ads

অষ্টম শ্রেণি, বাংলা দ্বিতীয় পত্র, নমুনা প্রশ্ন

 প্রিয় অষ্টম শ্রেণির শিক্ষার্থীবৃন্দ শুভেচ্ছা,

যেহেতু তোমাদের ১ম সাময়িক পরীক্ষায় প্রশ্নের ধরন ও মানবণ্টন এবার পরিবর্তিত হয়েছে তাই তোমাদের সুবিধার্থে বাংলা দ্বিতীয় পত্রের  সংক্ষিপ্ত নমুনা প্রশ্ন তোমাদের জন্য দেওয়া হলো। আমরা আশা করি এতে তোমরা উপকৃত হবে। তোমরা এভাবে প্রস্তুতি নিবে। তোমাদের আগামী সুন্দর ও সার্থক হোক এই শুভকামনা রইল।



সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ
অষ্টম শ্রেণি, বাংলা দ্বিতীয় পত্র
সংক্ষিপ্ত প্রশ্নের নমুনা, প্রতিটি প্রশ্নের মান ৫
১. উদাহরণসহ সাধু ভাষারীতির পাঁচটি বৈশিষ্ট্য লেখো।

২. উদাহরণসহ চলিত ভাষারীতির পাঁচটি বৈশিষ্ট্য লেখো।

৩. উদাহরণসহ সাধু ও চলিত ভাষারীতির মধ্যে তিনটি পার্থক্য দেখাও।

৪. ম-ফলার উচ্চারণের তিনটি নিয়ম বা সূত্র উদাহরণসহ লেখো।

৫. ব-ফলার উচ্চারণের তিনটি নিয়ম বা সূত্র উদাহরণসহ লেখো।

৬. বিসর্গসন্ধি বিচ্ছেদের তিনটি সূত্র বা নিয়ম লিখে উদাহরণ দাও।

৭. লিঙ্গান্তরের তিনটি নিয়ম উদাহরণসহ লেখো।

৮. সংজ্ঞাসহ উদাহরণ দাও (৩টি): যৌগিক ক্রিয়া, সকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া।

৯. মৌলিক ধাতুর শ্রেণিকরণের সংজ্ঞাসহ উদাহরণ দাও।

১০.সাধিত ধাতুর শ্রেণিকরণের সংজ্ঞাসহ উদাহরণ দাও।




1 comment:

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.