ads

বাংলা নববর্ষ, শামসুজ্জামান খান (১৯৪০ -- ) বাংলা নবষর্ষ : যে যে বিষয়ে সৃজনশীল প্রশ্ন হতে পারে ও একটি সৃজনশীল প্রশ্ন, পাবন স্যার


বাংলা নববর্ষ 
  শামসুজ্জামান খান (১৯৪০ ---)  
বাংলা নবষর্ষ : যে যে বিষয়ে সৃজনশীল প্রশ্ন হতে পারে ও একটি সৃজনশীল প্রশ্ন, পাবন স্যার


 : 


নববর্ষ প্রবন্ধের থিমসমূহ বা দিকসমূহ (যে যে বিষয়ে  সৃজনশীল প্রশ্ন হতে পারে)

মুলদিক- 
রাজনৈতিক প্রতিবন্ধকতা পেরিয়ে নববর্ষ উদ্যাপনের মধ্য দিয়ে বাঙালি সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধে জাগ্রত হওয়া। 
অন্যান্য দিক- 
১. একে অপরের মঙ্গল কামনায় পালিত সকল জাতির নববর্ষ উদযাপন আনন্দ উৎসবের দিন।
২. নববর্ষ সকল জাতির আনন্দ উৎসবের দিন
৩. একে অপরের মঙ্গলকামনায় নববর্ষ পালিত হয়।
৪. বিশ্বের সকল জাতিগোষ্ঠীর মতো বাংলাদেশিরাও একে অপরের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের প্রত্যাশায় ধুমধামের সাথে নববর্ষ পালন করে।
৫. বাংলা নববর্ষ আমাদের প্রধান জাতীয় উৎসব
৬. বাংলা নববর্ষ উৎসব প্রতিবছরই বৃহৎ থেকে বৃহত্তর হচ্ছে।
৭. পাকিস্তানি আমলে এদেশবাসী নববর্ষ পালন করতে দেওয়া হয়নি বলে বাংলা নববর্ষ উৎসব বাঙালির গভীর আবেগ ও ভালোবাসার উৎসব।
৮. বাংলা নববর্ষ পালনে বাধা দানের মাধ্যমে বাঙালি সংস্কৃতির উপর প্রথম আঘাত হানে পাক শাসকরা।
৯. বাংলা নববর্ষ পালনের মাধ্যমে বাঙালি প্রথম প্রতিবাদ করে পাক শাসকদের বিরুদ্ধে। এদেশবাসী প্রতিবাদী হয়, তাদের মধ্যে জাগ্রত হয় জাতীয়তাবাদ


১০. সংস্কৃতিতে রাজনৈতিক প্রভাব  
১১. রাজনীতিতে সংস্কৃতির প্রভাব  
১২. বৈচিত্র্যময় সংস্কৃতি 
১৩. পাকিস্তানিদের ষড়যন্ত্র 
১৪. অসাম্প্রদায়িক চেতনা  
১৫. দেশপ্রেম  
১৬. স্বজাতির মঙ্গল ও অগ্রগতি সম্পর্কে চিন্তাভাবনা এবং সচেতনতার জাগরণ। (জাতীয়তাবাদের জাগরণ)
১৭. স্বীয় জাতির বৈশিষ্ট্য স¤পর্কে সচেতনতার জাগ্ররণ। (জাতিসত্তার জাগ্ররণ)
১৮. বাংলা সনের প্রবর্তন  

১৯. বাংলা নববর্ষ পালিত সর্বজনীন উৎসব সমূহ
  • ক. পুণ্যাহ
  • খ. হালখাতা
  • গ. বৈশাখী মেলা


২০. আঞ্চলিক অনুষ্ঠান
  • ক. বলী খেলা (চট্টগ্রাম) / জব্বারের বলী খেলা
  • খ. আমানি
  • গ. বৈসাবী
  • ঘ. বিভিন্ন রকমের খেলাধুলা (বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে )
  • ঙ. গরুর দৗড় (মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ )
  • চ. হা-ডু-ডু খেলা
  • ছ. মোরগের লড়াই ( ব্রাহ্মণবাড়িয়া)
  • ষাড়ের লড়াই, (কিশোরগঞ্জ, নেত্রকোনা নড়াইল)




23 comments:

  1. Shrayas Hossain Sheik
    BC0839

    ReplyDelete
  2. Thank you sir. I am Shams Mahmood Sifat (C801).

    ReplyDelete
  3. B.M. Khakedur Rahman Rosa C831

    ReplyDelete
  4. Fardin Shahriare Zahin
    BA803

    ReplyDelete
  5. Thank you sir,
    Saidur Rahman A801

    ReplyDelete

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.