ads

যুক্তবর্ণ (বিশ্লেষণ ও শব্দগঠন) পতিতপাবন মণ্ডল (পাবন), শিক্ষক, বাংলা বিভাগ, সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ। ঢাকা।।

 


যুক্তবর্ণ (বিশ্লেষণ ও শব্দগঠন)

বর্ণ: কথা বা বাক্যের ক্ষুদ্রতম অংশকে শব্দ বলে। শব্দের ক্ষুদ্রতম অংশকে অক্ষর বলে। অক্ষরের ক্ষুদ্রতম অংশকে বর্ণ বলে। বর্ণের উচ্চারণকে ধ্বনি বলে। আবার ধ্বনির লিখিত রূপ/চিহ্ন/প্রতীককে বর্ণ বলে।স্বরধ্বনি:যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস বাগযন্ত্রের কোথাও বাধা পায় না, তাদের স্বরধ্বনি বলে।স্বরবর্ণ: স্বরধ্বনির লিখিত রূপকে স্বরবর্ণ বলে। যথা: অ, আ, ই, ঈ, উ,ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ। ব্যঞ্জনধ্বনি: যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস বাগযন্ত্রের কোথাও না কোথাও বাধা পায়, তাদের ব্যঞ্জনধ্বনি বলে।
ব্যঞ্জনবর্ণ: ব্যঞ্জনধ্বনির লিখিত রূপকে ব্যঞ্জনবর্ণ বলে। যেমন : ক খ গ ঘ ঙ /চ ছ জ ঝ ঞ /ট ঠ ড ঢ ণ /ত থ দ ধ ন /প ফ ব ভ ম /য র ল শ /ষ স হ ৎ /ড় ঢ় /য় ঃ ঁ।
যুক্তবর্ণ: একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়। যুক্ত হওয়া বর্ণগুলােকে দেখে কখনাে সহজে চেনা যায়, কখনাে সহজে চেনা যায় না। এদিক দিয়ে যুক্তবর্ণ দুই রকম: স্বচ্ছ ও অস্বচ্ছ। 
  1. ক্ক = ক্ + ক; - আক্কেল, টেক্কা
  2. ক্ট = ক্+ ট; - ডক্টর 
  3. ক্ট্র = ক্ + ট + র; - অক্ট্রয়
  4. ক্ত = ক্ + ত; - রক্ত বক্তব্য
  5. ক্ত্র = ক্ + ত + র; - বক্ত্র
  6. ক্ব = ক্ + ব; যেমন- পক্ব, ক্বণ
  7. ক্ম = ক্ + ম; যেমন- রুক্মিণী
  8. ক্য = ক্ + য; যেমন- বাক্য
  9. ক্র = ক্ + র; যেমন- চক্র
  10. ক্ল = ক্ + ল; যেমন- ক্লান্তি
  11. ক্ষ = ক্ + ষ; যেমন- পক্ষ
  12. ক্ষ্ণ = ক্ + ষ্ + ণ; যেমন- তীক্ষ্ণ
  13. ক্ষ্ব = ক্ + ষ্ + ব; যেমন- ইক্ষ্বাকু
  14. ক্ষ্ম = ক্ + ষ্ + ম; - লক্ষ্মী
  15. ক্ষ্ম্য = ক্ + ষ্ + ম্ + য; যেমন- সৌক্ষ্ম্য
  16. ক্ষ্য = ক্ + ষ্ + য; যেমন- লক্ষ্য
  17. ক্স = ক্ + স; যেমন- বাক্স
  18. খ্য = খ্ + য; যেমন- সখ্য
  19. খ্র = খ্ + র যেমন; যেমন- খ্রিস্টান
  20. গ্‌ণ = গ্ + ণ; যেমন - রুগ্‌ণ
  21. গ্ধ = গ্ + ধ; যেমন- মুগ্ধ
  22. গ্ধ্য = গ্ + ধ্ + য; যেমন- বৈদগ্ধ্য
  23. গ্ধ্র = গ্ + ধ্ + র; যেমন- দোগ্ধ্রী
  24. গ্ন = গ্ + ন; যেমন- ভগ্ন
  25. গ্ন্য = গ্ + ন্ + য; যেমন- অগ্ন্যাস্ত্র, অগ্ন্যুৎপাত, অগ্ন্যাশয়
  26. গ্ব = গ্ + ব; যেমন- দিগ্বিজয়ী
  27. গ্ম = গ্ + ম; যেমন- যুগ্ম
  28. গ্য = গ্ + য; যেমন- ভাগ্য
  29. গ্র = গ্ + র; যেমন- গ্রাম
  30. গ্র্য = গ্ + র্ + য; যেমন- ঐকাগ্র্য, সামগ্র্য, গ্র্যাজুয়েট
  31. গ্ল = গ্ + ল; যেমন- গ্লানি
  32. ঘ্ন = ঘ্ + ন; যেমন- কৃতঘ্ন
  33. ঘ্য = ঘ্ + য; যেমন- অশ্লাঘ্য
  34. ঘ্র = ঘ্ + র; যেমন- ঘ্রাণ
  35. ঙ্ক = ঙ্ + ক; যেমন- অঙ্ক
  36. ঙ্‌ক্ত = ঙ্ + ক + ত; যেমন- পঙ্‌ক্তি
  37. ঙ্ক্য = ঙ্ + ক + য; যেমন- অঙ্ক্য
  38. ঙ্ক্ষ = ঙ্ + ক + ষ; যেমন- আকাঙ্ক্ষা
  39. ঙ্খ = ঙ্ + খ; যেমন- শঙ্খ
  40. ঙ্খ্য = ঙ্ + খ + য; যেমন - সাঙ্খ্য
  41. ঙ্গ = ঙ্ + গ; যেমন- অঙ্গ
  42. ঙ্গ্য = ঙ্ + গ্ + য; যেমন- ব্যঙ্গ্যার্থ, ব্যঙ্গ্যোক্তি
  43. ঙ্ঘ = ঙ্ + ঘ্; যেমন- সঙ্ঘ
  44. ঙ্ঘ্য = ঙ্ + ঘ্ + য; যেমন- দুর্লঙ্ঘ্য
  45. ঙ্ঘ্র = ঙ্ + ঘ্ + র; যেমন- অঙ্ঘ্রি
  46. ঙ্ম = ঙ্ + ম; যেমন- বাঙ্ময়
  47. চ্চ = চ্ + চ; যেমন- বাচ্চা
  48. চ্ছ = চ্ + ছ; যেমন- ইচ্ছা
  49. চ্ছ্ব = চ্ + ছ + ব; যেমন- জলোচ্ছ্বাস
  50. চ্ছ্র = চ্ + ছ + র; যেমন- উচ্ছ্রায়
  51. চ্ঞ = চ্ + ঞ; যেমন- যাচ্ঞা
  52. চ্ব = চ্ + ব; যেমন- চ্বী
  53. চ্য = চ্ + য; যেমন- প্রাচ্য
  54. জ্জ = জ্ + জ; যেমন- বিপজ্জনক
  55. জ্জ্ব = জ্ + জ + ব; যেমন- উজ্জ্বল
  56. জ্ঝ = জ্ + ঝ; যেমন- কুজ্ঝটিকা
  57. জ্ঞ = জ্ + ঞ; যেমন- জ্ঞান
  58. জ্ব = জ্ + ব; যেমন- জ্বর
  59. জ্য = জ্ + য; যেমন- রাজ্য
  60. জ্র = জ্ + র; যেমন- বজ্র
  61. ঞ্চ = ঞ্ + চ; যেমন- অঞ্চল
  62. ঞ্ছ = ঞ্ + ছ; যেমন- লাঞ্ছনা
  63. ঞ্জ = ঞ্ + জ; যেমন- কুঞ্জ
  64. ঞ্ঝ = ঞ্ + ঝ; যেমন- ঝঞ্ঝা
  65. ট্ট = ট্ + ট; যেমন- চট্টগ্রাম
  66. ট্ব = ট্+ ব; যেমন- খট্বা
  67. ট্ম = ট্ + ম; যেমন- কুট্মল
  68. ট্য = ট্+ য; যেমন- নাট্য
  69. ট্র = ট্ + র; যেমন- ট্রেন
  70. ড্ড = ড্ + ড; যেমন- আড্ডা
  71. ড্ব = ড্ + ব; যেমন- অন্ড্বান
  72. ড্য = ড্ + য; যেমন- জাড্য
  73. ড্র = ড্ + র; যেমন- ড্রাইভার, ড্রাম 
  74. ড়্গ = ড়্ + গ; যেমন- খড়্‌গ
  75. ঢ্য = ঢ্ + য; যেমন- ধনাঢ্য
  76. ঢ্র = ঢ্ + র; যেমন- মেঢ্র (ত্বক) 
  77. ণ্ট = ণ্ + ট; যেমন- ঘণ্টা
  78. ণ্ঠ = ণ্ + ঠ; যেমন- কণ্ঠ
  79. ণ্ঠ্য = ণ্ + ঠ্ + য; যেমন- কণ্ঠ্য
  80. ণ্ড = ণ্ + ড; যেমন- গণ্ডগোল
  81. ণ্ড্য = ণ্ + ড্ + য; যেমন- পাণ্ড্য
  82. ণ্ড্র = ণ্ + ড্ + র; যেমন- পুণ্ড্র
  83. ণ্ঢ = ণ্ + ঢ্; যেমন- ষণ্ঢ
  84. ণ্ণ = ণ্ + ণ; যেমন- বিষণ্ণ
  85. ণ্ব = ণ্ + ব; যেমন- স্হাণ্বীশ্বর
  86. ণ্ম = ণ্ + ম; যেমন- চিণ্ময়
  87. ণ্য = ণ্ + য; যেমন- পূণ্য
  88. ৎক = ত্ + ক; যেমন- উৎকট
  89. ৎখ = ত্ + খ; যেমন: উৎখাত
  90. ত্ত = ত্ + ত; যেমন- উত্তর
  91. ত্ত্ব = ত্ + ত + ব; যেমন- সত্ত্ব
  92. ত্ত্য = ত্ + ত্ + য; যেমন- উত্ত্যক্ত
  93. ত্থ = ত্ + থ; যেমন- অশ্বত্থ
  94. ত্ন = ত্ + ন; যেমন- যত্ন
  95. ৎপ = ত্ + প; যেমন - উৎপল
  96. ত্ব = ত্ + ব; যেমন- রাজত্ব
  97. ত্ম = ত্ + ম; যেমন- আত্মা
  98. ত্ম্য = ত + ম + য; যেমন- দৌরাত্ম্য
  99. ত্য = ত্ + য; যেমন- সত্য
  100. ত্র = ত্ + র যেমন- ত্রিশ, ত্রাণ
  101. ত্র্য = ত্ + র + য যেমন- বৈচিত্র্য
  102. ৎল = ত্ + ল; যেমন- কাৎলা
  103. ৎস = ত্ + স; যেমন- বৎসর, উৎসব
  104. থ্ব = থ্ + ব; যেমন- পৃথ্বী
  105. থ্য = থ্ + য; যেমন- পথ্য
  106. থ্র = থ্ + র; যেমন- থ্রি (three)
  107. দ্গ = দ্ + গ; যেমন- উদ্গম
  108. দ্ঘ = দ্ + ঘ; যেমন- উদ্ঘাটন
  109. দ্দ = দ্ + দ; যেমন- উদ্দেশ্য
  110. দ্দ্ব = দ্ + দ + ব; যেমন- তদ্দ্বারা
  111. দ্ধ = দ্ + ধ; যেমন- রুদ্ধ
  112. দ্ব = দ্ + ব; যেমন- বিদ্বান
  113. দ্ভ = দ্ + ভ; যেমন- অদ্ভুত
  114. দ্ভ্র = দ্ + ভ + র; যেমন- উদ্ভ্রান্ত
  115. দ্ম = দ্ + ম; যেমন- ছদ্ম
  116. দ্য = দ্ + য; যেমন- বাদ্য
  117. দ্র = দ্ + র; যেমন- রুদ্র
  118. দ্র্য = দ্ + র + য; যেমন- দারিদ্র্য
  119. ধ্ন = ধ্ + ন; যেমন- অর্থগৃধ্নু
  120. ধ্ব = ধ্ + ব; যেমন- ধ্বনি
  121. ধ্ম = ধ্ + ম; যেমন- উদরাধ্মান
  122. ধ্য = ধ্ + য; যেমন- আরাধ্য
  123. ধ্র = ধ্ + র; যেমন- ধ্রুব
  124. ন্ট = ন্ + ট; যেমন- প্যান্ট
  125. ন্ট্র = ন্ + ট্ + র; 
  126. ন্ঠ = ন্ + ঠ; যেমন- লন্ঠন
  127. ন্ড = ন্ + ড; যেমন- গন্ডার, পাউন্ড
  128. ন্ড্র = ন্ + ড + র; যেমন- হান্ড্রেড
  129. ন্ত = ন্ + ত; যেমন- জীবন্ত
  130. ন্ত্ব = ন্ + ত্ + ব; যেমন- সান্ত্বনা
  131. ন্ত্য = ন্ + ত + য; যেমন- অন্ত্য
  132. ন্ত্র = ন্ + ত + র; যেমন- মন্ত্র
  133. ন্ত্র্য = ন্ + ত + র + য; যেমন- স্বাতন্ত্র্য
  134. ন্থ = ন্ + থ; যেমন- গ্রন্থ
  135. ন্থ্র = ন্ + থ + র; যেমন- অ্যান্থ্রাক্স 
  136. ন্দ = ন্ + দ; যেমন- ছন্দ
  137. ন্দ্য = ন্ + দ + য; যেমন- অনিন্দ্য
  138. ন্দ্ব = ন্ + দ + ব; যেমন- দ্বন্দ্ব
  139. ন্দ্র = ন্ + দ + র; যেমন- কেন্দ্র
  140. ন্ধ = ন্ + ধ; যেমন- অন্ধ
  141. ন্ধ্য = ন্ + ধ + য; যেমন- বিন্ধ্য
  142. ন্ধ্র = ন্ + ধ + র; যেমন- রন্ধ্র
  143. ন্ন = ন্ + ন; যেমন- নবান্ন
  144. ন্ব = ন্+ ব; যেমন- ধন্বন্তরি
  145. ন্ম = ন্ + ম; যেমন- চিন্ময়
  146. ন্য = ন্ + য; যেমন- ধন্য
  147. প্ট = প্ + ট; যেমন- পাটি-সাপ্টা, ক্যাপ্টেন
  148. প্ত = প্ + ত; যেমন- সুপ্ত
  149. প্ন = প্ + ন; যেমন- স্বপ্ন
  150. প্প = প্ + প; যেমন- ধাপ্পা
  151. প্য = প্ + য; যেমন- প্রাপ্য
  152. প্র = প্ + র; যেমন- ক্ষিপ্র
  153. প্র্য = প্ + র + য; যেমন- প্র্যাকটিস 
  154. প্ল = প্ + ল; যেমন-আপ্লুত
  155. প্স = প্ + স; যেমন- লিপ্সা
  156. ফ্র = ফ্ + র; যেমন- ফ্রক, ফ্রিজ, আফ্রিকা, রেফ্রিজারেটর
  157. ফ্ল =  ফ্ + ল; যেমন- ফ্লেভার 
  158. ব্জ = ব্ + জ; যেমন- ন্যুব্জ
  159. ব্দ = ব্ + দ; যেমন- জব্দ
  160. ব্ধ = ব্ + ধ; যেমন- লব্ধ
  161. ব্ব = ব্ + ব; যেমন- ডাব্বা
  162. ব্য = ব্ + য; যেমন- দাতব্য
  163. ব্র = ব্ + র; যেমন- ব্রাহ্মণ
  164. ব্ল = ব্ + ল; যেমন- ব্লাউজ
  165. ভ্ব =ভ্ + ব; যেমন- ভ্বা
  166. ভ্য = ভ্ + য; যেমন- সভ্য
  167. ভ্র = ভ্ + র; যেমন- শুভ্র
  168. ম্ন = ম্ + ন; যেমন- নিম্ন
  169. ম্প = ম্ + প; যেমন- কম্প
  170. ম্প্র = ম্ + প + র; যেমন- সম্প্রতি
  171. ম্ফ = ম্ + ফ; যেমন- লম্ফ
  172. ম্ব = ম্ + ব; যেমন- প্রতিবিম্ব
  173. ম্ব্র = ম্ + ব + র; যেমন- মেম্ব্রেন 
  174. ম্ভ = ম্ + ভ; যেমন- দম্ভ
  175. ম্ভ্র = ম্ + ভ + র; যেমন- সম্ভ্রম
  176. ম্ম = ম্ + ম; যেমন- সম্মান
  177. ম্য = ম্ + য; যেমন- গ্রাম্য
  178. ম্র = ম্ + র; যেমন- নম্র
  179. ম্ল = ম্ + ল; যেমন- অম্ল
  180. য্য = য্ + য; যেমন- ন্যায্য
  181. র্ক = র্ + ক; যেমন - তর্ক
  182. র্ক্য = র্ + ক্ + য; যেমন- অতর্ক্য 
  183. র্গ্য = র্ + গ্ + য; যেমন - বর্গ্য (বর্গসম্বন্ধীয়)
  184. র্ঘ্য = র্ + ঘ্ + য; যেমন- দৈর্ঘ্য
  185. র্চ্য = র্ + চ্ + য; যেমন- অর্চ্য (পূজনীয়)
  186. র্জ্য = র্ + জ্ + য; যেমন- বর্জ্য
  187. র্জ্ঞ = র্ + জ্ + ঞ; যেমন- দুর্জ্ঞেয়
  188. র্ণ্য = র্ + ণ্ + য; যেমন- বৈবর্ণ্য (বিবর্ণতা)
  189. র্ত্য = র্+ ত্ + য; যেমন- মর্ত্য
  190. র্থ্য = র্ + থ্ + য; যেমন- সামর্থ্য
  191. র্ব্য = র্ + ব্ + য; যেমন- নৈর্ব্যক্তিক
  192. র্ম্য = র্ + ম্ + য; যেমন- নৈষ্কর্ম্য
  193. র্শ্য = র্ + শ্ + য; যেমন- অস্পর্শ্য
  194. র্ষ্য = র্ + ষ্ + য; যেমন- ঔৎকর্ষ্য
  195. র্হ্য = র্ + হ্ + য; যেমন- গর্হ্য
  196. র্খ = র্ + খ; যেমন- মূর্খ
  197. র্গ = র্ + গ; যেমন- দুর্গ
  198. র্গ্র = র্ + গ + র; যেমন- দুর্গ্রহ, নির্গ্রন্হ
  199. র্ঘ = র্ + ঘ; যেমন- দীর্ঘ
  200. র্চ = র্ + চ; যেমন- অর্চনা
  201. র্ছ = র্ + ছ; যেমন- মূর্ছনা
  202. র্জ = র্ + জ; যেমন- অর্জন
  203. র্ঝ = র্ + ঝ; যেমন- নির্ঝর
  204. র্ট = র্ + ট; যেমন- স্মার্ট
  205. র্ড = র্ + ড; যেমন- বার্ড
  206. র্ণ = র্ + ণ; যেমন- বর্ণ
  207. র্ত = র্ + ত; যেমন- ক্ষুধার্ত
  208. র্ত্ম = র্ + ত + ম; যেমন- গিরিবর্ত্ম
  209. র্ত্র = র্ + ত + র; যেমন- কর্ত্রী
  210. র্ৎস = র্ + ত + স; যেমন- ভর্ৎসনা
  211. র্থ = র্ + থ; যেমন- অর্থ
  212. র্দ = র্ + দ; যেমন- নির্দয়
  213. র্দ্ব = র্ + দ্ + ব; যেমন- নির্দ্বিধা
  214. র্দ্র = র্ + দ + র; যেমন- আর্দ্র
  215. র্ধ = র + ধ; যেমন- গোলার্ধ
  216. র্ধ্ব = র্ + ধ + ব; যেমন- ঊর্ধ্ব
  217. র্ন = র্ + ন; যেমন- দুর্নাম
  218. র্প = র্ + প; যেমন- দর্প
  219. র্ফ = র্ + ফ; যেমন- স্কার্ফ (মন্তব্য: মূলত ইংরেজি ও আরবী-ফার্সি কৃতঋণ শব্দে ব্যবহৃত)
  220. র্ব = র্ + ব; যেমন - উর্বর, গর্ব
  221. র্ভ = র্ + ভ; যেমন- গর্ভ
  222. র্ম = র্ + ম; যেমন- ধর্ম
  223. র্য = র্ + য; যেমন- আর্য
  224. র্ল = র্ + ল; যেমন- দুর্লভ
  225. র্শ = র্ + শ; যেমন- স্পর্শ
  226. র্শ্ব = র্+ শ + ব; যেমন- পার্শ্ব
  227. র্ষ = র্ + ষ; যেমন- ঘর্ষণ
  228. র্স = র্ + স;
  229. র্হ = র্ + হ; যেমন- গার্হস্থ্য
  230. র্হ্য = র্ + হ + য; যেমন- গর্হ্য
  231. র্ঢ্য = র্ + ঢ + য; যেমন- দার্ঢ্য (অর্থাৎ দৃঢ়তা)
  232. ল্ক = ল্ + ক; যেমন- শুল্ক
  233. ল্ক্য = ল্ + ক + য; যেমন- যাজ্ঞবল্ক্য
  234. ল্গ = ল্ + গ; যেমন- বল্গা
  235. ল্ট = ল্ + ট; যেমন- উল্টো
  236. ল্ড = ল্ + ড; যেমন- ফিল্ডিং 
  237. ল্প = ল্ + প; যেমন- বিকল্প
  238. ল্‌ফ = ল্ + ফ; যেমন- গল্‌ফ 
  239. ল্ব = ল্ + ব; যেমন- বিল্ব, বাল্ব
  240. ল্‌ভ = ল্ + ভ; যেমন- প্রগল্‌ভ
  241. ল্ম = ল্ + ম; যেমন- গুল্ম
  242. ল্য = ল্ + য; যেমন- তারল্য
  243. ল্ল = ল্ + ল; যেমন- উল্লাস
  244. শ্চ = ল্ + চ; যেমন- পুনশ্চ
  245. শ্ছ = ল্ + ছ; যেমন- শিরশ্ছেদ
  246. শ্ন = ল্ + ন; যেমন- প্রশ্ন
  247. শ্ব = শ্ + ব; যেমন- বিশ্ব
  248. শ্ম = শ্ + ম; যেমন- জীবাশ্ম
  249. শ্য = শ্ + য; যেমন- অবশ্য
  250. শ্র = শ্ + র; যেমন- মিশ্র
  251. শ্ল = শ্ + ল; যেমন- অশ্লীল
  252. ষ্ক = ষ্ + ক; যেমন- শুষ্ক
  253. ষ্ক্র = ষ্ + ক + র; যেমন- নিষ্ক্রিয়
  254. ষ্ট = ষ্ + ট; যেমন- কষ্ট
  255. ষ্ট্য = ষ্ + ট + য; যেমন- বৈশিষ্ট্য
  256. ষ্ট্র = ষ্ + ট + র; যেমন- রাষ্ট্র
  257. ষ্ঠ = ষ্ + ঠ; যেমন- শ্রেষ্ঠ
  258. ষ্ঠ্য = ষ্ + ঠ + য; যেমন- নিষ্ঠ্যূত
  259. ষ্ণ = ষ্ + ণ; যেমন- কৃষ্ণ
  260. ষ্প = ষ্ + প; যেমন- নিষ্পাপ
  261. ষ্প্র = ষ্ + প + র; যেমন- নিষ্প্রয়োজন
  262. ষ্ফ = ষ্ + ফ; যেমন- নিষ্ফল
  263. ষ্ব = ষ্ + ব; যেমন- মাতৃষ্বসা
  264. ষ্ম = ষ্ + ম; যেমন- উষ্ম
  265. ষ্য = ষ্ + য; যেমন- শিষ্য
  266. স্ক = স্ + ক; যেমন- মনোস্কামনা
  267. স্ক্র = স্ + ক্র; যেমন- ইস্ক্রু 
  268. স্খ = স্ + খ; যেমন- স্খলন
  269. স্ট = স্ + ট; যেমন- স্টেশন 
  270. স্ট্র = স্ + ট্র; যেমন- স্ট্রাইক 
  271. স্ত = স্ + ত; যেমন- ব্যস্ত
  272. স্ত্ব = স্ + ত + ব; যেমন- বহিস্ত্বক
  273. স্ত্য = স্ + ত + য; যেমন-অস্ত্যর্থ
  274. স্ত্র = স্ + ত + র; যেমন- স্ত্রী
  275. স্থ = স্ + থ; যেমন- দুঃস্থ
  276. স্থ্য = স্ + থ + য; যেমন- স্বাস্থ্য
  277. স্ন = স্ + ন; যেমন- স্নান
  278. স্প = স্ + প; যেমন- আস্পর্ধা
  279. স্প্র = স্ + প +র; 
  280. স্প্‌ল = স্ + প + ল; যেমন- স্প্‌লিন 
  281. স্ফ = স্ + ফ; যেমন- আস্ফালন
  282. স্ব = স্ + ব; যেমন- স্বর
  283. স্ম = স্ + ম; যেমন- স্মরণ
  284. স্য = স্ + য; যেমন- শস্য
  285. স্র = স্ + র; যেমন- অজস্র
  286. স্ল = স্ + ল; যেমন- স্লোগান
  287. হ্ণ = হ্ + ণ; যেমন- অপরাহ্ণ
  288. হ্ন = হ্ + ন; যেমন- চিহ্ন
  289. হ্ব = হ্ + ব; যেমন- আহ্বান
  290. হ্ম = হ্ + ম; যেমন- ব্রাহ্মণ
  291. হ্য = হ্ + য; যেমন- বাহ্য
  292. হ্র = হ্ + র; যেমন- হ্রদ
  293. হ্ল = হ্ + ল; যেমন- আহ্লাদ

10 comments:

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.