ads

তোলপাড়, শওকত ওসমান। সৃজনশীল প্রশ্ন। পতিতপাবন মণ্ডল (পাবন), শিক্ষক, বাংলা বিভাগ, সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ। ঢাকা।।




১. বারো বছরের বালক অজয়দের এলাকায় ডাকাত দল মাঝে মাঝেই বিভিন্ন বাড়িতে ডাকাতি করে, বহু লোক হত্যা করে। এ ছাড়াও তারা ছোট ছেলে-মেয়েদের অপহরণ করে মুক্তিপণ দাবি করে। তারা এলাকার মানুষকে দিনের পর দিন নির্মম নির্যাতন করে, যাকে-তাকে হত্যা করে। অজয় বয়সে ছোটো হলেও ডাকাত দলের এ অত্যাচার ও নির্মমতা দেখে তার মনে ঘৃণা ও ক্ষোভ সৃষ্টি হয়। তাদের মোকাবিলা করার জন্য তার কিশোর মন চঞ্চল হয়ে ওঠে।
ক. শওকত ওসমানের প্রকৃত নাম কী? ১
খ. ‘গরিব হইতাম পারি, কিন্তু আমরা জানোয়ার না’ বলতে কী বোঝানো হয়েছে। ২
গ. উদ্দীপকের অজয়দের এলাকার ডাকাত দলের সঙ্গে ‘তোলপাড়’ গল্পের কাদের সাদৃশ্য পরিলক্ষিত হয় তা বর্ণনা করো। ৩
ঘ. “উদ্দীপকের অজয় ও ‘তোলপাড়’ গল্পের সাবু পরিপূর্ণ এক নয়”-এ মতের পক্ষে তোমার যুক্তি দাও।

12 comments:

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.