ads

বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার ফলা প্রকাশ ১০ ডিসেম্বর।



গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, তার www.dshe.gov.bd ওয়েবসাইটে ১০ ডিসেম্বর, ২১ খ্রি. ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করতে নির্দেশক্রমে অনুরােধ জানিয়েছেন।


মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মাে. গােলাম ফারুক স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে-

২০২২ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি (মহানগর ও জেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি হতে ৯ম শ্রেণি পর্যন্ত অনলাইন লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির নিমিত্ত আগামী ২৫ নভেম্বর ২০২১ খ্রি. হতে ০৮ ডিসেম্বর ২০২১ খ্রি. পর্যন্ত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের নিকট হতে আবেদন ফরম সংগ্রহ করা হবে এবং ১৫ ডিসেম্বর ২০২১ তারিখ সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও ১৯ ডিসেম্বর ২০২১ বেসরকারি (মহানগর ও জেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ের আবেদনকৃত শিক্ষার্থীদের অনলাইন লটারির দিন ধার্য রয়েছে। এ কারণে সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার ফলাফল আগামী ১০/১২/২০২১ খ্রি. তারিখের মধ্যে প্রকাশ করার প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হয়েছে। বিষয়টি অতীব জরুরি বলে চিঠিতে উল্লেখ রয়েছে । 




No comments

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.