ads

সর্বনাম পদ বলতে কী বোঝায়? সর্বনামের শ্রেণিবিভাগ সংজ্ঞা উদাহরণসহ আলোচনা করো। দ্বাদশ শ্রেণি, পতিতপাবন মণ্ডল (পাবন), বাংলা বিভাগীয় প্রধান, সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ। ঢাকা।।

 




সর্বনাম:
বিশেষ্যের অর্থাৎ নামের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। সকল প্রকার নামের পরিবর্তে ব্যবহৃত হয় বলে এর নাম সর্বনাম।  

নিচে সর্বনাম পদের শ্রেণিবিভাগ সংজ্ঞা উদাহরণসহ বর্ণনা করা হলো-

১. ব্যক্তিবাচক বা পুরুষ বাচক সর্বনাম: 

যে সর্বনাম বাক্যে পুরুষ বা পক্ষ নির্দেশ করে, তাকে পুরুষবাচক বা ব্যক্তি বাচক সর্বনাম বলে। 

আমি, আমরা,  তুমি, তোমরা সে, তারা ইত্যাদি । 

২. আত্মবাচক সর্বনাম: কোনো বাক্যের ক্রিয়া কর্তা নিজেই সম্পন্ন করেছে এমন বোঝালে তাকে আত্মবাচক সর্বনাম বলে। / যে সর্বনাম দ্বারা নিজেকে বোঝায় তাকে আত্মবাচক সর্বনাম বলে। 

যেমন-   নিজ , আপনি,  স্বয়ং, খোদ 

৩. সামীপ্যবাচক সর্বনাম: যে সর্বনাম দ্বারা কোনো কিছু নিকটে বোঝায়, তাকে সামীপ্যবাচক সর্বনাম বলে। 

যেমন- এ, এই, এরা 

৪. দূরত্ববাচক সর্বনাম: যে সর্বনাম দ্বারা কোনো কিছু দূরে বোঝায়, তাকে দূরত্ব বাচক সর্বনাম বলে। 

যেমন-  এ, উনি, ঐসব, উহা ইত্যাদি। 

৫. সাকুল্যবাচক সর্বনাম:যে সর্বনাম দ্বারা ব্যক্তির সমষ্টি বোঝায়, তাকে সাকুল্যবাচক সর্বনাম বলে। 

যেমন-  সব, সকল ইত্যাদি 

৬. প্রশ্নবাচক সর্বনাম: যে সব সর্বনাম প্রশ্ন তৈরিতে ব্যবহৃত হয়, তাদের প্রশ্নবাচক সর্বনাম বলে। 

কে, কী, কি কোন, কেন, কীসে, কীভেদে।  

৭. অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম: যে সর্বনাম দ্বারা অনির্দিষ্ট কোনো কিছু বোঝায়, তাকে অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম বলে। 

যেমন - কোনো কিছু, কেউ কেউ, অন্য কিছু, কিছু না কিছু 

৮. ব্যতিহারিক সর্বনাম / পারস্পরিক সর্বনাম: যে সর্বনাম দ্বারা দুই পক্ষের পারস্পরিক নির্ভরতা বোঝায়, তাকে ব্যতিহারিক সর্বনাম বা পারস্পরিক সর্বনাম বলে। কেমন - নিজেরা নিজেরা, আপনা আপনি, আপসে আপসে, পরস্পর ইত্যাদি। 

৯. সংযোগজ্ঞাপক: যে সর্বনাম দ্বারা একে অপরের সাথে সংযোগ বোঝায়, তাকে সংযোগ জ্ঞাপক সর্বনাম বলে।  

যেমন- যে, যিনি,  যারা 

১০. সাপেক্ষ সর্বনাম : যেসব সর্বনাম একটি অপরটির উপর নির্ভরশীল থাকে, তাদের সাপেক্ষ সর্বনাম বলে। 

দুটি সর্বনাম দুটি বাক্যাংশকে যুক্ত করলে সর্বনাম দ্বয়কে সাপেক্ষ সর্বনাম বলে। 

যে- সে;  যা- তা;  যত- তত;  যখন- তখন;  যিনি- তিনি; যার- তার; যেখানে- সেখানে। 


No comments

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.