ads

কী, কি এর ব্যবহার

কী, কি এর ব্যবহার

 বিস্ময়, প্রশ্ন ইত্যাদি অর্থে বিশেষণ এবং সর্বনাম রূপে স্বতন্ত্র পদ হিসেবে ‘কী’ ব্যবহৃত হয়।
যেমন—
কী সুন্দর! (বিস্ময়)
তোমার নাম কী? (প্রশ্ন)
পদ কত প্রকার ও কী কী? (প্রশ্ন)
বাংলাদেশের রাজধানীর নাম কী? (প্রশ্ন)
এখানে কী কাজে এসেছ? (প্রশ্ন)
সাধারণভাবে বলা যায়, W / H Question এর ক্ষেত্রে ‘কী’ ব্যবহৃত হবে।
অন্যদিকে,
সংশয়, অনুমতি বা প্রশ্ন বােঝাতে অব্যয় হিসেবে ‘কি’ ব্যবহৃত হয়।
যেমন—
রতন কি সত্যিই আসবে?’ (সংশয়)
আমি কি আসতে পারি? (অনুমতি প্রার্থনা)
তুমি কি রাতে খাবে? (প্রশ্ন)
অন্য একটি উদাহরণে বিষয়টি আরও স্পষ্ট করে বলা যেতে পারে-
তুমি কি এখন বই পড়বে?
এখানে শ্রোতা বই পড়বে কিনা তা জানতে চাওয়া হচ্ছে।
তুমি এখন কী বই পড়বে?
এখানে শ্রোতা কোন বইটি পড়বে তা জানতে চাওয়া হচ্ছে।
মনে রাখার বিষয়, উত্তর ছোটো বা বড়ো বিষয় না। তবে সহজে মনে রাখার জন্য বলা যায়- 
হ্যাঁ বা না দিয়ে যে প্রশ্নের উত্তর দেওয়া যায় সেখানে ‘কি’ ব্যবহৃত হয়।
যেমন : তুমি কি রাতে খাবে? উত্তর : না।
হ্যাঁ বা না দিয়ে যে প্রশ্নের উত্তর দেওয়া যায় না, উত্তরে অন্য কোনো পদ (বিশেষ্য, সর্বনাম, বিশেষণ) / বাক্য ব্যবহার করতে হয়। সেখানে ‘কী’ ব্যবহৃত হয়।
যেমন : তোমার নাম কী?
উত্তর: সনেট (বিশেষ্য) / আমার নাম সনেট (বাক্য)

পতিতপাবন মণ্ডল (পাবন) 
বাংলা বিভাগীয় প্রধান,  
সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ। ঢাকা-১১০০


No comments

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.