আমার আশ্রয় দাও, আমাকে বাঁচতে দাও।
শরণার্থী আমি, আমার আশ্রয় দাও, আমাকে বাঁচতে দাও। আমার আশ্রয় ধ্বংস করে তুমি যে বিলাসী জীবন আর রসনা বিলাস করতে চাও তা হবে না কখনো। আমি অভিশাপ দিচ্ছি আমার আশ্রয় কেড়ে নেওয়ার জন্য তোমাকে দুর্ভোগ পোহাতে হবে আমার চেয়ে শতগুণ। সোহরাওয়ার্দী উদ্যানে ছোটো কাঠবিড়ালিটি আজ এভাবেই আর্তনাদ করছে।
রেস্তোরাঁ নির্মাণের উদ্দেশ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা অব্যাহত রেখেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ঢাকার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই উদ্যান যদি ধ্বংস হয়, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম প্রাণভরে বিশুদ্ধ নিঃশ্বাস নিতে কোথায় যাবে!'
দোয়েল, শ্যামা, শালিক, বুলবুলি ও শঙ্খচিলের মতো বিভিন্ন প্রজাতির পাখিও ঢাকার এই কংক্রিটের জঙ্গলে বাসস্থান হারিয়ে আজ দিশেহারা।
মানুষ প্রাণীদের এভাবে বিপদে ফেলতে পারে কি? আমরা প্রকৃতিকে এভাবে বিরক্ত করলে প্রকৃতি কি আমাদের ছেড়ে দেবে? তারা কি ধ্বংসাত্মক হয়ে উঠবে না ?
No comments
Thank you, best of luck