ads

সৃজনশীল প্রশ্ন-উত্তর, তৈলচিত্রের ভূত, মানিক বন্দ্যোপাধ্যায়

 


১ নং প্রশ্ন: 

রফিক সাহেব শীতের ছুটিতে ভাগ্নি সাহানাকে নিয়ে গ্রামে বেড়াতে যান। রাতের আকাশ দেখার জন্য তারা খোলা মাঠে যান। অদূরেই দেখতে পান মাঠের মধ্যে হঠাৎ এক প্রকার আলো জ্বলে ওঠে তা সামনে এগিয়ে যাচ্ছে। ওটা কীসের আলো তা জানতে চাইলে সাহানার মামা বলেন, ভূতের! সাহানা ভয় পেয়ে তার মামাকে জড়িয়ে ধরে। মামা তখন তাকে বুঝিয়ে বলেন যে, খোলা মাঠের মাটিতে এক প্রকার গ্যাস থাকে- যা বাতাসের সংস্পর্শে এলে জ্বলে ওঠে। সাহানা বিষয়টা বুঝতে পেরে স্বাভাবিক হয়।

ক. ‘তৈলচিত্রের ভূত’ কোন জাতীয় রচনা? ১

খ. পরাশর ডাক্তার নগেনকে ভর্ৎসনা করলেন কেন? ২

গ. উদ্দীপকের সাহানা আর ‘তৈলচিত্রের ভূত’ গল্পের নগেনের বিশেষ মিল কোথায়?- ব্যাখ্যা করো। ৩

ঘ. “রফিক সাহেব আর ‘তৈলচিত্রের ভূত’ গল্পের পরাশর ডাক্তার উভয়কে আধুনিক মানসিকতার অধিকারী বলা যায়”- উক্তিটির যথার্থতা নিরূপণ করো।  ৪

উত্তর: 

ক. ‘তৈলচিত্রের ভূত’ কোন জাতীয় রচনা? ১

উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ‘তৈলচিত্রের ভূত’ কিশোর উপযোগী একটি ছোটো গল্প। 

খ. পরাশর ডাক্তার নগেনকে ভর্ৎসনা করলেন কেন? ২

উত্তর: নগেনের নির্বুদ্ধিতা ও কুসংস্কারাচ্ছন্নতার কারণে পরাশর ডাক্তার নগেনকে ভর্ৎসনা করলেন। 

গ. উদ্দীপকের সাহানা আর ‘তৈলচিত্রের ভূত’ গল্পের নগেনের বিশেষ মিল কোথায়?- ব্যাখ্যা করো। ৩

উত্তর: ভূতের বিশ্বাস বা অশরীরী শক্তির উপর বিশ্বাস ও তা থেকে উত্তরণের দিক থেকে শাহানার সাথে তৈলচিত্রের ভূত গল্পের নগেনের মিল রয়েছে। 

ঘ. “রফিক সাহেব আর ‘তৈলচিত্রের ভূত’ গল্পের পরাশর ডাক্তার উভয়কে আধুনিক মানসিকতার অধিকারী বলা যায়”- উক্তিটির যথার্থতা নিরূপণ করো।  ৪ 

উত্তর:“রফিক সাহেব আর ‘তৈলচিত্রের ভূত’ গল্পের পরাশর ডাক্তার উভয়কে আধুনিক মানসিকতার অধিকারী বলা যায়”- মন্তব্যটির যাথার্থ। কারণ উভয়ই বিজ্ঞানমনস্ক চিন্তা চেতনার অধিকারী।



পতিতপাবন মণ্ডল (পাবন) ,
শিক্ষক, বাংলা বিভাগ,
সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ। ঢাকা।।

9 comments:

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.