বাংলা দ্বিতীয় পত্র, দ্বাদশ শ্রেণি, নেতিবাচক বাক্য হতে অস্তিবাচক বাক্যে রূপান্তর: পতিতপাবন মণ্ডল (পাবন), শিক্ষক, বাংলা বিভাগ, সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ। ঢাকা।।
নেতিবাচক বাক্য হতে অস্তিবাচক বাক্যে রূপান্তর:
নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে রূপান্তরের নিয়ম নিম্নরূপ:
ক. নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে হলে মূল অর্থ অপরিবর্তিত রাখতে হয়। খ. ‘না’, ‘নয়’, ‘নি’, প্রভৃতি নঞর্থক অব্যয় তুলে দিতে হয় এবং শব্দের পরিবর্তন ঘটিয়ে হা-সূচক ভাব ফুটিয়ে তুলতে হয়।গ. প্রয়ােজনমত নেতিবাচক শব্দের বাক্যাংশকে অস্তিবাচক শব্দ দ্বারা হা-বাচকে রূপান্তর করতে হয়।
যেমন:
১. নেতিবাচক বাক্য : এমন কোন লােক নেই যিনি দেশকে ভালােবাসেন না।
অস্তিবাচক বাক্য : সকলেই দেশকে ভালােবাসেন।
২. নেতিবাচক বাক্য : কলকাতায় আমি খুব বেশি দিন আসিনি।
অস্তিবাচক বাক্য : কলকাতায় আমি খুব অল্পদিনই এসেছি।
৩. নেতিবাচক বাক্য: কমলাকান্তের মনের কথা এ জন্মে আর বলা হলাে না।
অস্তিবাচক বাক্য: কমলাকান্তের মনের কথা এ জন্মে না বলা রয়ে গেল।
৪. নেতিবাচক বাক্য: তুমি ছাড়া কেউ চুরি করে নাই।
অস্তিবাচক বাক্য: তুমিই এটা চুরি করেছ।
৫. নেতিবাচক বাক্য : প্রতিভা যে দেবদত্ত এ কথা সম্পূর্ণ মিথ্যা নয়।
অস্তিবাচক বাক্য : প্রতিভা যে দেবদত্ত এ কথা আংশিক সত্য।
৬. নেতিবাচক বাক্য: এখানে আমি অনেক দিন আসিনি।
অস্তিবাচক বাক্য: এখানে আমি বহুদিন আগে এসেছি।
৭. নেতিবাচক বাক্য: তােমার এরূপ ব্যবহার উচিত হয়নি।
অস্তিবাচক বাক্য: তােমার এরূপ ব্যবহার অনুচিত হয়েছে।
৮. নেতিবাচক বাক্য: যে জাতির অতীত নেই, তার ভবিষ্যতও নেই।
অস্তিবাচক বাক্য: যে জাতির অতীত গিয়াছে তার ভবিষ্যতও গিয়াছে।
৯. নেতিবাচক বাক্য: এটা অপেক্ষা সুন্দর বস্তু আর নেই।
অস্তিবাচক বাক্য: এটা বড় সুন্দর বস্তু।
১০. নেতিবাচক বাক্য: কোন দোকানদারই সেই থালা কিনতে সম্মত হলাে না।
অস্তিবাচক বাক্য: সব দোকানদারই সেই থালা কিনতে অসম্মত হলাে।
১১. নেতিবাচক বাক্য আমি মিথ্যা কথা জীবনে বলিনি।
অস্তিবাচক বাক্য: আমি সব সময় সত্য কথাই বলি।
১২. নেতিবাচক বাক্য: আমি এখন পর্যন্ত কিছুই খাইনি।
অস্তিবাচক বাক্য: আমি এখনও অভুক্ত আছি।
১৩. নেতিবাচক বাক্য: জন্ম-জন্মান্তরেও ভুলব না।
অস্তিবাচক বাক্য: জন্ম-জন্মান্তরেও মনে রাখব।
১৪. নেতিবাচক বাক্য: কেউ নবকুমারের সাথে যেতে চাইল না।
অস্তিবাচক বাক্য: সকলেই নবকুমারের সাথে যেতে অসম্মত হলাে।
১৫. নেতিবাচক বাক্য: আকাশ মেঘলা ছিল না।
অস্তিবাচক বাক্য: আকাশ মেঘমুক্ত ছিল।
১. নেতিবাচক বাক্য : এমন কোন লােক নেই যিনি দেশকে ভালােবাসেন না।
অস্তিবাচক বাক্য : সকলেই দেশকে ভালােবাসেন।
২. নেতিবাচক বাক্য : কলকাতায় আমি খুব বেশি দিন আসিনি।
অস্তিবাচক বাক্য : কলকাতায় আমি খুব অল্পদিনই এসেছি।
৩. নেতিবাচক বাক্য: কমলাকান্তের মনের কথা এ জন্মে আর বলা হলাে না।
অস্তিবাচক বাক্য: কমলাকান্তের মনের কথা এ জন্মে না বলা রয়ে গেল।
৪. নেতিবাচক বাক্য: তুমি ছাড়া কেউ চুরি করে নাই।
অস্তিবাচক বাক্য: তুমিই এটা চুরি করেছ।
৫. নেতিবাচক বাক্য : প্রতিভা যে দেবদত্ত এ কথা সম্পূর্ণ মিথ্যা নয়।
অস্তিবাচক বাক্য : প্রতিভা যে দেবদত্ত এ কথা আংশিক সত্য।
৬. নেতিবাচক বাক্য: এখানে আমি অনেক দিন আসিনি।
অস্তিবাচক বাক্য: এখানে আমি বহুদিন আগে এসেছি।
৭. নেতিবাচক বাক্য: তােমার এরূপ ব্যবহার উচিত হয়নি।
অস্তিবাচক বাক্য: তােমার এরূপ ব্যবহার অনুচিত হয়েছে।
৮. নেতিবাচক বাক্য: যে জাতির অতীত নেই, তার ভবিষ্যতও নেই।
অস্তিবাচক বাক্য: যে জাতির অতীত গিয়াছে তার ভবিষ্যতও গিয়াছে।
৯. নেতিবাচক বাক্য: এটা অপেক্ষা সুন্দর বস্তু আর নেই।
অস্তিবাচক বাক্য: এটা বড় সুন্দর বস্তু।
১০. নেতিবাচক বাক্য: কোন দোকানদারই সেই থালা কিনতে সম্মত হলাে না।
অস্তিবাচক বাক্য: সব দোকানদারই সেই থালা কিনতে অসম্মত হলাে।
১১. নেতিবাচক বাক্য আমি মিথ্যা কথা জীবনে বলিনি।
অস্তিবাচক বাক্য: আমি সব সময় সত্য কথাই বলি।
১২. নেতিবাচক বাক্য: আমি এখন পর্যন্ত কিছুই খাইনি।
অস্তিবাচক বাক্য: আমি এখনও অভুক্ত আছি।
১৩. নেতিবাচক বাক্য: জন্ম-জন্মান্তরেও ভুলব না।
অস্তিবাচক বাক্য: জন্ম-জন্মান্তরেও মনে রাখব।
১৪. নেতিবাচক বাক্য: কেউ নবকুমারের সাথে যেতে চাইল না।
অস্তিবাচক বাক্য: সকলেই নবকুমারের সাথে যেতে অসম্মত হলাে।
১৫. নেতিবাচক বাক্য: আকাশ মেঘলা ছিল না।
অস্তিবাচক বাক্য: আকাশ মেঘমুক্ত ছিল।
No comments
Thank you, best of luck