ads

একুশে ফেব্রুয়ারি-২০২১ এ যেসব বানান বিভিন্ন পোস্টার, ব্যানার, অনলাইনে ভুল দেখেছিলাম।





রক্তাক্ত স্মৃতিবিজড়িত অমর একুশে ফেব্রুয়ারিতে মুখের ভাষার জন্য প্রাণ দিয়ে বিরল ইতিহাস গড়েছে বাঙালি। মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে

আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে দেশবাসী। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি লাল রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। দুর্গম পথ পাড়ি দিয়ে বাংলা ভাষা পায় রাষ্ট্রীয় মর্যাদা। আজ একুশের মহান শহিদদের আত্মত্যাগ বিশ্বসভায় পেয়েছে অনন্য মর্যাদা।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ ---
গান গেয়ে আজ বাংলাদেশিদের মতো বিশ্ববাসী মহান ভাষা শহিদদের স্মরণ করেছেন, জানিয়েছেন বিনম্র শ্রদ্ধা ....
একুশে ফেব্রুয়ারি-২০২১ এ যে শব্দগুলো বিভিন্ন মাধ্যমে বেশি ব্যবহৃত হয়েছে। তার মধ্য থেকে অসচেতনভাবে ভুল হওয়া কয়েকটি শব্দ --- তুলে ধরলাম ... প্রত্যাশা ---‘আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস-২০২২’- এ ভুলগুলো থেকে মুক্তি ----
অশুদ্ধ ------------ শুদ্ধ
১. ফ্রেব্রুয়ারী --- ১. ফ্রেব্রুয়ারি
২. শ্রদ্ধাঞ্জলী ---২. শ্রদ্ধাঞ্জলি
৩. শহীদ ---৩. শহিদ
৪. শহীদদিবস --- ৪. শহিদ দিবস
৫. শহীদ মীনার --- ৫. শহিদ মিনার
৬. মাস্ক পড়ুন ---৬. মাস্ক পরুন’
৭. সুস্থ্য --- ৭. সুস্থ
৮. বর্ণমালাসম্বলিত ---৮. বর্ণমালাসংবলিত
৯. চিত্রাংকন ---৯. চিত্রাঙ্কন
১০. প্রতিযোগীতা ---১০. প্রতিযোগিতা
**** অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় এখন বক্তব্য প্রদান করবেন। .....
এখানে কি ভুল আছে ? না নেই ? যুক্তিসহ উত্তর আশা করছি।
সংগ্রামী শুভেচ্ছা ....

No comments

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.