ষষ্ঠ শ্রেণি, বাংলা দ্বিতীয় পত্র, নমুনা প্রশ্ন
প্রিয় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ শুভেচ্ছা,
যেহেতু তোমাদের ১ম সাময়িক পরীক্ষায় প্রশ্নের ধরন ও মানবণ্টন এবার পরিবর্তিত হয়েছে তাই তোমাদের সুবিধার্থে বাংলা দ্বিতীয় পত্রের একটি নমুনা প্রশ্ন তোমাদের জন্য দেওয়া হলো। আমরা আশা করি এতে তোমরা উপকৃত হবে। তোমরা এভাবে প্রস্তুতি নিবে। তোমাদের আগামী সুন্দর ও সার্থক হোক এই শুভকামনা রইল।
বাংলা বিভাগ
ষষ্ঠ শ্রেণি
বাংলা দ্বিতীয় পত্র
প্রথম সাময়িক পরীক্ষার নমুনা প্রশ্ন
১. এক শব্দে বা এককথায় উত্তর দাও: ১০x১=১০ ক. ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান কত?
খ. আঞ্চলিক ভাষার অপর নাম কী?
গ. সম্মুখ স্বরধ্বনিগুলো কী কী?
ঘ. তালব্য ধ্বনি কাকে বলে?
ঙ. স্বরসন্ধি কাকে বলে?
চ. ইত্যাদি শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
ছ. সমার্থ শব্দ কাকে বলে?
জ. লোচন শব্দটি কোন শব্দের সমার্থ শব্দ?
ঝ. অপচয় শব্দের বিপরীত শব্দ কী?
ঞ. অকালে পেকেছে যে-বাক্যটির বাক্য সংকোচন করো।
২. সংক্ষিপ্ত প্রশ্ন: (যে কোনো ২ টি) ৫ x ২=১০
ক. ভাষার লিখন ব্যবস্থা কত প্রকার ও কী কী ? সংক্ষেপে লেখো।
খ. সূত্রসহ সন্ধি বিচ্ছেদ কর পরমাণু, অতীত, স্বেচ্ছা, জনৈক, নয়ন।
গ. বিপরীত শব্দ লেখো অগ্র, অণু, অধিক, অপচয়, আদর।
৩. পত্র-দরখাস্ত লেখো: (যেকোনো ১টি) ৫x২=১০
ক. মনে করো তোমার নাম জসীম। এখন পরীক্ষার প্রস্তুতির কথা জানিয়ে তোমার বাবার কাছে একটি পত্র লেখো।
খ. মনে করো তোমার নাম শিহাব। তুমি কুমিল্ল জিলা স্কুলের একজন ছাত্র। এখন বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য ছুটি চেয়ে একটি আবেদন পত্র লেখো।
৪. ভাবসম্প্রসারণ করো: (যে-কোনো ১টি) ১০
ক. কীর্তিমানের মৃত্যুনাই।
খ. স্বাস্থ্যই সকল সুখের মূল।
৫. রচনা লেখো: (যে-কোনো ১টি) ১৫
ক. ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য।
খ. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
গ. পরিবেশ দূষণ ও তার প্রতিকার।
ক. মনে করো তোমার নাম জসীম। এখন পরীক্ষার প্রস্তুতির কথা জানিয়ে তোমার বাবার কাছে একটি পত্র লেখো।
খ. মনে করো তোমার নাম শিহাব। তুমি কুমিল্ল জিলা স্কুলের একজন ছাত্র। এখন বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য ছুটি চেয়ে একটি আবেদন পত্র লেখো।
৪. ভাবসম্প্রসারণ করো: (যে-কোনো ১টি) ১০
ক. কীর্তিমানের মৃত্যুনাই।
খ. স্বাস্থ্যই সকল সুখের মূল।
৫. রচনা লেখো: (যে-কোনো ১টি) ১৫
ক. ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য।
খ. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
গ. পরিবেশ দূষণ ও তার প্রতিকার।
sir আমাদের কি ৫৫ নম্বর এর পরিক্ষা হবে?
ReplyDeleteJioy
Delete