বিশেষ্য পদ কাকে বলে কত প্রকার কী কী প্রত্যেকটির সংজ্ঞা ও উদাহরণ দাও।
বিশেষ্য পদ: যে পদ দিয়ে কোনাে ব্যক্তি, বস্তু, জাতি, স্থান, সমষ্টি, কাজ বা গুণের নাম বােঝায়, তাকে বিশেষ্য পদ বলে।
যেমন: রবীন্দ্রনাথ, পানি, মানুষ, ঢাকা, সমিতি, ভােজন, বিনয় ইত্যাদি।
বিশেষ্য পদের শ্রেণিবিভাগ।
সাধারণত বিশেষ্য পদ ছয় রকমের হয়।
যেমন :
১. সংজ্ঞাবাচক বিশেষ্য,
২. জাতিবাচক বিশেষ্য,
৩. বস্তুবাচক বিশেষ্য,
৪. গুণবাচক বিশেষ্য,
৫. সমষ্টিবাচক বিশেষ্য ও
৬. ক্রিয়াবাচক বিশেষ্য।
১. সংজ্ঞাবাচক বিশেষ্য: যে বিশেষ্য পদ দিয়ে ব্যক্তি, স্থান, নদী, পর্বত, সাগর, গ্রন্থ ইত্যাদির নাম বা সংজ্ঞা বােঝায় তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলে।
যেমন: রবীন্দ্রনাথ, নজরুল, ঢাকা, দিল্লি, পদ্মা, মেঘনা, হিমালয়, বঙ্গোপসাগর, মহাভারত, মেঘনাদবধ ইত্যাদি।
২. জাতিবাচক বিশেষ্য: যে বিশেষ্য পদ দিয়ে কোনাে জাতি বা শ্রেণির নাম বােঝায় তাকে জাতিবাচক বিশেষ্য বলে।
যেমন : মানুষ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, ইংরেজ, আমেরিকান, বাঙালি, নিগ্রো, পাখি ইত্যাদি।
৩. বস্তুবাচক বিশেষ্য: যে বিশেষ্য পদ দিয়ে কোনাে বস্তুর নাম বােঝায় তাকে বস্তুবাচক বিশেষ্য বলে। যেমন: লবণ, তেল, জল, ইট, কাঠ, সােনা, তামা, লােহা, কাগজ, কলম ইত্যাদি।
৪ গণবাচক বিশেষ্য: যে বিশেষ্য পদ দিয়ে কোনাে গুণ, দোষ বা অবস্থা বােঝায়, তাকে গুণবাচক বিশেষ্য বলে।
যেমন: দুঃখ, দয়া, সুখ, সৌন্দর্য, সাধুতা, বিনয়, বীরত্ব, শােক ইত্যাদি।
সমষ্টিবাচক বিশেষ্য: যে বিশেষ্য পদ দিয়ে কোনাে ব্যক্তি বা বস্তুর সমষ্টি বােঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে।
যেমন - জনতা, সভা, সমিতি, দল, ফৌজ, নৌবহর, মাহফিল ইত্যাদি।
৬ কিয়াবাচক বিশেষ্য: যে বিশেষ্য পদ দিয়ে কোনাে কাজের নাম বােঝায় তাকে ক্রিয়াবাচক বিশেষ্য বলে।
যেমন : গমন, ভােজন, দর্শন, ভ্রমণ, রােদন, শয়ন, শ্রবণ ইত্যাদি। একে ভাববাচক বিশেষ্যও বলা হয়।
বাংলা দ্বিতীয় পত্র
পদ প্রকরণ / ব্যাকরণিক শব্দ শ্রেণি
পতিতপাবন মণ্ডল (পাবন)
বাংলা বিভাগীয় প্রধান
সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।
অনেক ভুল রয়েছে
ReplyDeleteঅনেক ভুল রয়েছে
ReplyDeleteঅনেক ভুল রয়েছে। আপনাদের ঠিকমত টাইপ করা উচিত। 😡
ReplyDeleteঠিক
Deleteআচ্ছা সংজ্ঞা বা নাম বিশেষ্যর কি কোন প্রকার ভেদ আছে??
Deletetnx...❤️🙏
ReplyDeleteA lot of tnx
ReplyDeleteঅনেক ভুল আছে 🤬😡😡
ReplyDeleteTnx
ReplyDelete১দুই বার হয়েছে
ReplyDeleteঅতিরিক্ত বানান ভুল আছে। সেগুলো সংশোধন করা প্রয়োজন
ReplyDeleteকোন বানানটি ভুল?
Deleteকোন বানানটি ভুল?
Delete