ads

বাংলা দ্বিতীয় পত্র, অষ্টম শ্রেণি, ভাবসম্প্রসারণ , পতিতপাবন মণ্ডল (পাবন) বাংলা বিভাগীয় প্রধান, সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা-১১০০।


করিতে পারি না কাজ
সদা ভয়, সদা লাজ
সংশয়ে সংকল্পে সদা টলে
পাছে লোকে কিছু বলে।
ভাবসম্প্রসারণ : 
দুর্বল মনের মানুষের সারাক্ষণের সাথি হলো-ভয় ও সংকোচ। কথা বলতে তারা দ্বিধা-দ্বন্দ্বে ভােগে। কোনাে কাজ করতে গেলেও তাদের মনে সংশয় থাকে। ফলে মনের কথাটা প্রয়ােজন মতাে তারা বলতে পারে না। আবার শুভ কাজটাও সঠিক সময়ে সঠিকভাবে তারা করতে পারে না।

মানুষের জীবন কর্মমুখর। কাজের মাধ্যমেই মানবজীবনের সফলতা আসে। কাজ করতে গেলে ভুল হয় এবং ভুল থেকে শিক্ষা গ্রহণ করে মানুষ তার জীবনকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু এ পৃথিবীতে সবাই কর্মী নয়। কিছু অলস-অকর্মণ্য মানুষ আছে, যারা সব সময় অন্যের পেছনে লেগে থাকে। তাদের কাজের খুঁত ধরে, অন্যায় সমালোচনা করে। ফলে অনেক সময় কোনো কাজ করতে গেলে কেউ কেউ দ্বিধাগ্রস্ত হয় কে কী মনে করবে, কে কী সমালোচনা করবে এই সব ভেবে তারা বসে থাকে। যার জন্য কাজ এগোয় না।  

তাই যারা সমাজে অবদান রাখতে চায় তাদের দ্বিধা করলে চলবে না। দৃঢ় মনোবল নিয়ে লোকলজ্জা ও সমালোচককে উপেক্ষা করতে হবে। মানুষের কল্যাণে মহৎ কাজ করতে হলে ভয়ভীতি সংকোচকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে হবে।

No comments

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.