ads

বাংলা দ্বিতীয় পত্র, দ্বাদশ শ্রেণি, নির্দেশক বাক্যকে প্রশ্নবােধক বাক্যে রূপান্তর, পতিতপাবন মণ্ডল (পাবন), শিক্ষক, বাংলা বিভাগ, সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ। ঢাকা।।


বাংলা দ্বিতীয় পত্র
 দ্বাদশ শ্রেণি
নির্দেশক বাক্যকে প্রশ্নবােধক বাক্যে রূপান্তর:
নির্দেশক বাক্যকে প্রশ্নবােধক বাক্যে রূপান্তরের জন্য কয়েকটি নিয়ম অনুসরণ করলে খুব সহজে রূপান্তর করা যায়। 

ক. নির্দেশক বাক্য থেকে প্রশ্নবােধক বাক্যে রূপান্তর করতে হলে বাক্যের মূল অর্থ অপরিবর্তিত রেখে প্রশ্নবােধক বাক্যটিকে এমনভাবে তৈরি করতে হবে যার কাছাকাছি সম্ভাব্য হবে নির্দেশক বাক্যটি।
খ. নির্দেশক বাক্য হা-বাচক হলে প্রশ্নবােধক বাক্য হবে না-বাচক, উল্টোভাবে নির্দেশক বাক্য না-বাচক হলে প্রশ্নবােধক বাক্য হবে হা-বাচক। প্রথমটির ক্ষেত্রে নঞর্থক অব্যয় যােগ করতে হবে, দ্বিতীয়টির ক্ষেত্রে নঞর্থক অব্যয় বর্জন করতে হবে।
গ. রূপান্তরিত বাক্যে প্রয়ােজনমত ‘কে’, কি, কোথায়' ইত্যাদি প্রশ্ন-বাচক অব্যয় এবং প্রশ্ন (?) চিহ্ন বসাতে হয়।

১. নির্দেশক বাক্য : আমি তখন জাগ্রত ছিলাম।
প্রশ্নবােধক বাক্য : আমি কি তখন জাগ্রত ছিলাম না?
২. নির্দেশক বাক্য: মুনিদেরও ভ্রম (ভুল) হয়।
প্রশ্নবােধক বাক্য : মনিদেরও কি ভ্রম হয় না?
৩. নির্দেশক বাক্য : কাজেই আর উপায় নেই।
প্রশ্নবােধক বাক্য ; কাজেই আর উপায় কি?
৪. নির্দেশক বাক্য: আমি তােমাকে এ কথা বলিনি।
প্রশ্নবোধক বাক্য: আমি কি কখনও তােমাকে একথা বলেছি ?
৫. নির্দেশক বাক্য : টাকায় সবই হয়।
প্রশ্নবােধক বাক্য : টাকায় কি না হয়?
৬. নির্দেশক বাক্য : পরিণামে ধর্মেরই জয়।
প্রশ্নবােধক বাক্য : পরিণামে ধর্মের কি জয় হয় না?
নির্দেশক বাক্য : অন্যায়ের দ্বারা ন্যায়ের প্রতিষ্ঠা হয় না।
প্রশ্নবােধক বাক্য : অন্যায়ের দ্বারা কি ন্যায়ের প্রতিষ্ঠা হয়?
৮. নির্দেশক বাক্য: ছাত্রজীবনে অধ্যয়নই তপস্যা।
প্রশ্নবােধক বাক্য : ছাত্রজীবনে অধ্যয়নই কি তপস্যা নয়?
৯. নির্দেশক বাক্য : মহাত্মা গান্ধী অহিংসার পূজারী ছিলেন।
প্রশ্নবােধক বাক্য : মহাত্মা গান্ধী কি অহিংসার পূজারী ছিলেন না?
১০. নির্দেশক বাক্য : নবকুমারকে ব্যাঘ্রে হত্যা করেছে।
প্রশ্নবােধক বাক্য : নবকুমারকে কি ব্যাঘ্রে হত্যা করেনি?
নির্দেশক বাক্য : পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক রােগ দেখা দেয়।
প্রশ্নবােধক বাক্য : পাগলা কুকুর কামড়ালে কি জলাতঙ্ক রােগ দেখা দেয় না?
১২. নির্দেশক বাক্য : সৎ বা অসৎ কর্মের ফল অবশ্যই ভােগ করতে হবে।
প্রশ্নবােধক বাক্য : সৎ বা অসৎ কর্মের ফল কি অবশ্যই ভােগ করতে হবে না?
১৩. নির্দেশক বাক্য : রাজাসনে বসে রাজাদিগের এমন শান্তিসুখ দুর্লভ।
প্রশ্নবােধক বাক্য ; রাজাসনে বসে রাজাদিগের এমন শান্তিসুখ কি দুর্লভ নয় ?
১৪. নির্দেশক বাক্য: সেদিন আকাশে মেঘের কামাই নেই।
প্রশ্নবােধক বাক্য : সেদিন আকাশে কি মেঘের কামাই ছিল?
১৫. নির্দেশক বাক্য: সকলেই তার দেশকে ভালোবাসে।

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.