রের বৈশিষ্ট্য: ১. আবেদনপত্র অবশ্যই শুদ্ধ, সুলিখিত হতে হবে। ২. আবেদনপত্র হবে সম্পূর্ণ। ৩. আবেদনপত্রে ভাষাগত কোনো ত্রুটি থাকবে না। ৪. সুন্দর, নির্ভুল, সুলিখিত দরখাস্ত প্রার্থীর যোগ্যতা, দক্ষতা, শিক্ষার পরিচয় প্রদান করে। আর এ ধরনের আবেদনপত্রের মাধ্যমে কর্তৃপক্ষ আবেদনকারী সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করে। এ কারণে আবেদন সহজে মঞ্জুর হওয়ার সম্ভাবনা তৈরি হয়। ৫. আবেদনপত্রে প্রয়োজনীয় সব তথ্য থাকা আবশ্যক। ৬. আবেদনপত্র ঘষামাজা, কাটাকাটি করা যাবে না। ৭. আবেদনপত্রে প্রয়োজনীয় মার্জিন থাকতে হবে। পৃষ্ঠার উপরে এবং বামে প্রয়োজনীয় মার্জিন রেখে দরখাস্ত লিখতে হবে। ৩. বড়ো বোনের বিয়ে উপলক্ষ্যে প্রধান শিক্ষকের নিকট অগ্রিম ছুটির আবেদন। 


২৩ জানুয়ারি, ২০২০ খ্রিষ্টাব্দ প্রধান শিক্ষক  কার্তিকপুর উচ্চ বিদ্যালয় ঢাকা। বিষয় : বড় বোনের বিয়ে  উপলক্ষ্যে অগ্রিম ছুটি মঞ্জুরের আবেদন। মহোদয়, বিনীত নিবেদন এই যে, আগামী ২রা ফেব্রুয়ারি, ২০২০ খ্রিষ্টাব্দ আমার বড় বোনের বিয়ে। উক্ত অনুষ্ঠানের বিভিন্ন কাজের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। এ কারণে আগামী ৩১ জানুয়ারি থেকে ০৪ ফেব্রুয়ারি পর্যন্ত আমার ছুটি প্রয়োজন। ছুটি পেলে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করে পরিবারকে সাহায্য করতে পারব। অতএব, মহোদয়ের নিকট আমার আকুল আবেদন, আমাকে উক্ত পাঁচ দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন। বিনীত নিবেদক, ‘ক’ শ্রেণি : সপ্তম রোল নম্বর : ১⦿ আবেদন পত্র লিখারনিয়ম




একটি আবেদন পত্রের অংশগুলো দেখে নেওয়া যাক: ⦿ ১. তারিখ ⦿ ২. পত্র প্রাপকের নাম ও ঠিকানা ⦿ ৩. বিষয় ⦿ ৪. সম্ভাষণ ⦿৫. মূল পত্রাংশ ⦿ ৬. বিদায় সম্ভাষণ ⦿ ৭. নাম স্বাক্ষর ⦿ ৮. পত্র প্রেরকের ঠিকানা ⦿ ৯. সংযুক্তি (প্রয়োজনীয় ক্ষেত্রে) ⦿ ১০. খাম #আবেদনপত্রলিখারনিয়ম #Prodioto_52_TV









3 comments:

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.