বার্ষিক পরীক্ষা হচ্ছে না প্রাথমিকে
প্রাথমিক বিদ্যালয়ে হবে না বার্ষিক পরীক্ষা। বাড়ির কাজ, অ্যাসাইনমেন্ট ইত্যাদি কার্যক্রমে শিক্ষার্থীরা নিয়মিত অংশগ্রহণ করছে। এসব মূল্যায়ন করেই নিজ নিজ প্রতিষ্ঠান শিক্ষার্থীদের পরের শ্রেণিতে উত্তীর্ণ করবে। চলতি বছর প্রাথমিকের কোনো শ্রেণিতে বার্ষিক পরীক্ষা হচ্ছে না। শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠান ইতোমধ্যে নেয়া পরীক্ষাসহ মূল্যায়ন করে তাদের পরবর্তী শ্রেণিতে উন্নীত করবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান তুহিন সোমবার এ তথ্য জানান।
ছবি: সংগৃহীত |
তিনি বলেন, ‘প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) হবে না। এ বিষয়ে সার-সংক্ষেপে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। ওই সিদ্ধান্তের আলোকেই পরীক্ষার বিষয়ে এই সিদ্ধান্ত হয়।’
নাম প্রকাশ না করার শর্তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, ‘৩ নভেম্বর একটি সভায় প্রাথমিকে বার্ষিক পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এ ক্ষেত্রে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়।’
কীভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে এমন প্রশ্নে তিনি বলেন, ‘বাড়ির কাজ, অ্যাসাইনমেন্ট ইত্যাদি কার্যক্রমে শিক্ষার্থীরা নিয়মিত অংশগ্রহণ করছে। এসব মূল্যায়ন করে নিজ নিজ প্রতিষ্ঠান শিক্ষার্থীদের পরের শ্রেণিতে উত্তীর্ণ করবে।’
এর আগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) বাতিলের সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। তখন বলা হয়েছিল, এবার ৫ম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা হবে না। বার্ষিক পরীক্ষার মাধ্যমে তাদের মূল্যায়ন করা হবে।
পরে ৭ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, ‘শুরু থেকে আমরা পরীক্ষা নেয়ার পক্ষে ছিলাম, কিন্তু অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষা বাতিল হওয়ায় বর্তমানে পঞ্চম শ্রেণির পিইসি-ইইসি পরীক্ষা নেয়া কঠিন হয়ে পড়েছে।’
এর আগে ২৮ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, গত বছরের মতো চলতি বছরে অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাদ্রাসার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হবে না। তবে শ্রেণি সমাপনী পরীক্ষা সব ক্লাসে হবে, সেটা অষ্টম শ্রেণিরও হবে।
প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা শুরু হয় ২০০৯ সাল থেকে। পরে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষাও চালু করা হয়। প্রায় ৩০ লাখ শিক্ষার্থী এসব পরীক্ষায় অংশ নেয়।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর ২০২০ সালের ১৭ মার্চ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। এর প্রায় দেড় বছর পর গত ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজে ক্লাস শুরু হয়। তবে প্রতিদিন সব শ্রেণিতে ক্লাস হচ্ছে না।
No comments
Thank you, best of luck