ads

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৬ লাখ আসন শূন্য থাকছে

দেশের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দুই-তৃতীয়াংশ আসনই শূন্য থাকবে। ২ হাজার ৯০৭টি বিদ্যালয়ে ৯ লাখ ৪০ হাজার ৮০৭ শূন্য আসনে ভর্তির আবেদন আহ্বান করা হয়। এসব আসনে ৩ লাখ ৬৪ হাজার ৭০৭ জন শিক্ষার্থী আবেদন করেছে।
সেই হিসাবে বাকি আসন প্রার্থীর অভাবে শূন্য থাকবে। এরপরও পূর্ব ঘোষণা অনুযায়ী লটারির মাধ্যমে শিক্ষার্থীদের পছন্দের বিদ্যালয় নির্বাচন করা হবে।
আজ রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে এ লটারি অনুষ্ঠিত হবে। শনিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ তথ্য জানা গেছে।
এতদিন এসব বেসরকারি বিদ্যালয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তি করে আসছে। কিছু বিদ্যালয়ে ভর্তিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠায় প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ভর্তি কার্যক্রম শুরু হয়। এর অংশ হিসাবে ২৫ নভেম্বর অনলাইন আবেদন নেয়া শুরু হয়। ১৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত চলে এ কার্যক্রম।
সংশ্লিষ্টরা জানান, ৩ লাখ ৬৮ হাজার ৭০৭ শিক্ষার্থী আবেদন করলেও তাদের কেউ একটি আবার কেউ ২-৫টি আবেদন করেছে। ফলে মোট আবেদন সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ১৪ হাজার ৮২১টি।



No comments

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.