উপরোক্ত', 'উল্লেখিত', 'উপরোল্লিখিত', 'উপরে উল্লিখিত' নয়; লিখুন 'উল্লিখিত', 'উপরিউক্ত', 'উপর্যুক্ত', 'পূর্বোক্ত', 'প্রাগুক্ত
'উপর্যুক্ত'—বিশেষণ পদ হিসেবে অর্থ হলো পূর্বে কথিত বা উল্লেখ করা হয়েছে এমন।' '—বিশেষণ পদ হিসেবে অর্থ হলো ওপরে বা পূর্বে বলা হয়েছে এমন, উপর্যুক্ত, পূর্বোক্ত, প্রাগুক্ত ।
'উল্লিখিত'—বিশেষণ পদ হিসেবে অর্থ হলো ওপরে বা পূর্বে লিখিত, পূর্বোক্ত ।
'পূর্বোক্ত'—বিশেষণ পদ হিসেবে অর্থ হলো পূর্বে উক্ত ।
'প্রাগুক্ত'—বিশেষণ পদ হিসেবে অর্থ হলো পূর্বে উল্লেখ করা হয়েছে এমন ।
'উপরোক্ত' এবং উল্লেখকৃত বোঝাতে 'উল্লেখিত' ব্যবহারের দৃষ্টান্ত অভিধানে নেই বিধায় না লেখাই শ্রেয় ।
কেউ কেউ 'উপরে উল্লিখিত' কিংবা 'উপরোল্লিখিত' লিখে থাকেন । এখানে লক্ষণীয়, 'উল্লিখিত' শব্দের মধ্যেই 'ওপর' বা 'উপর' শব্দটি রয়েছে । এর সাথে আবার 'ওপর' বা 'উপর' শব্দ যুক্ত করলে বাহুল্য হয়ে যায় ।
সুতরাং 'উপরে উল্লিখিত' ও 'উপরোল্লিখিত' শব্দদ্বয়ের ব্যবহার বর্জনীয় ।
সূত্র :
১. বাংলা একাডেমির 'আধুনিক বাংলা অভিধান' ।
২. জনপ্রশাসন মন্ত্রণালয়ের 'সরকারি কাজে প্রমিত বাংলা ব্যবহারের নিয়ম' ।
পতিতপাবন মণ্ডল (পাবন)
No comments
Thank you, best of luck