মা আমি তোমাকে কোনো দিন ছেড়ে যাব না।
চড়ুই পাখির ছানাটি মায়ের সহায়তায় সবে উড়তে শিখেছে। খুব চঞ্চল মাকে না বলে প্রায় উড়তে চেষ্টা করে ব্যথা পায়। এক দিন বাসা থেকে পড়ে গিয়ে পা ভেঙে যাওয়ার মতো হলে মা তাকে তাদের বাড়িতে আসা অতিথিদের সামনে প্রচণ্ড মারে। এতে ছানাটি কষ্ট পেয়ে ‘মা’কে না বলে বাসা থেকে চলে যেতে চায়। তখন কাছে আসে তার নানু-পাখিটি। নানু-পাখিটি ছানাটির মুখে চলে যাওয়ার কথা শুনে বলে, ‘ মা যেটা করেছে সেটা হয়তো ঠিক করেনি তবে, ও দিকে গিয়ে দেখ তোমার মা তোমাকে মার দেওয়ার কষ্টে অনেকক্ষণ ধরে কাঁদছে। ছানাটি তার ভুল বুঝতে পেরে মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে ‘ মা আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করো, আর কখনো এমন হবে না। আমি তোমাকে কোনো দিন ছেড়ে যাব না।
No comments
Thank you, best of luck