ads

বাংলা দ্বিতীয় পত্র, দ্বাদশ শ্রেণি, অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তর: পতিতপাবন মণ্ডল (পাবন), শিক্ষক, বাংলা বিভাগ, সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ। ঢাকা।।


অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তর:
ক. নেতিবাচক বাক্যে রূপান্তর করতে হলে মৌলিক অর্থ অপরিবর্তিত রেখে নিচের সাধারণ সূত্রগুলো অবলম্বন করতে হয়।
ক. বাক্যে 'না, নয়’, ‘নহে’, ‘নি’, ‘নেই’, ‘নাই’ ইত্যাদি নঞর্থক অব্যয়যােগে অস্তিবাচক বাক্যের বিধেয় ক্রিয়াকে নেতিবাচক বাক্যে রূপান্তর করতে হয়।
খ. প্রয়ােজন মতাে বাক্যের অন্য শব্দকেও ‘না’ সূচক প্রয়ােগের আওতাভুক্ত করতে হয়।
গ. ‘না’-বাচক ক্রিয়া ও ‘না’ বাচক শব্দ বা ‘না’-বাচক অব্যয় মিলে বাক্যের অস্তিবাচক বা হা-সূচক ভাবাট বজায় রাখতে হয়।
যেমন –
১. অস্তিবাচক বাক্য : শাহানার স্বাস্থ্য ভালাে।
নেতিবাচক বাক্য: শাহানার স্বাস্থ্য মন্দ নয়।
২. অস্তিবাচক বাক্য : লােকটি সত্যবাদী।
নেতিবাচক বাক্য: লােকটি মিথ্যাবাদী নয়।
৩. অস্তিবাচক বাক্য: বিবেকানন্দ স্বদেশ হিতৈষিকতায় বিশ্বাসী ছিলেন।
নেতিবাচক বাক্য: বিবেকানন্দ স্বদেশ হিতৈষিকতায় অবিশ্বাসী ছিলেন না।
৪. অস্তিবাচক বাক্য: অল্প লােকই বেদের অর্থ বুঝত।
নেতিবাচক বাক্য: অনেকেই বেদের অর্থ বুঝত না।
৫. অস্তিবাচক বাক্য: খাদ্যে ভেজাল দেয়াই সবচেয়ে জাতীয়তা বিরােধী অপকর্ম।
নেতিবাচক বাক্য: খাদ্যে ভেজাল দেয়ার চেয়ে জাতীয়তা বিরােধী অপকর্ম আর নেই।
৬. অস্তিবাচক বাক্য: আজকাল সব জিনিসই দুর্লভ।
নেতিবাচক বাক্য: আজকাল কোনাে জিনিসই সুলভ নয়।
৭. অস্তিবাচক বাক্য: ভাগ্যে এমন নমুনা কদাচিৎ চোখে পড়ে।
নেতিবাচক বাক্য: ভাগ্যে না থাকলে এমন সব নমুনা সচরাচর চোখে পড়ে না। বা
ভাগ্যে এমন নমুনা খুব বেশি চোখে পড়ে না
৮. অস্তিবাচক বাক্য: প্রতিভা যে দেবদত্ত এ কথা আংশিক সত্য।
নেতিবাচক বাক্য: প্রতিভা যে দেবদত্ত একথা সম্পূর্ণ মিথ্যা নয়।
৯. অস্তিবাচক বাক্য : দরিদ্র সেবাই শ্রেষ্ঠ ধর্ম।
নেতিবাচক বাক্য: দরিদ্র সেবা অপেক্ষা বড় ধর্ম আর কিছুই নেই।
১০. অস্তিবাচক বাক্য: প্রকৃত সৎ লােকের খুবই অভাব।
নেতিবাচক বাক্য: প্রকৃত সৎ লােক খুব বেশি নেই।
১১. অস্তিবাচক বাক্য : মানুষকে ঘৃণা করা বড় পাপ।
নেতিবাচক বাক্য: মানুষকে ঘৃণা করার মতাে পাপ আর নেই।
১২. অস্তিবাচক বাক্য: আমার কথা মনে রাখিও।
নেতিবাচক বাক্য : আমার কথা ভুলিও না।
১৩. অস্তিবাচক বাক্য : সেবার তাদের রাঙি গাইয়ের বাছুর হারিয়েছিল।
নেতিবাচক বাক্য : সেবার তাদের রাঙি গাইয়ের বাছুর পাওয়া যায়নি। বা
সেবার তাদের রাঙি গাইয়ের বাছুর খুঁজে পাওয়া যায়নি।
১৪. অস্তিবাচক বাক্য : অপু সর্বপ্রথম গ্রামের বাইরে পা দিল।
নেতিবাচক বাক্য : অপু এর আগে গ্রামের বাইরে পা দেয়নি।
১৫. অস্তিবাচক বাক্য : আমি সত্য বলছি।
নেতিবাচক বাক্য : আমি মিথ্যা বলিনি।


No comments

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.