ads

বাক্য পরিবর্তন: পতিতপাবন মণ্ডল (পাবন), শিক্ষক, বাংলা বিভাগ, সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ। ঢাকা।।




জটিল বাক্য থেকে সরল বাক্যে রূপান্তর করো :
১. জটিল বাক্য : দানের মন্ত্রে স্ত্রীকে যেটুকু পাওয়া যায় তাতে সংসার চলে।
২. জটিল বাক্য : আমি যে গান গাই, তা যৌবনের গান।
৩. জটিল বাক্য : যে তাম্রশাসনে তার নাম খােদাই করা আছে, সেটা আমার হৃদয়পট।
৪. জটিল বাক্য : ফের যদি আসি, তবে সিধকাঠি সঙ্গে করে আসব।
৫. জটিল বাক্য: যে ফরিয়াদি, সে প্রসন্ন গােয়ালিনী।
৬. জটিল বাক্য: যে পড়াশােনা করে, তার চিন্তা কী?
৭. জটিল বাক্য: যে সাক্ষী তাকে আমি চাই না।
৮. . জটিল বাক্য : যাকে নিবাস বলে, তা আমার নেই।
৯. জটিল বাক্য : যদি তিনি আসেন, তাহলে আর চিন্তা কী ?
১০. জটিল বাক্য: যখন ইদ আসবে, তখন আমরা বাড়ি যাব।
১১. জটিল বাক্য : যারা অশিক্ষিত, তারাই কুসংস্কারে আচ্ছন্ন থাকে।
১২. জটিল বাক্য : যত দিন জীবিত থাকব, ততদিন তােমার কথা মনে থাকবে।
১৩. জটিল বাক্য: যে সৎলােক, সে কখনও মিথ্যার সাথে আপােস করে না।
১৪. জটিল বাক্য : যে অন্ধ, তাকে আলাে দাও।
১৫. জটিল বাক্য : আমার যে একটা অভিজ্ঞতা হয়েছে, তা বিচিত্র।
১৬. জটিল বাক্য : কষ্ট এত, যে তার শেষ নেই।
১৭. জটিল বাক্য : যে আসল ছিনতাইকারী, পুলিশ তাকেই ধরেছে।
১৮. জটিল বাক্য : যে লােক শিক্ষিত, তাকে সবাই শ্রদ্ধা করেন।
১৯. জটিল বাক্য : যখন পরীক্ষার সময় আসবে শুধু তখন পড়বে না।
২০. জটিল বাক্য : কেউ কেউ যখন পরীক্ষা আসে তখন শুধু পড়ে।
২১. জটিল বাক্য : যেখানে ভূতের ভয় সেখানে সন্ধ্যা হয় ।
২২. জটিল বাক্য : যেহেতু তার মা নেই সেহেতেু তার অনেক কষ্ট
২৩. জটিল বাক্য : যত গর্জে তত বর্ষে না ।
২৪. জটিল বাক্য : যিনি নির্বাহী কর্মকর্তা তিনি অনেক দায়িত্ব পালন করেন। 
২৫. জটিল বাক্য : যত পড়বে তত শিখবে ।
২৬. জটিল বাক্য : যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে ।
২৭. জটিল বাক্য : যদি তুমি আসো তবে আমি যাব।
২৮. জটিল বাক্য : যদিও জামাটা সুন্দর তবুও না কেনাই ভালো ।
২৯. জটিল বাক্য : যদিও সে আলস তবুও সে ভালো মানুষ ।
৩০. জটিল বাক্য : যে দায়িত্ববান সে সফল হয়। 
৩১. জটিল বাক্য : যেমন গুরু তার তেমন শিষ্য।
৩২. জটিল বাক্য : যেমনটি আমি চাই তেমনটি পাইনা ।
৩৩. জটিল বাক্য : যেহেতু কাজটি ভালো সেহেতু সকলের কাজটি করা উচিত। 
৩৪. জটিল বাক্য : যেহেতু কলেজ খুলেছে সেহেতু পড়ালেখায় মনোযোগী হতে হবে।
৩৫. জটিল বাক্য : যদি মনোযোগ সহকারে ক্লাস করো তাহলে বুঝতে সুবিধা হবে। 

No comments

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.