পঞ্চম শ্রেণি, বাংলা ২য় পত্র, নমুনা প্রশ্ন
পঞ্চম শ্রেণি,
বাংলা ২য় পত্র,
প্রথম সাময়িক পরীক্ষার নমুনা প্রশ্ন,
বাংলা বিভাগ,
প্রিয় ৫ম শ্রেণির শিক্ষার্থীবৃন্দ শুভেচ্ছা,
যেহেতু তোমাদের ১ম সাময়িক পরীক্ষায় প্রশ্নের ধরন ও মানবণ্টন এবার পরিবর্তিত হয়েছে তাই তোমাদের সুবিধার্থে একটি নমুনা প্রশ্ন তোমাদের জন্য দেওয়া হলো। আমরা আশা করি এতে তোমরা উপকৃত হবে। তোমরা এভাবে প্রস্তুতি নিবে। তোমাদের আগামী সুন্দর ও সার্থক হোক এই শুভকামনা রইল।
১. এক বাক্যে উত্তর দাও। ১০×১=১০
ক. মানুষের ভাব প্রকাশের মাধ্যম কী?
খ. মাতৃভাষা কী?
গ. মৌখিক ভাষা কাকে বলে?
ঘ. যে শ্রাস্ত্র পাঠ করলে ভাষা শুদ্ধ ভাবে পড়তে ও লিখতে পারা যায় তাকে কী বলে?
ঙ. লিঙ্গ ও সন্ধি ব্যকরণের কোন অংশে আলোচনা করা হয়?
চ. গলনালি থেকে ঠোঁট পর্যন্ত মুখের ভেতরের অংশকে কী বলে?
ছ. সমুদ্র শব্দের প্রতিশব্দ কী?
জ. অনুকূল শব্দের বিপরীতার্থক অর্থ কী?
ঝ. এককথায় প্রকাশ কর -কষ্টে লাভ করা যায় যা ।
ঞ. মাত্রাহীণ বর্ণ কয়টি ?
২. সংক্ষেপে উত্তর দাও ( যে কোনো ৩ টি) ৫×৩=১৫
ক. ভাষা কাকে বলে ? ভাষা সম্পর্কে তিনজন ভাষাবিদের সংজ্ঞা দাও?
খ. সাধু ও চলিত ভাষার ৫টি পার্থক্য লেখো।
গ. বাংলা ব্যকরণের উৎপত্তি অলোচনা করো।
ঘ. ব্যাকরণ পাঠের ৫টি প্রয়োজনীয়তা লেখো।
৩. প্রদত্ত যুক্তবর্ণগুলো বিভাজন করে দেখাও: ৫
ক্ষ, ত্ম .ঞ্চ,ত্ত,ষ্ণ
ক. ভাষা কাকে বলে ? ভাষা সম্পর্কে তিনজন ভাষাবিদের সংজ্ঞা দাও?
খ. সাধু ও চলিত ভাষার ৫টি পার্থক্য লেখো।
গ. বাংলা ব্যকরণের উৎপত্তি অলোচনা করো।
ঘ. ব্যাকরণ পাঠের ৫টি প্রয়োজনীয়তা লেখো।
৩. প্রদত্ত যুক্তবর্ণগুলো বিভাজন করে দেখাও: ৫
ক্ষ, ত্ম .ঞ্চ,ত্ত,ষ্ণ
৪. যে কোনো বকেটি বিষয়ে পত্র লেখো: ৫
ক. মনে করো তোমার নাম সাহাদ তোমার বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে জানিয়ে তোমার বন্ধু সাকিফকে একটি পত্র লেখো।
খ. তোমার বিদ্যালয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদ্ যাপণ সম্পর্কে জানিয়ে তোমার ভাইকে একটি পত্র লেখো।
ক. মনে করো তোমার নাম সাহাদ তোমার বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে জানিয়ে তোমার বন্ধু সাকিফকে একটি পত্র লেখো।
খ. তোমার বিদ্যালয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদ্ যাপণ সম্পর্কে জানিয়ে তোমার ভাইকে একটি পত্র লেখো।
৫. রচনা লেখো (যে কোনো একটি) ১০
ক. বাংলাদেশের মুক্তিযুদ্ধ; (ভূমিকা, পটভূমি, ইতিহাস, প্রবাসী সরকার গঠন , পাকবাহিনীর আত্মসমর্পণ, উপসংহার।
খ. মৃৎশিল্প; ভূমিকা, মৃৎশিল্প কী, বাংলাদেশের মৃৎশিল্প, মৃৎশিল্পের প্রয়োগ , দেশে মৃৎশিল্পের সমস্যা ও সম্ভাবনা , উপসংহার
গ. সোনালি আঁশ পাট: সূচনা, উৎপত্তিস্থান, চাষের নিয়ম, উপকারিতা, অপকারিতা, উপসংহার
৬. মনে করো তোমার নাম শুভ তুমি বিদ্যালয়ের লাইব্রেরি হতে বই নিতে চাও। এ কারণে নিচের ফরমটি পূরণ করো। ৫
খ. মৃৎশিল্প; ভূমিকা, মৃৎশিল্প কী, বাংলাদেশের মৃৎশিল্প, মৃৎশিল্পের প্রয়োগ , দেশে মৃৎশিল্পের সমস্যা ও সম্ভাবনা , উপসংহার
গ. সোনালি আঁশ পাট: সূচনা, উৎপত্তিস্থান, চাষের নিয়ম, উপকারিতা, অপকারিতা, উপসংহার
৬. মনে করো তোমার নাম শুভ তুমি বিদ্যালয়ের লাইব্রেরি হতে বই নিতে চাও। এ কারণে নিচের ফরমটি পূরণ করো। ৫
লাইব্রেরি ফরম
৩.মাতার নাম :
৪.শ্রেণি :
৫.রোল নম্বর :
৬.বইয়ের নাম :
৭.বইয়ের কোড :
৮.বই গ্রহণের তারিখ :
৯.বইফেরতের তারিখ :
শিক্ষার্থীর স্বাক্ষর
No comments
Thank you, best of luck