এক বুক আশা নিয়ে
ছবি: সংগৃহীত |
এক বুক আশা নিয়ে
বেশ হত আজ কবিতার সাথে দেখা হলে..
ও বলেছিল অন্য কোথাও চলে যাবে।
রাতের আঁধারে ঠাঁই তার রাস্তায়, পার্কের বেঞ্চিতে,
হাতে হাতে বদলায় সোডিয়াম লাইটে সস্তা লাল লিপিস্টিকে
বাবু আমায় কবিতা কইস না কবিতারা লজ্জা পাবে।
কবিতা সত্ত্বা নষ্ট হয়েছে সেই কবে ....
নয় বছর বয়সে ছোট বাবুর ঘরে।
খা খা রোদের অলস দুপুরে ফাঁকা ঘরে
গান বেজেছিল জোরে জোরে ডানা ভেঙেছিল ঝড়ে,
কবিতার লাবণ্য নষ্ট হয়েছিল হায়েনার গর্জনে।
বাবু আমায় কবিতা কইস না কবিতারা লজ্জা পাবে।
ছোট্ট জীবনে বহু বাবুর ঘরে জোরে জোরে গান বেজেছে...
অভাগী কবিতার লালিত্য খামচে রক্তাক্ত মগজ গিলেছে...
বাবু আমায় কবিতা কইস না কবিতারা লজ্জা পাবে।
কবিতা হারিয়ে গেছে? নাকি নতুন কবিতার জন্ম হয়েছে?
হাসি ছড়ানো ধান ক্ষেতের পাশের ঘরে এক বুক আশা নিয়ে-
তারাভরা আকাশের নিচে নদীর জলে খালে বিলের পদ্ম শালুকে।
বেশ হত আজ কবিতার সাথে দেখা হলে..
২৩.১১.২০১৭
No comments
Thank you, best of luck