ads

পঞ্চম শ্রেণি, বাংলা প্রথম পত্র, নমুনা প্রশ্ন

প্রিয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীবৃন্দ শুভেচ্ছা,
যেহেতু তোমাদের ১ম সাময়িক পরীক্ষায় প্রশ্নের ধরন ও মানবণ্টন এবার পরিবর্তিত হয়েছে তাই তোমাদের সুবিধার্থে বাংলা প্রথম পত্রের একটি নমুনা প্রশ্ন তোমাদের জন্য দেওয়া হলো। আমরা আশা করি এতে তোমরা উপকৃত হবে। তোমরা এভাবে প্রস্তুতি নিবে। তোমাদের আগামী সুন্দর ও সার্থক হোক এই শুভকামনা রইল।


সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ

বাংলা বিভাগ

পঞ্চম শ্রেণি,  বাংলা প্রথম পত্র

প্রথম সাময়িক পরীক্ষার নমুনা  প্রশ্ন

১. এককথায় উত্তর দাও।  ১×৪ =৪

ক.  সংকল্প কবিতায়  কারা দেশ হতে দেশান্তরে ছুটছে?

খ.  কবি কী হাতের মুঠোয় পুরে দেখতে চান?

গ.  ফুটবল খেলোয়াড় কবিতায় মেসের চাকর হয়রান হয় কেন?

ঘ.  ইমদাদ হক কষ্টকে পরোয়া না করে খেলে কেন?

ঙ.  হাতিটির মেজাজ কেমন ছিল?

চ.   শহিদ ছেলের দান বলতে কী বোঝানো হয়েছে?

ছ.  বাংলাদেশে বাঙালি ছাড়াও কারা বসবাস করে?

জ.  শহরে শব্দ দূষণ হয় কেন?

ঝ.  নান্নু মিয়া কে ছিলেন?

ঞ. ফেব্রুয়ারির গান কবিতায় কয় ধরনের সুরের কথা বলা হয়েছে?

 

২.  সংক্ষেপে উত্তর দাও ( যে কোনো তিনটি) ৫×৩=১৫

ক.  কবি বদ্ধ ঘরে থাকতে চান না কনে?

খ.  প্রভাত বেলায় ইমদাদ হকের বিছানা শূন্য পড়ে থাকে কেন?

গ.  বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কীভাবে শহিদ হলেন?

ঘ.  বাংলাদেশকে বৈচিত্র্যময়  দেশ বলা হয় কেন?

ঙ.  বনের  সবাই মিলে হাতিটিকে সায়েস্তা করল কেন?

 

৩. প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে নিচের  প্রশ্নের  উত্তর দাও  ৫×২=১০

    ১৯৭১ সালের ২৫শে মার্চের কাল রাত্রে এই দেশে হানাদার পাকিস্তানি সেনাবাহিনী নির্বিচারে  বাঙালির উপর হত্যাযজ্ঞের সূচনা করলে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ২৬শে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দিলে তাকে গ্রেফতার করে  কারাগারে  নিয়ে যাওয়া হয়। তার আহ্বানে সাড়া দিয়ে লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এর আগে ৭ই মার্চের ভাষণে  তিনি বলেছিলেন “এবারের সংগ্রাম স্বধিীনতার সংগ্রাম। মুক্তিযুদ্ধের নয়মাস  করাগারে বন্দি থাকলেও তাঁর স্বাধীনতার ডাক কোটি মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা হয়ে বেজে উঠেছে  চারদিকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ছিলেন স্বাধীনতাকামী বাঙালির আশা-ভরসার আশ্রয়স্হল।

.  স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অবদান ব্যাখ্যা করো।

.  আমরা বাঙালিরা কেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে শ্রদ্ধা করব তা পাঁচটি বাক্যে লেখো।

 

৪.  সংকল্প কবিতার মূলভাব লেখো।×১=৫

 

৫.  রচনা লেখো  ( যে কোনো একটি)  ১০×১=১০

ক . একজন বীরশ্রেষ্ঠ – ভূমিকা, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, বীরশ্রেষ্ঠের বীরগাঁথা/অবদান, আন্তিম শয়ান, উপসংহার

খ.  আমাদের দেশ- ভূমিকা, ভৌগলিক অবস্থান, বৈচিত্র্র্র্যময় বাংলাদেশ, উৎসবমুখোর বাংলাদেশ, পেশা ও বৈচিত্র্যময় জীবনযাপণ, উপসংহার

গ.  নববর্ষ- সূচনা, তাৎপর্য, নববর্ষ উদ্.যাপন, হালখাতা, বৈশাখী মেলা, পয়লা বৈশাখের গুরুত্ব, উপসংহার।   


No comments

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.