‘আদুভাই’ আবুল মনসুর আহমদ, বহুনির্বাচনি প্রশ্নোত্তর; সম্পাদনায়: পতিতপাবন মণ্ডল (পাবন), শিক্ষক, বাংলা বিভাগ, সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ। ঢাকা।।
১. আদুভাই গল্পের লেখক কে?
ক. বলাইচাঁদ মুখোপাধ্যায়
খ. আবুল মনসুর আহমদ
গ. মোহাম্মদ নাসির আলী
ঘ. ইমদাদুল হক মিলন
২. বরঞ্চ শব্দের অর্থ কী?
ক. বরং
খ. তারপর
গ. দুচিন্তা
ঘ. সুতরাং
৩. আবুল মনসুর আহমদ পেশায় কী ছিলেন?
i. সাংবাদিক
ii. সাহিত্যিক
iii. ম্যাজিস্ট্রেট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪. আবুল মনসুর আহমদ কবে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৭৮ সালের
খ. ১৯৭৯ সালের
গ. ১৯৮০ সালের
ঘ. ১৯৭২ সালের ১
৫. আদুভাই কোন ক্লাসে পড়ত?
ক. ষষ্ঠ
খ. সপ্তম
গ. অষ্টম
ঘ. পঞ্চম
৬. পড়াশোনায় ভালো না হলেও আদুভাই কীসে ভালো ছিল?
i. চাল-চলন
ii. আচার-ব্যবহার
iii. আদব-কায়দা
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৭. হঠাৎ কোনো একদিন আদুভাই প্রমোশনের জন্য ব্যাকুল হয়ে ওঠে?
ক. বয়স হয়ে গেছে তাই
খ. বিয়ে করার জন্য
গ. তার ছেলে তার ক্লাসে প্রমোশন পেয়েছে তাই
ঘ. মরার সময় হয়ে গিয়েছিল তাই
৮. কার আপত্তির কারণে আদুভাই প্রমোশন পেতে চেয়েছিল?
ক. ছেলে
খ. শিক্ষক
গ. স্ত্রী
ঘ. সহপাঠী
৯. আদুভাই গল্পের কথক কে?
ক. আদুভাই নিজে
খ. আদুভাইয়ের স্ত্রী
গ. আদুভাইয়ের ছেলে
ঘ. আদুভাইয়ের সহপাঠী
১০. কোনো বন্ধু আদুভাইকে নম্বর বাড়ানোর পরামর্শ দিলে আদু ভাই কী জবাব দিত?
ক. আমি এসব অসৎ কাজ করি না
খ. না, আমার লজ্জা লাগে
গ. সব সাবজেক্টে পাকা হয়ে ওঠাই ভালো
ঘ. সব সাবজেক্টে নিজেই পাস করব
১১. স্কুলের বার্ষিক পরীক্ষা বিতরণের সময় আদুভাই বরাবর কটি পুরস্কার পেত?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. একটি
১২. আদুভাই কোথা থেকে স্কুলে আসত?
ক. শহর
খ. ত্রিশালের ধানীখোলা
গ. শহরতলির পাড়াগাঁ
ঘ. গ্রামের বাড়ি
১৩. আদুভাই নিজেকে কী মনে করতেন?
i. কবি
ii. বুদ্ধিমান
iii. বক্তা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৪. আদুভাই অসুখ নিয়েই কী চড়ে পরীক্ষা দিতে গিয়েছিলেন?
ক. ঠেলাগাড়ি
খ. পালকি
গ. ঘোড়ার গাড়ি
ঘ. নৌকা
১৫. ‘তাচ্ছিল্য’ শব্দের অর্থ কী?
i. তুচ্ছ জ্ঞান
ii. অবহেলা
iii. অবজ্ঞা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
Thank you sir. Rejowan Arefin A605.
ReplyDeleteThank You Sir.A632 Swapnil Christhopher Rozario
ReplyDeleteThank you sir Sinan Mohammad Abdullah A606
ReplyDeleteKaseer Ahmed Badhon A610
ReplyDelete