ads

অতিথির স্মৃতি , জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন-উত্তর: প্রধানদিক ও অন্যান্যদিক

প্রিয় অষ্টম শ্রেণির বন্ধুরা, তোমাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এ সময়ে তোমরা মনোযোগ সহকারে পাঠ্যবই পড়ছ জেনে ভালো লাগছে। তোমাদের এ কাজকে সহজতর করবে আমার এ পাঠবিশ্লেষণ।
পতিতপাবন মণ্ডল (পাবন)
সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ,  
লক্ষ্মীবাজার, ঢাকা-১১০০

০১. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্ম গ্রহণ করেন? 
    উত্তর: ১৮৭৬ সালে
০২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মস্থান কোথায়?
উত্তর: পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে
০৩. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কৈশোর ও যৌবনের অধিকাংশ সময় অতিবাহিত হয় কোথায়?
উত্তর: ভাগলপুরে, মাতুলালয়ে
০৪. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শিক্ষা অসমাপ্ত থাকে কেন?
উত্তর: দারিদ্র্যের কারণে
০৫. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভাগ্যান্বেষণে কোথায় গমন করেন?
উত্তর: রেঙ্গুনে
০৬. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন কোথায় অবস্থানকালে?
উত্তর: রেঙ্গুনে অবস্থানকালে (১৯০৩-১৯১৬)
০৭. ‘বড়দিদি’ উপন্যাস প্রকাশিত হয়
উত্তর: ১৯০৭ সালে
০৮. ‘বড়দিদি’ উপন্যাস প্রকাশিত হয় কোন পত্রিকায়?
উত্তর: ‘ভারতী’ পত্রিকায়
০৯. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যিক খ্যাতি ছড়িয়ে পড়ে কোন উপন্যাস প্রকাশিত হলে?
উত্তর: ‘বড়দিদি’ উপন্যাস প্রকাশিত হলে
১০. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখকে পরিণত হন 
উত্তর: একের পর এক গল্প উপন্যাস লিখে পাঠকহৃদয় জয় করে
১১. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কী যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিলেন?
উত্তর: সাধারণ বাঙালি পাঠকের আবেগকে
১২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসগুলো কী কী?
উত্তর: পল্লীসমাজ, দেবদাস, শ্রীকান্ত (চার খণ্ড), গৃহদাহ, দেনাপাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন
১৩. সাহিত্য প্রতিভার স্বীকৃতি হিসেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে জগত্তারিণী স্বর্ণপদক প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়?
উত্তর: কলকাতা বিশ্ববিদ্যালয়
১৪. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ডি.লিট উপাধি লাভ করেন কোন বিশ্ববিদ্যালয় থেকে?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
১৫. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন কখন?
উত্তর: ১৯৩৮ খ্রিষ্টাব্দের ১৬ই জানুয়ারি, কলকাতায়
১৬. সাহিত্য প্রতিভার স্বীকৃতি হিসেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কলকাতা বিশ্ববিদ্যালয় কোন স্বর্ণপদক প্রদান করে?
উত্তর: জগত্তারিণী স্বর্ণপদক
১৭. চিকিৎসকের আদেশে লেখক বায়ু পরিবর্তনের জন্যে কোথায় গিয়েছিলেন কোথায়?
উত্তর: দেওঘরে
১৮. লেখক বায়ু পরিবর্তনের জন্যে গিয়ে থাকতেন কোন বাড়িতে?
উত্তর: প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে
১৯. কাছে কোথাও একজন গলাভাঙা একঘেয়ে সুরে ভজন শুরু করে কখন?
উত্তর: রাত্রি তিনটে থেকে
২০. কাছে কোথাও একজন গলাভাঙা একঘেয়ে সুরে গায় কী শুরু করে?
উত্তর: ভজন
২১. রাত তিনটায় ঘুম ভেঙে গেলে লেখক দোর খুলে কোথায় এসে বসেন?
উত্তর: বারান্দায়
২২. পাখিদের মধ্যে সবচেয়ে ভোরে ওঠে কোন পাখি?
উত্তর: দোয়েল 
২৩. পাখিদের গান আরম্ভ হয় কখন?
উত্তর: অন্ধকার শেষ না হতেই
২৪. পথের ধারের গাছটির নাম উত্তর: অশ্বত্থ গাছ
২৫. ‘অতিথির স্মৃতি গল্পে উল্লেখ রয়েছে’
উত্তর: ৬টি পাখির নাম
২৬. বেনে-বৌ পাখি কী রঙের?
উত্তর: হলদে রঙের
২৭. একটু দেরি করে আসত কে?
উত্তর: বেনে-বৌ পাখি
২৮. প্রাচীরের ধারের গাছটির নাম কী?
উত্তর: ইউক্যালিপটাস
২৯. বেনে-বৌ পাখি এলো না কয় দিন?
উত্তর: দিন দুই
৩০. লেখকের মতে এদেশে অভাব নেই কাদের?
উত্তর: ব্যাধের
৩১. ব্যাধেদের ব্যবসা কী?
উত্তর: পাখি চালান দেওয়া
৩২. বেনে-বৌ পাখি জোড়া আবার ফিরে আসে কখন?
উত্তর: তিন দিনের দিন
৩৩. লেখক গেটের বাইরে পথের ধারে এসে বসেন কখন?
উত্তর: বিকালে
৩৪. মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে কাদের সংখ্যাই ঢের বেশি?
উত্তর: মেয়েদের সংখ্যাই ঢের বেশি
৩৫. পা ফুলো ফুলো অল্পবয়সী একদল মেয়ে যেত কখন?
উত্তর: প্রথমে
৩৬. পা ফুলো ফুলো অল্পবয়সী একদল মেয়ে যারা প্রথমে যেতো তারা কীসের আসামি?
উত্তর: বেরিবেরির আসামি
৩৭. ফোলা পায়ের লজ্জা ঢাকতে কত না যত্ন কাদের? 
উত্তর: পা ফুলো ফুলো অল্পবয়সী মেয়েদের
৩৮. বেরিবেরি আক্রান্ত মেয়েরো মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরেছে কেন?
উত্তর: কৌতূহলী লোকচক্ষু থেকে ফোলা পায়ের বিকৃতিটা আড়াল করতে
৩৯. মোজা পরার দিন নয়, তবু দেখি কারও কারও পায়ে কী?
উত্তর: আঁট করে মোজা পরা
৪০. লেখকের সবচেয়ে দুঃখ হতো কী কারণে?
উত্তর: একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে
৪১. লেখকের অনুভবে দরিদ্র ঘরের মেয়ের বয়স কত?
উত্তর: চব্বিশ-পঁচিশ
৪২. দরিদ্র ঘরের মেয়েটির কয়টি ছেলে-মেয়ে?
উত্তর: তিনটি ছোট ছোট ছেলেমেয়ে
৪৩. দরিদ্র ঘরের মেয়েটির কোলে কে?
উত্তর: সবচেয়ে ছোট ছেলেটি
৪৪. দরিদ্র ঘরের মেয়েটির চোখের চাহনি
উত্তর: অত্যন্ত ক্লান্ত
৪৫. ক্ষুধা আহরণের কর্তব্যটা সমাধা করে যথাশক্তি দ্রুতপদে বাসায় ফিরছেন কারা?
উত্তর: জনকয়েক বৃদ্ধ ব্যক্তি
৪৬. সন্ধ্যার পূর্বেই ঘরে প্রবেশ করা প্রয়োজন কাদের?
উত্তর: বাতব্যাধিগ্রস্তদের
৪৭. ‘কিরে, যাবি আমার সঙ্গে? অন্ধকার পথটায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি’-এখানে কী প্রকাশ পেয়েছে? উত্তর: মানবেতর প্রাণীর প্রতি গভীর মমত্ব
৪৮. কুকুরটির কখন শক্তিসামর্থ্য ছিল?
উত্তর: যৌবনে
৪৯. লেখক কখন খোঁজ নিয়ে জানলেন কুকুরটি ভেতরে আসেনি?
উত্তর: ঘণ্টা খানেক পরে
৫০. কখন চাকর লেখককে জানালো কুকুরটা এসে বাইরের বারান্দার নিচে উঠানে বসে আছে?
উত্তর: রাত্রে
৫১. কুকুরটি আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে কীভাবে?
উত্তর: আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে
৫২. লেখকের বাড়ির বাড়তি খাবারের প্রবল অংশীদার ছিল কে?
উত্তর: তাঁর বাগানের মালির মালিনী
৫৩. চাকরদের দরদ কুকুরের চেয়ে মালিনীর ওপরে বেশি কারণ কী? 
উত্তর: মালিনীর বয়স কম, দেখতে ভালো এবং খাওয়া সম্বন্ধে নির্বিকারচিত্ত
৫৪. হঠাৎ শরীর খারাপ হওয়ায় লেখক নিচে নামতে পারলেন না কয়দিন?
উত্তর: দিন-দুই
৫৫. কুকুরটিকে তাড়িয়ে দিয়েছে কে?
উত্তর: মালি-বৌ
৫৬. বেঁচে যাওয়া খাবার চেঁচেপুঁচে নিয়ে গেছে কে?
উত্তর: মালি- বৌ
৫৭. দেওঘর থেকে বিদায় নেবার দিন এসে পড়লেও লেখক নানা ছলে দেরি করল কয় দিন?
উত্তর: দিন-দুই
৫৮. জিনিস বাঁধাবাঁধি শুরু হলো কখন থেকে?
উত্তর: সকাল থেকে
৫৯. সার সার গাড়ি এসে দাঁড়াল কোথায়? 
উত্তর: গেটের বাইরে
৬০. কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটোছুটি করে খবরদারি করতে লাগলো কে?
উত্তর: অতিথি (কুকুরটি)
৬১. স্টেশনে পৌঁছে গাড়ি থেকে নামতে গিয়ে লেখক কী দেখলেন?
উত্তর: অতিথি (কুকুরটি) দাঁড়িয়ে আছে
৬২. অতিথি লেখকের দিকে একদৃষ্টে চেয়ে দাঁড়িয়ে ছিলো কোথায়?
উত্তর: স্টেশনের ফটকের বাইরে
৬৩. লেখক বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলেন না কেন?
উত্তর: অতিথির প্রতি গভীর মমত্বের কারণে
৬৪. ভজন অর্থ কী?
উত্তর: ঈশ্বর বা দেববেবীর স্তুতি বা মহিমাকীর্তন। প্রার্থনামূলক গান
৬৫. দোর অর্থ কী?
উত্তর: দুয়ার বা দরজা। বাড়ির ফটক
৬৬. কুঞ্জ অর্থ কী?
উত্তর: লতাপাতায় আচ্ছাদিত বৃত্তাকার স্থান, উপবন
৬৭. বেরিবেরি অর্থ কী?
উত্তর: শোথ জাতীয় রোগ, যাতে হাত-পা ফুলে যায়
৬৮. আসামি অর্থ কী?
উত্তর: এ শব্দটি দিয়ে সাধারণত আদালতে কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বোঝানো হয়ে থাকে। কিন্তু এখানে রোগাক্রান্তদের বোঝানো হয়েছে
৬৯. পাণ্ডুর অর্থ কী?
উত্তর: ফ্যাকাশে
৭০. মালি অর্থ উত্তর কী?
উত্তর: মালা রচনাকারী, মালাকর। বেতনের বিনিময়ে বাগানের কাজে নিযুক্ত ব্যক্তি।
৭১. মালিনী অর্থ কী?
উত্তর: মালির স্ত্রী
৭২. ‘অতিথির স্মৃতি’ গল্প পাঠের উদ্দেশ্য কী?
উত্তর: পাঠের মধ্য দিয়ে শিক্ষার্থীরা প্রাণীর প্রতি সহানুভূতিশীল হবে। নতুন জায়গা ভ্রমণ করলে ওই অভিজ্ঞতা লিখে রাখত পারবে।
৭৩. ‘অতিথির স্মৃতি’ গল্পের প্রকৃত নাম কী?
উত্তর: ‘দেওঘরের স্মৃতি’
৭৪. ‘অতিথির স্মৃতি’ গল্পের বিষয় কী?
উত্তর: মানবেতর একটি প্রাণীর সঙ্গে একটি অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্যে দিয়ে গড়ে উঠা একটি মমত্বের স¤পর্ক
৭৫. ‘অতিথির স্মৃতি’ গল্পে লেখক কী দেখিয়েছেন ?
উত্তর: মানুষে-মানুষে যেমন স্নেহ-প্রীতির স¤পর্ক থাকে, অন্য জীবের সঙ্গেও মানুষের তেমন সম্প গড়ে উঠতে পারে
৭৬. মানুষ ও মানবেতর প্রাণীর স¤পর্ক স্থায়ীরূপ পেতে বাধাগ্রস্থ হয় কেন?
উত্তর: নানা প্রতিকুলতা
৭৭. অতিথি কিছুতে ভিতরে ঢোকার ভরসা পেল না কেন?
উত্তর: অজানা নানা ভয়ের আঙ্কায় লেখকের অতিথি তথা কুকুরটি ভেতরে ঢোকার ভরসা পেল না
৭৮. লেখক দেওঘর থেকে বিদায় নিতে নানা অজুহাতে দিন দুই দেরি করলেন কেন?
উত্তর: অতিথি তথা কুকুরটির প্রতি গভীর মমত্বের কারণে
৭৯. লেখকের ভাবনা ঘুচে গেল কেন?
উত্তর: বেনে-বৌ পাখি দুটি ফিরে আসায়
৮০. মেয়েটিকে দেখে লেখকের দুঃখ হতো কেন?
উত্তর: মেয়েটি দুঃখি-দরিদ্র হওয়ায় ও তাকে ভীষণ দুর্বল দেখাতো বলে
৮১. মালি-বৌ অতিথিকে মেরে বের করে দিয়েছিলো কেন?
উত্তর: অতিথি বাড়তি খাবারে ভাগ বসাবে এ ভেবে / নিজের ভাগে খাবার কম পড়ে যাবে- এ আশঙ্কায়৮২. অতিথি মহাব্যস্ত কেন?
উত্তর: লেখকের প্রতি মমত্বের কারণে দেওঘর থেকে লেখকের বিদায় বেলায় গাড়িতে মালপত্র তোলার সময় কিছু যেন খোয়া না যায় তার তদারকিতে অতিথি মহাব্যস্ত।
৮৩. আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে কুকুরটি আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে। - এখানে আতিথ্যের মর্যাদা লঙ্খন বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: মাত্রারিক্ত সময় কাল লেখকের বাড়িতে অবস্থান / প্রত্যাশার চেয়ে অধিক কাল লেখকের বাড়িতে অবস্থানকে বোঝানো হয়েছে

১.  অতিথির স্মৃতি, 
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
মূলদিক: প্রাণীর প্রতি মমত্ববোধ।  
অন্যান্য দিক- 
ক. মানুষের প্রতি প্রাণীর ভালোবাসা/ প্রভুভক্তি 
খ. মানবেতর প্রাণীর প্রতি একশ্রেণির মানুষের নির্মমতা 
গ. ভালোবাসায় সিক্ত পোষা প্রাণীর সাথে বিচ্ছেদ বেদনায় কাতরতা 
ঘ. প্রকৃতিপ্রীতি 
ঙ. মানুষ ও প্রাণীর স¤পর্ক স্থায়ীরূপ পেতে প্রতিক‚লতা 
চ. মানুষ ও প্রাণীর স¤পর্কের স্থায়িত্ব 
ছ. ভ্রমণে আগ্রহী হওয়া  
 জ.    প্রাণীর প্রতি  নিষ্ঠুরতা পরিহার 


8 comments:

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.